উন্নাও, 10 জুলাই: দুরন্ত গতিতে ছুটে আসা এক বাসের সঙ্গে ধাক্কা দুধের ট্যাঙ্কারের ৷ ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে উলটে যায় বাস ৷ ঘুমন্ত অবস্থায় ঘটনাস্থলে মৃত্যু হল 18 জনের ৷ আহত 30 জন ৷ বুধবার ভোরে ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের উন্নাওয়ের লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়ের উপর ৷
VIDEO | 18 feared dead after a milk tanker collided with a bus on the Agra-Lucknow Expressway in the Bangarmau Kotwali area of Uttar Pradesh's Unnao on Wednesday.
— Press Trust of India (@PTI_News) July 10, 2024
(Source: Third party)
(Full video available on PTI Videos - https://t.co/n147TvqRQz) pic.twitter.com/WeBbevvA5q
ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ৷ পাশাপাশি, আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি ৷
उन्नाव, उत्तर प्रदेश में लखनऊ-आगरा एक्सप्रेसवे पर हुई सड़क दुर्घटना में अनेक लोगों की मृत्यु का समाचार अत्यंत दुखदाई है। ऐसी आकस्मिक मृत्यु का शिकार हुए लोगों के परिवार के सदस्यों के प्रति मैं गहन शोक संवेदनाएँ व्यक्त करती हूँ तथा घायल हुए लोगों के शीघ्र स्वस्थ होने की कामना…
— President of India (@rashtrapatibhvn) July 10, 2024
ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ৷ পাশাপাশি তিনি প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতদের 2 লক্ষ ও আহতদের 50 হাজার টাকা সাহায্য ঘোষণা করেছেন ৷
The Prime Minister has announced an ex-gratia of Rs. 2 lakh from PMNRF for the next of kin of each deceased in the mishap in Unnao. The injured would be given Rs. 50,000. https://t.co/rZDoM9sqeY
— PMO India (@PMOIndia) July 10, 2024
ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷ মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি ৷ সেইসঙ্গে প্রশাসনিক কর্তাদের ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দিয়েছেন তিনি ৷
जनपद उन्नाव में सड़क दुर्घटना में हुई जनहानि अत्यंत दुःखद एवं हृदय विदारक है।
— Yogi Adityanath (@myogiadityanath) July 10, 2024
मेरी संवेदनाएं शोकाकुल परिजनों के साथ हैं।
जिला प्रशासन के अधिकारियों को मौके पर पहुंचकर राहत कार्य में तेजी लाने के निर्देश दिए गए हैं।
प्रभु श्री राम से प्रार्थना है कि दिवंगत आत्माओं को अपने श्री…
জানা গিয়েছে, বাসটি বিহারের সীতামারহি থেকে দিল্লি যাচ্ছিল । এদিন ভোরে বেহতা মুজাওয়ার থানা এলাকার গাধা গ্রামের সামনে ঘটনাটি ঘটে ৷ দুর্ঘটনার বিকট আওয়াজে ঘটনাস্থলে ছুটে আসেন এলাকাবাসীরা ৷ খবর দেওয়া হয় পুলিশে ৷ খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছন তাঁরা ৷ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় । দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন প্রশাসনের শীর্ষস্থানীয় কর্তারা ৷ পৌঁছন এসডিএম নম্রতা সিং ৷ মৃতদের শনাক্ত করার কাজও শুরু করে দেওয়া হয় ৷
উদ্ধারকারী দল বাসের জানলা ভেঙে যাত্রীদের উদ্ধারের কাজ শুরু করে ৷ অনেক যাত্রীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে । ঘটনা প্রসঙ্গে উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক জানিয়েছেন, গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে ৷ উন্নাওয়ের সমস্ত হাসপাতালকে সতর্ক করা হয়েছে ৷ বিহার সরকারের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে ৷
#WATCH | Lucknow | Uttar Pradesh Dy CM Brajesh Pathak says, " ...18 people have lost their lives while 19 are injured and have been sent to unnao district hospital. injured are being shifted to higher-level hospitals. all hospitals nearer to unnao are being put on alert. the… https://t.co/H5TantK4cP pic.twitter.com/NuG99JgIpj
— ANI (@ANI) July 10, 2024
ঘটনাপ্রসঙ্গে উন্নাওয়ের জেলাশাসক গৌরাঙ্গ রাঠি বলেন, "আজ ভোর 5টা 15 মিনিট নাগাদ বিহার থেকে একটি বাস আসছিল ৷ সেই সময় জাতীয় সড়কের উপর একটি দুধের ট্যাঙ্কারের সঙ্গে ধাক্কা লাগে ৷ ঘটনায় এখনও পর্যন্ত 18 জন মারা গিয়েছেন এবং আহত হয়েছেন একাধিক ৷ ঘটনার প্রাথমিক তদন্তে যা মনে হচ্ছে, বাসটি দ্রুতগতিতে চলছিল ৷ তবে তদন্ত এখনও চলছে ৷ আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান হয়েছে ৷"