ETV Bharat / bharat

শেষ উদ্ধার কাজ ! মৃতের পরিবারকে 10 লক্ষ ও গুরুতর আহতদের 5 লক্ষ টাকা আর্থিক সাহায্য রেলের - HOWRAH MUMBAI TRAIN ACCIDENT - HOWRAH MUMBAI TRAIN ACCIDENT

Howrah CSMT mumbai Express train derail: হাওড়া-মুম্বই মেলের দুর্ঘটনায় মৃতের পরিবারকে 10 লক্ষ ও বেশি আহতদের 5 লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা রেলের ৷ দুর্ঘটনায় উদ্ধার কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ওমপ্রকাশ চরণ।

Howrah CSMT mumbai Express
হাওড়া-মুম্বই মেলের দুর্ঘটনা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 30, 2024, 1:02 PM IST

হাওড়া-মুম্বই মেলের দুর্ঘটনা (ইটিভি ভারত)

কলকাতা, 30 জুলাই: হাওড়া-মুম্বই মেলের দুর্ঘটনায় উদ্ধার কাজ শেষ হল । পাশাপাশি ঘটনায় মৃতের পরিবারকে 10 লক্ষ এবং বেশি আহতদের 5 লক্ষ টাকা আর্থিক সাহায্য কথা ঘোষণা করা হয়েছে রেলের তরফে। আর অল্প আহতদের এক লক্ষ টাকা করে সাহায্যের কথাও জানিয়েছে রেল ৷ হাওড়া-সিএসটিএম মুম্বই মেলের যাত্রীদের ঘটনাস্থল থেকে প্রথমে চক্রধরপুরে নিয়ে আসা হচ্ছে। সেখান থেকে বিশেষ ট্রেন এবং বাসের সাহায্যে গন্তব্যে পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ওমপ্রকাশ চরণ।

  • যে আটজন অল্প আহতকে আর্থিক সাহায্য দেওয়া হয়েছে তাঁদের নামের তালিকা প্রকাশ করেছে ভারতীয় রেল ।

    নিমাই প্রামাণিক । বয়স 52 । পিএনআর নম্বর 6136982757 । কোচ নম্বর B4 । বার্থ নম্বর 25 ।

    বাদল কুমার দাস । বয়স 69 । পিএনআর নম্বর 6487050190 । কোচ নম্বর B4 । বার্থ নম্বর 4 ।

    আশা খানরকর । বয়স 67 । পিএনআর নম্বর 6139308995 । কোচ নম্বর B3 । বার্থ নম্বর 20 ।

    প্রদীপ আগারওয়াল । বয়স 36 । পিএনআর নম্বর 70U1DU720P (UTS) ।

    সুজয় দাস । বয়স 36 । পিএনআর নম্বর 6438665153 । কোচ নম্বর M2 । বার্থ নম্বর 55 ।

    নিজাম উদ্দিন হক । বয়স 50 । পিএনআর নম্বর 6739391255 । কোচ নম্বর A1 । বার্থ নম্বর 51 ।

    সবিতা দাস । বয়স 57 । পিএনআর নম্বর 6487050190 । কোচ নম্বর B4 । বার্থ নম্বর 1 ।

    হারুল শেখ । বয়স 29 । পিএনআর নম্বর 6739390460 । কোচ নম্বর B3 । বার্থ নম্বর 36 ।

অন্যদিকে, দক্ষিণ-পূর্ব রেলের চক্রধরপুর ডিভিশনের কাছে 12810 হাওড়া সিএসএমটি মুম্বাই মেলের বগি লাইনচ্যুত হয়ে যাওয়ার জেরে পূর্ব এবং দক্ষিণ পূর্ব রেল শাখার একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। এছাড়াও আরও বেশ কিছু ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে এবং বেশ কিছ ট্রেনের সময় পরিবর্তন করা হয়েছে।

স্বাভাবিকভাবেই এই দুর্ঘটনার প্রভাব পড়বে একাধিক রেল শাখায়। আর তাই পরিস্থিতি বুঝে ট্রেন বাতিল বা রুট বদলের মতো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এখনও পর্যন্ত বাতিল হয়েছে, হাওড়া-তিতলা ঘর কান্তাবাজি এক্সপ্রেস। খড়গপুর ঝাড়গ্রাম ধানবাদ এক্সপ্রেসও বাতিল থাকছে মঙ্গলবার। হাওড়া বারবিল এবং হাওড়া জনশতাব্দী এক্সপ্রেসও বাতিল । এছাড়াও বেশ কিছু ট্রেন নির্ধারিত সময়ের থেকে অনেকটাই দেরিতে ছাড়বে ।

এই নিয়ে গত দু'মাসে তিনটি বড় রেল দুর্ঘটনার খবর পাওয়া গেল। জুন মাসে জলপাইগুড়িতে ট্রেন দুর্ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যু হয়। এরপর উত্তরপ্রদেশেও রেল দুর্ঘটনায় প্রাণ হারান কয়েকজন। মঙ্গলবার দুর্ঘটনার কবলে পড়ল দুর্ঘটনার কবলে পড়ল হাওড়া মুম্বই মেল।

একাধিক ট্রেন দুর্ঘটনা মোদি সরকারকে চূড়ান্ত অস্বস্তিতে ফেলেছে। এই ইস্যু হাতছাড়া করতে রাজি নয় বিরোধী শিবির। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে নিশানা করেছেন। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, "প্রায় প্রতি সপ্তাহে রেলে দুর্ঘটনা ঘটছে। আহত এবং নিহতদের মিছিল দেখছে রেল পথ। আমরা আর কতদিন এসব সহ্য করব ?"

হাওড়া-মুম্বই মেলের দুর্ঘটনা (ইটিভি ভারত)

কলকাতা, 30 জুলাই: হাওড়া-মুম্বই মেলের দুর্ঘটনায় উদ্ধার কাজ শেষ হল । পাশাপাশি ঘটনায় মৃতের পরিবারকে 10 লক্ষ এবং বেশি আহতদের 5 লক্ষ টাকা আর্থিক সাহায্য কথা ঘোষণা করা হয়েছে রেলের তরফে। আর অল্প আহতদের এক লক্ষ টাকা করে সাহায্যের কথাও জানিয়েছে রেল ৷ হাওড়া-সিএসটিএম মুম্বই মেলের যাত্রীদের ঘটনাস্থল থেকে প্রথমে চক্রধরপুরে নিয়ে আসা হচ্ছে। সেখান থেকে বিশেষ ট্রেন এবং বাসের সাহায্যে গন্তব্যে পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ওমপ্রকাশ চরণ।

  • যে আটজন অল্প আহতকে আর্থিক সাহায্য দেওয়া হয়েছে তাঁদের নামের তালিকা প্রকাশ করেছে ভারতীয় রেল ।

    নিমাই প্রামাণিক । বয়স 52 । পিএনআর নম্বর 6136982757 । কোচ নম্বর B4 । বার্থ নম্বর 25 ।

    বাদল কুমার দাস । বয়স 69 । পিএনআর নম্বর 6487050190 । কোচ নম্বর B4 । বার্থ নম্বর 4 ।

    আশা খানরকর । বয়স 67 । পিএনআর নম্বর 6139308995 । কোচ নম্বর B3 । বার্থ নম্বর 20 ।

    প্রদীপ আগারওয়াল । বয়স 36 । পিএনআর নম্বর 70U1DU720P (UTS) ।

    সুজয় দাস । বয়স 36 । পিএনআর নম্বর 6438665153 । কোচ নম্বর M2 । বার্থ নম্বর 55 ।

    নিজাম উদ্দিন হক । বয়স 50 । পিএনআর নম্বর 6739391255 । কোচ নম্বর A1 । বার্থ নম্বর 51 ।

    সবিতা দাস । বয়স 57 । পিএনআর নম্বর 6487050190 । কোচ নম্বর B4 । বার্থ নম্বর 1 ।

    হারুল শেখ । বয়স 29 । পিএনআর নম্বর 6739390460 । কোচ নম্বর B3 । বার্থ নম্বর 36 ।

অন্যদিকে, দক্ষিণ-পূর্ব রেলের চক্রধরপুর ডিভিশনের কাছে 12810 হাওড়া সিএসএমটি মুম্বাই মেলের বগি লাইনচ্যুত হয়ে যাওয়ার জেরে পূর্ব এবং দক্ষিণ পূর্ব রেল শাখার একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। এছাড়াও আরও বেশ কিছু ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে এবং বেশ কিছ ট্রেনের সময় পরিবর্তন করা হয়েছে।

স্বাভাবিকভাবেই এই দুর্ঘটনার প্রভাব পড়বে একাধিক রেল শাখায়। আর তাই পরিস্থিতি বুঝে ট্রেন বাতিল বা রুট বদলের মতো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এখনও পর্যন্ত বাতিল হয়েছে, হাওড়া-তিতলা ঘর কান্তাবাজি এক্সপ্রেস। খড়গপুর ঝাড়গ্রাম ধানবাদ এক্সপ্রেসও বাতিল থাকছে মঙ্গলবার। হাওড়া বারবিল এবং হাওড়া জনশতাব্দী এক্সপ্রেসও বাতিল । এছাড়াও বেশ কিছু ট্রেন নির্ধারিত সময়ের থেকে অনেকটাই দেরিতে ছাড়বে ।

এই নিয়ে গত দু'মাসে তিনটি বড় রেল দুর্ঘটনার খবর পাওয়া গেল। জুন মাসে জলপাইগুড়িতে ট্রেন দুর্ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যু হয়। এরপর উত্তরপ্রদেশেও রেল দুর্ঘটনায় প্রাণ হারান কয়েকজন। মঙ্গলবার দুর্ঘটনার কবলে পড়ল দুর্ঘটনার কবলে পড়ল হাওড়া মুম্বই মেল।

একাধিক ট্রেন দুর্ঘটনা মোদি সরকারকে চূড়ান্ত অস্বস্তিতে ফেলেছে। এই ইস্যু হাতছাড়া করতে রাজি নয় বিরোধী শিবির। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে নিশানা করেছেন। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, "প্রায় প্রতি সপ্তাহে রেলে দুর্ঘটনা ঘটছে। আহত এবং নিহতদের মিছিল দেখছে রেল পথ। আমরা আর কতদিন এসব সহ্য করব ?"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.