ETV Bharat / bharat

ছাত্রীদের ক্লাসে অশ্লীল ভিডিয়ো দেখিয়ে শ্লীলতাহানি ! গ্রেফতার স্কুল শিক্ষক - Akola school sexual abuse case - AKOLA SCHOOL SEXUAL ABUSE CASE

School Students Molested in Maharashtra: বদলাপুরের পর অকোলা ! 6 স্কুল ছাত্রীকে অশ্লীল ভিডিয়ো দেখিয়ে শ্লীলতাহানির অভিযোগ ৷ মহারাষ্ট্রের অকোলা জেলায় গ্রেফতার স্কুল শিক্ষক ৷ পুলিশ গোপন জবানবন্দি রেকর্ড করেছে ছাত্রীদের ৷

School Students Molested
ছাত্রীদের অশ্লীল ভিডিয়ো দেখিয়ে শ্লীলতাহানি মহারাষ্ট্রে (ফাইল চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 21, 2024, 1:10 PM IST

Updated : Aug 21, 2024, 2:13 PM IST

অকোলা(মহারাষ্ট্র), 21 অগস্ট: স্কুলের মধ্যে ছাত্রীদের মোবাইল ফোনে অশ্লীল ভিডিয়ো দেখিয়ে শ্লীলতাহানির অভিযোগ ৷ গ্রেফতার মাঝবয়সি 'গুণধর' শিক্ষক ৷ অভিযুক্ত ওই শিক্ষকের নাম প্রমোদ সরদার । ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের অকোলা জেলার একটি স্কুলে ৷

অভিযোগ, গত চারমাস ধরে এই কাজ করছিলেন ওই শিক্ষক ৷ অষ্টম শ্রেণির ক্লাসে গিয়ে প্রথমে ছাত্রদের সেখান থেকে বের করে দিতেন ৷ এরপর ফোনে ছাত্রীদের পর্ণগ্রাফির ভিডিয়ো দেখানো হত ৷ শুধু তাই নয়, সেই নিয়ে ছাত্রীদের সঙ্গে আলোচনাও করত ৷ পাশাপাশি 6 ছাত্রীর শ্লীলতাহানিও করেন বলে অভিযোগ ৷ ঘটনার খবর পেয়ে মঙ্গলবার সন্ধ্যায় অভিযুক্ত শিক্ষক প্রমোদ সরদারকে গ্রেফতার করে পুলিশ ৷ তাঁর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে ।

জানা গিয়েছে, গত চার মাস ধরে শিক্ষকের নির্যাতন সহ্য করার পর অবশেষে ছাত্রীদের ধৈয্যের বাঁধ ভাঙে ৷ তারা বাড়িতে ঘটনাটি জানায় ৷ এরপরেই অভিভাবকরা থানায় গিয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ৷ পুলিশের তরফে 6 ছাত্রীর গোপন জবানবন্দিও রেকর্ড করা হয়েছে । ওই স্কুলের এক শিক্ষিকা ঘটনাটি জানতে পেরে চাইল্ড হেল্পলাইনে খবর দেন । এরপর চাইল্ড হেল্পলাইন এসে স্কুলে একটি অনুষ্ঠানের আয়োজন করে এবং পড়ুয়াদের গুড টাচ ও ব্যাড টাচ সম্পর্কে অবহিত করে । তারপরেই ছাত্রীরা বাড়িতে গিয়ে শিক্ষকের নির্যাতনের বিষয়টি জানান ৷

এর আগে 13 অগস্ট থানের বদলাপুরের একটি ইংরেজি মাধ্যম স্কুলের কিন্ডারগার্ডেনের দুই ছাত্রীকে যৌন নিগ্রহের অভিযোগ ওঠে স্কুলেরই এক সাফাইকর্মীর বিরুদ্ধে ৷ জানা গিয়েছে, নির্যাতিত দুই ছাত্রীর বয়স চার বছর । স্কুলেরই শৌচালয়ে নিয়ে গিয়ে তাদের যৌন নিগ্রহ করা হয় বলে পুলিশে অভিযোগ জানায় দুই ছাত্রীর পরিবার ৷ কিন্তু পুলিশ তাঁদের এফআইআর নেওয়ার ব্যাপারে গড়িমসি করে বলে অভিযোগ ৷ যা নিয়ে উত্তাল হয়ে ওঠে মহারাষ্ট্র ৷ বাংলার মতো প্রতিবাদের ঢেউ আছড়ে পরে বদলাপুরেও ৷ ঘটনার তদন্তে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে সিট গঠনের নির্দেশ দেন ৷

ঘটনাটি প্রকাশ্যে আসার পরে মঙ্গলবারই প্রতিবাদে সরব হন স্কুলের অভিভাবকেরা । প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেন সমাজের অন্যান্য মানুষজনও ৷ স্কুলে ভাঙচুর চালানোর পাশাপাশি বদলাপুর রেল স্টেশনে ধরনায় বসেন প্রতিবাদীরা ৷ রেল অবরোধও করেন তাঁরা ৷ এর ফলে বিপর্যস্ত হয়ে পড়ে থানের রেল পরিষেবা । বাতিল করা হয় বহু ট্রেন । রেল অববোধ বিক্ষোভের আকার নেয় ৷ পরিস্থিতি সামলাতে পুলিশ লাঠিচার্জ করে ৷ এলাকায় ইন্টারনেট পরিষেবাও বন্ধ করে দেওয়া হয় প্রশাসনের তরফে । এই ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত 38 জনকে গ্রেফতার করেছে ৷

অন্যদিকে, মঙ্গলবার পুনেতে একটি শ্লীলতাহানির খবর সামনে এসেছে ৷ যেখানে একটি নামকরা স্কুলের 19 বছরের ছাত্রের বিরুদ্ধে সপ্তম শ্রেণির পড়ুয়াকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছে ৷ ঘটনায় গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত ছাত্রকে ৷ জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে স্বাধীনতা দিবসের দিন ৷ নাবালিকা তার ব্যাগ খুঁজতে স্কুল ভবনের দ্বিতীয় তলায় গিয়েছিল । অভিযুক্ত শৌচালয়ের কাছেই দাঁড়িয়ে ছিল ।

অভিযোগ, নাবালিকাকে কাছে আসতে দেখে সে তার হাত ধরে জোর করে টেনে নিয়ে শৌচালয়ের ভিতরে চলে যায় ৷ যেখানে ওই ছাত্র নাবালিকার শ্লীলতাহানির চেষ্টা করে বলে অভিযোগ । তবে নাবালিকা কোনওভাবে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয় ৷ বাড়িতে ফিরে সে তার মাকে পুরো ঘটনাটি বলে ৷ এরপর নাবালিকার মা থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন । অভিযুক্তকে গ্রেফতার করা হয় ৷ পুলিশ জানিয়েছে, অভিযুক্ত একই স্কুলের দশম শ্রেণির ছাত্র ৷

অকোলা(মহারাষ্ট্র), 21 অগস্ট: স্কুলের মধ্যে ছাত্রীদের মোবাইল ফোনে অশ্লীল ভিডিয়ো দেখিয়ে শ্লীলতাহানির অভিযোগ ৷ গ্রেফতার মাঝবয়সি 'গুণধর' শিক্ষক ৷ অভিযুক্ত ওই শিক্ষকের নাম প্রমোদ সরদার । ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের অকোলা জেলার একটি স্কুলে ৷

অভিযোগ, গত চারমাস ধরে এই কাজ করছিলেন ওই শিক্ষক ৷ অষ্টম শ্রেণির ক্লাসে গিয়ে প্রথমে ছাত্রদের সেখান থেকে বের করে দিতেন ৷ এরপর ফোনে ছাত্রীদের পর্ণগ্রাফির ভিডিয়ো দেখানো হত ৷ শুধু তাই নয়, সেই নিয়ে ছাত্রীদের সঙ্গে আলোচনাও করত ৷ পাশাপাশি 6 ছাত্রীর শ্লীলতাহানিও করেন বলে অভিযোগ ৷ ঘটনার খবর পেয়ে মঙ্গলবার সন্ধ্যায় অভিযুক্ত শিক্ষক প্রমোদ সরদারকে গ্রেফতার করে পুলিশ ৷ তাঁর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে ।

জানা গিয়েছে, গত চার মাস ধরে শিক্ষকের নির্যাতন সহ্য করার পর অবশেষে ছাত্রীদের ধৈয্যের বাঁধ ভাঙে ৷ তারা বাড়িতে ঘটনাটি জানায় ৷ এরপরেই অভিভাবকরা থানায় গিয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ৷ পুলিশের তরফে 6 ছাত্রীর গোপন জবানবন্দিও রেকর্ড করা হয়েছে । ওই স্কুলের এক শিক্ষিকা ঘটনাটি জানতে পেরে চাইল্ড হেল্পলাইনে খবর দেন । এরপর চাইল্ড হেল্পলাইন এসে স্কুলে একটি অনুষ্ঠানের আয়োজন করে এবং পড়ুয়াদের গুড টাচ ও ব্যাড টাচ সম্পর্কে অবহিত করে । তারপরেই ছাত্রীরা বাড়িতে গিয়ে শিক্ষকের নির্যাতনের বিষয়টি জানান ৷

এর আগে 13 অগস্ট থানের বদলাপুরের একটি ইংরেজি মাধ্যম স্কুলের কিন্ডারগার্ডেনের দুই ছাত্রীকে যৌন নিগ্রহের অভিযোগ ওঠে স্কুলেরই এক সাফাইকর্মীর বিরুদ্ধে ৷ জানা গিয়েছে, নির্যাতিত দুই ছাত্রীর বয়স চার বছর । স্কুলেরই শৌচালয়ে নিয়ে গিয়ে তাদের যৌন নিগ্রহ করা হয় বলে পুলিশে অভিযোগ জানায় দুই ছাত্রীর পরিবার ৷ কিন্তু পুলিশ তাঁদের এফআইআর নেওয়ার ব্যাপারে গড়িমসি করে বলে অভিযোগ ৷ যা নিয়ে উত্তাল হয়ে ওঠে মহারাষ্ট্র ৷ বাংলার মতো প্রতিবাদের ঢেউ আছড়ে পরে বদলাপুরেও ৷ ঘটনার তদন্তে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে সিট গঠনের নির্দেশ দেন ৷

ঘটনাটি প্রকাশ্যে আসার পরে মঙ্গলবারই প্রতিবাদে সরব হন স্কুলের অভিভাবকেরা । প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেন সমাজের অন্যান্য মানুষজনও ৷ স্কুলে ভাঙচুর চালানোর পাশাপাশি বদলাপুর রেল স্টেশনে ধরনায় বসেন প্রতিবাদীরা ৷ রেল অবরোধও করেন তাঁরা ৷ এর ফলে বিপর্যস্ত হয়ে পড়ে থানের রেল পরিষেবা । বাতিল করা হয় বহু ট্রেন । রেল অববোধ বিক্ষোভের আকার নেয় ৷ পরিস্থিতি সামলাতে পুলিশ লাঠিচার্জ করে ৷ এলাকায় ইন্টারনেট পরিষেবাও বন্ধ করে দেওয়া হয় প্রশাসনের তরফে । এই ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত 38 জনকে গ্রেফতার করেছে ৷

অন্যদিকে, মঙ্গলবার পুনেতে একটি শ্লীলতাহানির খবর সামনে এসেছে ৷ যেখানে একটি নামকরা স্কুলের 19 বছরের ছাত্রের বিরুদ্ধে সপ্তম শ্রেণির পড়ুয়াকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছে ৷ ঘটনায় গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত ছাত্রকে ৷ জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে স্বাধীনতা দিবসের দিন ৷ নাবালিকা তার ব্যাগ খুঁজতে স্কুল ভবনের দ্বিতীয় তলায় গিয়েছিল । অভিযুক্ত শৌচালয়ের কাছেই দাঁড়িয়ে ছিল ।

অভিযোগ, নাবালিকাকে কাছে আসতে দেখে সে তার হাত ধরে জোর করে টেনে নিয়ে শৌচালয়ের ভিতরে চলে যায় ৷ যেখানে ওই ছাত্র নাবালিকার শ্লীলতাহানির চেষ্টা করে বলে অভিযোগ । তবে নাবালিকা কোনওভাবে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয় ৷ বাড়িতে ফিরে সে তার মাকে পুরো ঘটনাটি বলে ৷ এরপর নাবালিকার মা থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন । অভিযুক্তকে গ্রেফতার করা হয় ৷ পুলিশ জানিয়েছে, অভিযুক্ত একই স্কুলের দশম শ্রেণির ছাত্র ৷

Last Updated : Aug 21, 2024, 2:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.