ETV Bharat / bharat

নাগরিকত্ব সংশোধনী আইন স্থগিত করার আর্জি সুপ্রিম কোর্টে, শুনানি আজ - Supreme Court On CA Rules

Supreme Court On CA Rules: কেন্দ্রীয় সরকার সিএএ আইন লাগু করার বিজ্ঞপ্তি জারির পরই ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ-সহ অন্যান্য একাধিক সংগঠনের তরফে শীর্ষ আদালতে আবেদন দাখিল করা হয়েছে ৷ সেই সব মামলার শুনানি আজ ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 19, 2024, 11:54 AM IST

Updated : Mar 19, 2024, 12:18 PM IST

নয়াদিল্লি, 19 মার্চ: নাগরিকত্ব সংশোধনী আইন, 2019-এর অধীনে বিধিগুলি কার্যকর করার উপর স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন ৷মঙ্গলবার এই সংক্রান্ত একগুচ্ছ মামলার শুনানি করতে চলেছে দেশের শীর্ষ আদালত ৷ এখনও পর্যন্ত সিএএ আইনের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে এবং তার উপর স্থগিতাদেশ চেয়ে একাধিক মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে ৷

কেন্দ্রীয় সরকারের তরফে আইন লাগু হওয়ার বিজ্ঞপ্তি জারির পরই ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ-সহ অন্যান্য একাধিক সংগঠনের তরফে শীর্ষ আদালতে আবেদন দাখিল করা হয়েছে ৷ প্রত্যেক আবেদনকারীই রিট পিটিশনে সিএএ আইনের বিধির উপর স্থগিত চেয়েছে বলেই জানা গিয়েছে। দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চের সামনে আইইউএমএলের দায়ের করা আবেদনে, আইনজীবী কপিল সিব্বল এই বিষয়ে জরুরি শুনানির আবেদন করেছিলেন।

সিব্বল জানান, কেন্দ্র লোকসভা নির্বাচনের আগে নিয়মগুলিকে অবহিত করেছে ৷ একই সঙ্গে, তিনি যোগ করেছেন, যদি নাগরিকত্ব দেওয়া হয় তবে এটিকে ফিরিয়ে আনা অসম্ভব হবে। সলিসিটর জেনারেল তুষার মেহতা এর পালটা জানিয়েছেন, বিষয়টি তালিকাভুক্ত করা যেতে পারে ৷ তিনি উল্লেখ করেছেন, এই বিষয়ে 200 টিরও বেশি পিটিশন রয়েছে। দেশের সর্বোচ্চ আদালত জানিয়েছে, 200টিরও বেশি পিটিশনের পুরো ব্যাচটি সর্বশেষ ইন্টারলোকিউটরি অ্যাপ্লিকেশনগুলির সঙ্গেই তালিকাভুক্ত করা হবে। বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন, 2019 কার্যকর করার জন্য কেন্দ্রের তরফে নাগরিকত্ব সংশোধনী বিধিগুলির বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল।

আইইউএমএল-এর আবেদনে বলা হয়েছে, “জমা দেওয়া হয়েছে প্রায় 250টি পিটিশন ৷ যা এই আদালতের সামনে দাখিল করা হয়েছিল ৷ সিএএ-র বিভিন্ন বিধানকে চ্যালেঞ্জ করে বিচারাধীন ছিল। যদি আদালত শেষ পর্যন্ত সিএএকে অসাংবিধানিক হিসাবে সিদ্ধান্ত নেয়, তবে এই ব্যক্তিরা যারা আইন এবং বিধির অধীনে নাগরিকত্ব পেয়েছিলেন তাদের নাগরিকত্ব থেকে বঞ্চিত হতে হবে বা তাদের নাগরিকত্ব কেড়ে নিতে হবে, যা একটি অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করবে ৷”

নয়াদিল্লি, 19 মার্চ: নাগরিকত্ব সংশোধনী আইন, 2019-এর অধীনে বিধিগুলি কার্যকর করার উপর স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন ৷মঙ্গলবার এই সংক্রান্ত একগুচ্ছ মামলার শুনানি করতে চলেছে দেশের শীর্ষ আদালত ৷ এখনও পর্যন্ত সিএএ আইনের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে এবং তার উপর স্থগিতাদেশ চেয়ে একাধিক মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে ৷

কেন্দ্রীয় সরকারের তরফে আইন লাগু হওয়ার বিজ্ঞপ্তি জারির পরই ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ-সহ অন্যান্য একাধিক সংগঠনের তরফে শীর্ষ আদালতে আবেদন দাখিল করা হয়েছে ৷ প্রত্যেক আবেদনকারীই রিট পিটিশনে সিএএ আইনের বিধির উপর স্থগিত চেয়েছে বলেই জানা গিয়েছে। দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চের সামনে আইইউএমএলের দায়ের করা আবেদনে, আইনজীবী কপিল সিব্বল এই বিষয়ে জরুরি শুনানির আবেদন করেছিলেন।

সিব্বল জানান, কেন্দ্র লোকসভা নির্বাচনের আগে নিয়মগুলিকে অবহিত করেছে ৷ একই সঙ্গে, তিনি যোগ করেছেন, যদি নাগরিকত্ব দেওয়া হয় তবে এটিকে ফিরিয়ে আনা অসম্ভব হবে। সলিসিটর জেনারেল তুষার মেহতা এর পালটা জানিয়েছেন, বিষয়টি তালিকাভুক্ত করা যেতে পারে ৷ তিনি উল্লেখ করেছেন, এই বিষয়ে 200 টিরও বেশি পিটিশন রয়েছে। দেশের সর্বোচ্চ আদালত জানিয়েছে, 200টিরও বেশি পিটিশনের পুরো ব্যাচটি সর্বশেষ ইন্টারলোকিউটরি অ্যাপ্লিকেশনগুলির সঙ্গেই তালিকাভুক্ত করা হবে। বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন, 2019 কার্যকর করার জন্য কেন্দ্রের তরফে নাগরিকত্ব সংশোধনী বিধিগুলির বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল।

আইইউএমএল-এর আবেদনে বলা হয়েছে, “জমা দেওয়া হয়েছে প্রায় 250টি পিটিশন ৷ যা এই আদালতের সামনে দাখিল করা হয়েছিল ৷ সিএএ-র বিভিন্ন বিধানকে চ্যালেঞ্জ করে বিচারাধীন ছিল। যদি আদালত শেষ পর্যন্ত সিএএকে অসাংবিধানিক হিসাবে সিদ্ধান্ত নেয়, তবে এই ব্যক্তিরা যারা আইন এবং বিধির অধীনে নাগরিকত্ব পেয়েছিলেন তাদের নাগরিকত্ব থেকে বঞ্চিত হতে হবে বা তাদের নাগরিকত্ব কেড়ে নিতে হবে, যা একটি অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করবে ৷”

আরও পড়ুন:

নির্বাচনী বন্ড নিয়ে সোশাল চর্চা মোকাবিলায় আদালতের কাঁধ যথেষ্ট প্রশস্ত: সিজেআই

21 মার্চের মধ্যে এসবিআইকে নির্বাচনী বন্ডের যাবতীয় তথ্য দিতে 'সুপ্রিম' নির্দেশ

Last Updated : Mar 19, 2024, 12:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.