ETV Bharat / bharat

সুপ্রিম নির্দেশ মেনে তথ্য জমা দিল এসবিআই, প্রকাশ্যে আনবে নির্বাচন কমিশন

SBI sends Electoral Bonds Details to ECI: নির্বাচন কমিশনে নির্বাচনী বন্ড নিয়ে বিশদ তথ্য জমা দিল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ৷ 15 মার্চের মধ্যে যাবতীয় তথ্য তাদের ওয়েবসাইটে আপলোড করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 12, 2024, 8:54 PM IST

Updated : Mar 12, 2024, 9:03 PM IST

নয়াদিল্লি, 12 মার্চ: সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ভারতের নির্বাচন কমিশনে নির্বাচনী বন্ডের বিবরণ জমা দিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই) । নির্বাচনী বন্ড নিয়ে এসবিআই আজ ব্যবসায়িক সময়ের মধ্যে ভারতের নির্বাচন কমিশনকে বিস্তারিত তথ্য জানানোর নির্দেশ দিয়েছিল দেশের সর্বোচ্চ ন্যায়ালয় ৷

সুপ্রিম কোর্টের নির্দেশ মতো, 15 মার্চ বিকাল 5টার মধ্যে ব্যাংকের শেয়ার করা বিশদ বিবরণ নির্বাচন কমিশনকে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করতে হবে । 2018 সালে ওই স্কিম শুরু হওয়ার পর থেকে এসবিআই 30টি ধাপে 16,518 কোটি টাকার নির্বাচনী বন্ড জারি করেছে । রাজনৈতিক তহবিলের স্বচ্ছতা বাড়ানোর লক্ষ্যে রাজনৈতিক দলগুলিতে নগদ অনুদানের বিকল্প হিসাবে নির্বাচনী বন্ড চালু করা হয়েছিল । নির্বাচনী বন্ডগুলি শুধুমাত্র একটি যোগ্য রাজনৈতিক দলের দ্বারা একটি অনুমোদিত ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে রিডিম করতে হবে এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই বন্ডগুলি ইস্যু করার জন্য একমাত্র অনুমোদিত ব্যাংক ।

প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ বিশদ প্রকাশের জন্য 30 জুন পর্যন্ত সময় বাড়ানোর আবেদন এসবিআই করেছিল, তা খারিজ করে দেয় ৷ নির্বাচন কমিশনকে ব্যাংকের শেয়ার করা তথ্য 15 মার্চ বিকেল পাঁচটার মধ্যে তার অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করার নির্দেশ দেয় শীর্ষ আদালত । 15 ফেব্রুয়ারি দেওয়া এক যুগান্তকারী রায়ে পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ কেন্দ্রের বিতর্কিত নির্বাচনী বন্ড প্রকল্প বাতিল করে তাকে অসাংবিধানিক বলে আখ্যা দেয় ৷

অন্যদিকে, নির্বাচনী বন্ডের মামলায় মঙ্গলবার এই নিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি দিয়েছেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের (এসসিবিএ) প্রধান আদিশ সি আগরওয়ালা ৷ নির্বাচনী বন্ড প্রকল্পের মামলায় সুপ্রিম কোর্টের রায়ে রাষ্ট্রপতিকে হস্তক্ষেপ করার জন্য মুর্মুর কাছে আহ্বান জানিয়েছেন তিনি । শীর্ষ আদালত বিষয়টির পুনরায় শুনানি না-করা পর্যন্ত যাতে এই রায় কার্যকর করা না-হয়, রাষ্ট্রপতিকে দেওয়া চিঠিতে সেই আর্জিও জানানো হয়েছে ।

আরও পড়ুন:

  1. নির্বাচনী বন্ড মামলায় এসবিআইকে ঠিক কী বলেছে সুপ্রিম কোর্ট ? রইল বিস্তারিত
  2. নির্বাচনী বন্ড ইস্যুতে এসবিআই-এর বিরুদ্ধে আদালত অবমাননার মামলা এডিআর-এর
  3. এসবিআইয়ের আবেদন খারিজ, মঙ্গলেই নির্বাচনী বন্ডের বিশদ তথ্য দিতে 'সুপ্রিম' নির্দেশ

নয়াদিল্লি, 12 মার্চ: সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ভারতের নির্বাচন কমিশনে নির্বাচনী বন্ডের বিবরণ জমা দিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই) । নির্বাচনী বন্ড নিয়ে এসবিআই আজ ব্যবসায়িক সময়ের মধ্যে ভারতের নির্বাচন কমিশনকে বিস্তারিত তথ্য জানানোর নির্দেশ দিয়েছিল দেশের সর্বোচ্চ ন্যায়ালয় ৷

সুপ্রিম কোর্টের নির্দেশ মতো, 15 মার্চ বিকাল 5টার মধ্যে ব্যাংকের শেয়ার করা বিশদ বিবরণ নির্বাচন কমিশনকে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করতে হবে । 2018 সালে ওই স্কিম শুরু হওয়ার পর থেকে এসবিআই 30টি ধাপে 16,518 কোটি টাকার নির্বাচনী বন্ড জারি করেছে । রাজনৈতিক তহবিলের স্বচ্ছতা বাড়ানোর লক্ষ্যে রাজনৈতিক দলগুলিতে নগদ অনুদানের বিকল্প হিসাবে নির্বাচনী বন্ড চালু করা হয়েছিল । নির্বাচনী বন্ডগুলি শুধুমাত্র একটি যোগ্য রাজনৈতিক দলের দ্বারা একটি অনুমোদিত ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে রিডিম করতে হবে এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই বন্ডগুলি ইস্যু করার জন্য একমাত্র অনুমোদিত ব্যাংক ।

প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ বিশদ প্রকাশের জন্য 30 জুন পর্যন্ত সময় বাড়ানোর আবেদন এসবিআই করেছিল, তা খারিজ করে দেয় ৷ নির্বাচন কমিশনকে ব্যাংকের শেয়ার করা তথ্য 15 মার্চ বিকেল পাঁচটার মধ্যে তার অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করার নির্দেশ দেয় শীর্ষ আদালত । 15 ফেব্রুয়ারি দেওয়া এক যুগান্তকারী রায়ে পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ কেন্দ্রের বিতর্কিত নির্বাচনী বন্ড প্রকল্প বাতিল করে তাকে অসাংবিধানিক বলে আখ্যা দেয় ৷

অন্যদিকে, নির্বাচনী বন্ডের মামলায় মঙ্গলবার এই নিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি দিয়েছেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের (এসসিবিএ) প্রধান আদিশ সি আগরওয়ালা ৷ নির্বাচনী বন্ড প্রকল্পের মামলায় সুপ্রিম কোর্টের রায়ে রাষ্ট্রপতিকে হস্তক্ষেপ করার জন্য মুর্মুর কাছে আহ্বান জানিয়েছেন তিনি । শীর্ষ আদালত বিষয়টির পুনরায় শুনানি না-করা পর্যন্ত যাতে এই রায় কার্যকর করা না-হয়, রাষ্ট্রপতিকে দেওয়া চিঠিতে সেই আর্জিও জানানো হয়েছে ।

আরও পড়ুন:

  1. নির্বাচনী বন্ড মামলায় এসবিআইকে ঠিক কী বলেছে সুপ্রিম কোর্ট ? রইল বিস্তারিত
  2. নির্বাচনী বন্ড ইস্যুতে এসবিআই-এর বিরুদ্ধে আদালত অবমাননার মামলা এডিআর-এর
  3. এসবিআইয়ের আবেদন খারিজ, মঙ্গলেই নির্বাচনী বন্ডের বিশদ তথ্য দিতে 'সুপ্রিম' নির্দেশ
Last Updated : Mar 12, 2024, 9:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.