ETV Bharat / bharat

অটোর তলায় মা, নাবালিকার বীরত্বে অবাক সবাই ! দেখুন ভিডিয়ো - Daughter Recovered Mother - DAUGHTER RECOVERED MOTHER

Karnataka Road Accident: উলটে যাওয়া অটো একাই তুলে ফেলল বছর সপ্তম শ্রেণির ছাত্রী ! মা রাস্তা পার হতে গিয়ে দুর্ঘটনার মুখে পড়েন ৷ মায়ের উপর অটো উলটে পড়তেই ছুটে এল নাবালিকা মেয়েটি ৷ মায়ের চিৎকারে দুই হাত দিয়ে টেনে অটো তুলে ফেলে দিল সে ৷ সেই ভিডিয়ো দেখে আঁতকে উঠবেন যে কেউ ৷

Karnataka Road Accident
নাবালিকার বীরত্বে অবাক সবাই (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 9, 2024, 7:43 PM IST

Updated : Sep 9, 2024, 7:49 PM IST

ম্যাঙ্গালুরু, 9 সেপ্টেম্বর: রাস্তা পার হচ্ছেন মহিলা ৷ অটো দূর রয়েছে দেখে ভাবছিলেন হয়তো ওপারে চলে যাবেন ৷ কিন্তু হল না তেমনটা ৷ দ্রুত গতির অটো এসে ব্রেক কষলেও তিনচাকার যানটি ঘুরে গিয়ে ধাক্কা মারল বছর 35-এর মহিলাকে ৷ অটোর নীচে চাপা পড়ে চিৎকার করতে থাকেন তিনি ৷ মায়ের আর্তনাদ শুনে দৌড়ে এসে হাত দিয়ে টেনে অটোর নীচ থেকে মা'কে উদ্ধার করল নাবালিকা মেয়ে ৷ তাতেই পথচলতি মানুষের মনে বীরত্বের জায়গা করে নিলেন সপ্তম শ্রেণির স্কুলপড়ুয়া ৷ প্রকাশ্যে এলো ম্যাঙ্গালুরুর রামনগরের সেই হাড়হিম করা ভিডিয়ো ৷

ভিডিয়ো দেখে আঁতকে উঠবেন যে কেউই (ইটিভি ভারত)

জানা গিয়েছে, স্থানীয় রাজরত্নপুরা এলাকর বাসিন্দা চেতনা (35) বাজারে গিয়েছিলেন ৷ তাঁর মেয়ে বৈভবী সপ্তম শ্রেণির পড়ুয়া ৷ সে দুর্ঘটনাগ্রস্থ এলাকার কাছেই একটি জায়গায় টিউশন পড়তে গিয়েছিল ৷ সেও সেই সময় ফিরছিল ৷ এই সময় দ্রুত গতিতে একটি অটো কিন্নিগলির দিকে আসছিল। রাস্তা পার হওয়া চেতনাকে ধাক্কা এড়াতে চালক রিকশাটিকে রাস্তার পাশে সরিয়ে দেন। সেইসময়ই নিয়ন্ত্রণ হারিয়ে মহিলাকে চাপা দেয় অটোটি ৷

মেয়েও দেখতে পায় সেই দৃশ্য ৷ দৌড়ে এসে অটোর নীচে আটকে পড়া মাকে উদ্ধারের চেষ্টা করে। তখন ওই নাবালিকা দুই হাত দিয়ে অটো তুলে ফেলে দেয় ৷ অটোতে থাকা অন্য যাত্রীরাও প্রাণে বেঁচে যান ৷ মেয়েটি গুরুতর আহত মাকে স্থানীয় সুরতকলের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে ৷ অটো চালক ও যাত্রীরাও সাহায্য করেন ৷ তারপরই মেয়েটিকে সবাই বাহবা জানান ৷

ম্যাঙ্গালুরু, 9 সেপ্টেম্বর: রাস্তা পার হচ্ছেন মহিলা ৷ অটো দূর রয়েছে দেখে ভাবছিলেন হয়তো ওপারে চলে যাবেন ৷ কিন্তু হল না তেমনটা ৷ দ্রুত গতির অটো এসে ব্রেক কষলেও তিনচাকার যানটি ঘুরে গিয়ে ধাক্কা মারল বছর 35-এর মহিলাকে ৷ অটোর নীচে চাপা পড়ে চিৎকার করতে থাকেন তিনি ৷ মায়ের আর্তনাদ শুনে দৌড়ে এসে হাত দিয়ে টেনে অটোর নীচ থেকে মা'কে উদ্ধার করল নাবালিকা মেয়ে ৷ তাতেই পথচলতি মানুষের মনে বীরত্বের জায়গা করে নিলেন সপ্তম শ্রেণির স্কুলপড়ুয়া ৷ প্রকাশ্যে এলো ম্যাঙ্গালুরুর রামনগরের সেই হাড়হিম করা ভিডিয়ো ৷

ভিডিয়ো দেখে আঁতকে উঠবেন যে কেউই (ইটিভি ভারত)

জানা গিয়েছে, স্থানীয় রাজরত্নপুরা এলাকর বাসিন্দা চেতনা (35) বাজারে গিয়েছিলেন ৷ তাঁর মেয়ে বৈভবী সপ্তম শ্রেণির পড়ুয়া ৷ সে দুর্ঘটনাগ্রস্থ এলাকার কাছেই একটি জায়গায় টিউশন পড়তে গিয়েছিল ৷ সেও সেই সময় ফিরছিল ৷ এই সময় দ্রুত গতিতে একটি অটো কিন্নিগলির দিকে আসছিল। রাস্তা পার হওয়া চেতনাকে ধাক্কা এড়াতে চালক রিকশাটিকে রাস্তার পাশে সরিয়ে দেন। সেইসময়ই নিয়ন্ত্রণ হারিয়ে মহিলাকে চাপা দেয় অটোটি ৷

মেয়েও দেখতে পায় সেই দৃশ্য ৷ দৌড়ে এসে অটোর নীচে আটকে পড়া মাকে উদ্ধারের চেষ্টা করে। তখন ওই নাবালিকা দুই হাত দিয়ে অটো তুলে ফেলে দেয় ৷ অটোতে থাকা অন্য যাত্রীরাও প্রাণে বেঁচে যান ৷ মেয়েটি গুরুতর আহত মাকে স্থানীয় সুরতকলের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে ৷ অটো চালক ও যাত্রীরাও সাহায্য করেন ৷ তারপরই মেয়েটিকে সবাই বাহবা জানান ৷

Last Updated : Sep 9, 2024, 7:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.