ETV Bharat / bharat

আরজি করের প্রতিবাদ রাজ্য ছাড়িয়ে প্রবাসে, গানে-কবিতায় মুখর চণ্ডীগড় কালীবাড়ি - RG Kar Protest Reach Chandigarh - RG KAR PROTEST REACH CHANDIGARH

RG Kar Doctor Rape and Murder Protest: আরজি কর হাসপাতালে চিকিৎসক ছাত্রীর ধর্ষণ ও খুনের প্রতিবাদ রাজ্য ছাড়িয়ে আছড়ে পড়েছে প্রবাসে ৷ বৃহস্পতিবার গানে, কবিতায়, স্লোগানে মুখর হয়ে উঠল চণ্ডীগড় কালীবাড়ি ৷

ETV BHARAT
আরজি করের প্রতিবাদ প্রবাসে (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 16, 2024, 3:32 PM IST

আসানসোল, 16 অগস্ট: কলকাতার আরজি কর হাসপাতালে চিকিৎসক ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনা শুধু রাজ্যবাসীকে নয়, রাজ্যের বাইরেও আপামর বাঙালিকে নাড়িয়ে দিয়েছে । আর তাই রাজ্যজুড়ে যেরকম প্রতিবাদ দেখা যাচ্ছে, রাজ্যের বাইরেও উঠেছে সেই একই প্রতিবাদের ঝড় । এবার চণ্ডীগড় কালীবাড়িতেও স্বাধীনতা দিবসে প্রতিবাদ মুখর সন্ধ্যা দেখা গেল । গোটা কালীবাড়ি প্রাঙ্গণের আলো বন্ধ ক'রে মোমবাতির আলোয় মিছিল করলেন কালীবাড়ির সদস্যরা । গানে, স্লোগানে, কবিতায়, প্রতিবাদে গর্জে উঠলেন প্রবাসী বাঙালিরা ।

আরজি করের প্রতিবাদ রাজ্য ছাড়িয়ে প্রবাসে (নিজস্ব ভিডিয়ো)

আরজি করে নারকীয় ঘটনায় শিউরে উঠেছে গোটা রাজ্যবাসী । স্বাধীনতা দিবসের আগের রাতে মধ্যরাত পেরিয়ে রাস্তার উপর চলেছে অভিনব প্রতিবাদ । রাজ্যে এমন চিত্র এর আগে কখনও দেখা যায়নি । কিন্তু কলকাতার এই ঘটনা শুধু এই রাজ্যবাসীকেই নয়, রাজ্যের বাইরে থাকা সমস্ত বাঙালিকে নাড়িয়ে দিয়েছে ।

আর স্বাধীনতা দিবসে সেই চিত্র দেখা গেল চণ্ডীগড় কালীবাড়িতে । স্বাধীনতা দিবসের সন্ধ্যায় গোটা কালীবাড়ি প্রাঙ্গণের আলো বন্ধ করে মোমবাতি মিছিল করলেন কালীবাড়ির সদস্যরা । উপস্থিত ছিলেন কালীবাড়ির সভাপতি প্রণব সেন, সাংস্কৃতিক ইনচার্জ অমৃতা গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে সমস্ত গুরুত্বপূর্ণ সদস্যরা ।

ইটিভি ভারতকে কালীবাড়ির কালচারাল কমিটির ইনচার্জ অমৃতা গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, "এই ঘটনায় শোক নয় বরং প্রতিবাদে ঝলসে ওঠা প্রয়োজন । আমরা কিছুতেই মেনে নিতে পারছি না, কলকাতা সারা বিশ্বের সাংস্কৃতিক রাজধানী বলে পরিচিত হয় ৷ সেই কলকাতায় এই ধরনের ঘটনা ঘটবে ! আমরা তাই কালীবাড়ি চণ্ডীগড়ের পক্ষ থেকে ওই পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং জোর গলায় বলছি, এই নারকীয় ঘটনার বিচার চাই ।"

বৃহস্পতিবার রাতে গানে, কবিতায়, স্লোগানে মুখরিত হয়ে ওঠে চণ্ডীগড় কালীবাড়ি চত্বর । প্রত্যেকেই গর্জে ওঠেন নিজেদের মতো করে । স্লোগান ওঠে 'উই ওয়ান্ট জাস্টিস' ৷

আসানসোল, 16 অগস্ট: কলকাতার আরজি কর হাসপাতালে চিকিৎসক ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনা শুধু রাজ্যবাসীকে নয়, রাজ্যের বাইরেও আপামর বাঙালিকে নাড়িয়ে দিয়েছে । আর তাই রাজ্যজুড়ে যেরকম প্রতিবাদ দেখা যাচ্ছে, রাজ্যের বাইরেও উঠেছে সেই একই প্রতিবাদের ঝড় । এবার চণ্ডীগড় কালীবাড়িতেও স্বাধীনতা দিবসে প্রতিবাদ মুখর সন্ধ্যা দেখা গেল । গোটা কালীবাড়ি প্রাঙ্গণের আলো বন্ধ ক'রে মোমবাতির আলোয় মিছিল করলেন কালীবাড়ির সদস্যরা । গানে, স্লোগানে, কবিতায়, প্রতিবাদে গর্জে উঠলেন প্রবাসী বাঙালিরা ।

আরজি করের প্রতিবাদ রাজ্য ছাড়িয়ে প্রবাসে (নিজস্ব ভিডিয়ো)

আরজি করে নারকীয় ঘটনায় শিউরে উঠেছে গোটা রাজ্যবাসী । স্বাধীনতা দিবসের আগের রাতে মধ্যরাত পেরিয়ে রাস্তার উপর চলেছে অভিনব প্রতিবাদ । রাজ্যে এমন চিত্র এর আগে কখনও দেখা যায়নি । কিন্তু কলকাতার এই ঘটনা শুধু এই রাজ্যবাসীকেই নয়, রাজ্যের বাইরে থাকা সমস্ত বাঙালিকে নাড়িয়ে দিয়েছে ।

আর স্বাধীনতা দিবসে সেই চিত্র দেখা গেল চণ্ডীগড় কালীবাড়িতে । স্বাধীনতা দিবসের সন্ধ্যায় গোটা কালীবাড়ি প্রাঙ্গণের আলো বন্ধ করে মোমবাতি মিছিল করলেন কালীবাড়ির সদস্যরা । উপস্থিত ছিলেন কালীবাড়ির সভাপতি প্রণব সেন, সাংস্কৃতিক ইনচার্জ অমৃতা গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে সমস্ত গুরুত্বপূর্ণ সদস্যরা ।

ইটিভি ভারতকে কালীবাড়ির কালচারাল কমিটির ইনচার্জ অমৃতা গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, "এই ঘটনায় শোক নয় বরং প্রতিবাদে ঝলসে ওঠা প্রয়োজন । আমরা কিছুতেই মেনে নিতে পারছি না, কলকাতা সারা বিশ্বের সাংস্কৃতিক রাজধানী বলে পরিচিত হয় ৷ সেই কলকাতায় এই ধরনের ঘটনা ঘটবে ! আমরা তাই কালীবাড়ি চণ্ডীগড়ের পক্ষ থেকে ওই পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং জোর গলায় বলছি, এই নারকীয় ঘটনার বিচার চাই ।"

বৃহস্পতিবার রাতে গানে, কবিতায়, স্লোগানে মুখরিত হয়ে ওঠে চণ্ডীগড় কালীবাড়ি চত্বর । প্রত্যেকেই গর্জে ওঠেন নিজেদের মতো করে । স্লোগান ওঠে 'উই ওয়ান্ট জাস্টিস' ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.