ETV Bharat / bharat

অমিত শাহের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের অভিযোগে মামলা, রাঁচির আদালতে হাজিরার সম্ভাবনা রাহুলের - Rahul Gandhi

author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 11, 2024, 12:56 PM IST

Rahul Gandhi: অমিত শাহকে খুনি বলার অভিযোগে মামলা দায়ের হয় রাহুল গান্ধির বিরুদ্ধে ৷ সেই মামলায় আজ, মঙ্গলবার রাঁচির বিশেষ এমপিএমএলএ আদালতে হাজিরা দেওয়ার কথা রাহুল গান্ধির ৷ তিনি কি হাজিরা দেবেন ? সেই প্রশ্নের উত্তর অধরা ৷

Rahul Gandhi
রাহুল গান্ধি (ফাইল চিত্র)

রাঁচি, 11 জুন: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের অভিযোগে মামলা হয়েছে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধির বিরুদ্ধে ৷ সেই মামলায় আজ মঙ্গলবার তাঁর ঝাড়খণ্ডের রাঁচির আদালতে হাজিরা দেওয়ার কথা ৷ তিনি কি হাজিরা দেবেন ? নাকি তাঁর জন্য আরও সময় চেয়ে নেওয়া হবে আইনজীবীর মাধ্যমে ? এ দিন সকাল থেকে সেই প্রশ্নই ঘুরছে রাঁচির বিশেষ এমপিএমএলএ আদালত চত্বরে ৷

2018 সালে তৎকালীন বিজেপির জাতীয় সভাপতি অমিত শাহকে রাহুল গান্ধি খুন বলেন বলে অভিযোগ ৷ দিল্লিতে এক অনুষ্ঠানে এই কথা রাহুল বলেন বলে অভিযোগ ওঠে ৷ অভিযোগ, সেখানে তিনি দাবি করেন যে ভারতীয় জনতা পার্টিতে অমিত শাহের মতো লোকেরা দলের সভাপতি হতে পারেন ৷ কিন্তু কংগ্রেসে এটি কখনোই হবে না ।

এই নিয়ে রাঁচির বিশেষ এমপিএমএলএ আদালতে মামলা দায়ের করেন জনৈক নবীন ঝা ৷ তিনি বিজেপি নেতা হিসেবেই পরিচিত ৷ সেই মামলায় গত 21 মে শুনানি হয় ৷ সেই শুনানির সময় আদালত জানায় যে পরবর্তী শুনানির দিন সশরীরে হাজিরা দিতে হবে রাহুল গান্ধিকে ৷ পরবর্তী শুনানির জন্য আজ অর্থাৎ 11 জুনের দিন ধার্য হয় ৷

ফলে এ দিনই রাহুল গান্ধির আদালতে হাজিরা দেওয়ার কথা ৷ সেই মতো তিনি হাজিরা দেবেন কি না, সেই বিষয়টি এখনও স্পষ্ট নয় ৷ এখন দেখার বিষয়, মঙ্গলবার আদালতে রাহুল গান্ধির আইনজীবী কী যুক্তি উপস্থাপন করেন ! রাহুল গান্ধি কি সশরীরে হাজির হচ্ছেন নাকি তাঁর আইনজীবী আবার সময় চেয়ে নেবেন ? আইন বিশেষজ্ঞরা জানাচ্ছেন, যে সমন জারি করা হয়েছে, সেই ক্ষেত্রে আদালত রাহুল গান্ধিকে হাজিরার জন্য আরও সময় দিতে পারেন ৷

রাঁচি, 11 জুন: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের অভিযোগে মামলা হয়েছে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধির বিরুদ্ধে ৷ সেই মামলায় আজ মঙ্গলবার তাঁর ঝাড়খণ্ডের রাঁচির আদালতে হাজিরা দেওয়ার কথা ৷ তিনি কি হাজিরা দেবেন ? নাকি তাঁর জন্য আরও সময় চেয়ে নেওয়া হবে আইনজীবীর মাধ্যমে ? এ দিন সকাল থেকে সেই প্রশ্নই ঘুরছে রাঁচির বিশেষ এমপিএমএলএ আদালত চত্বরে ৷

2018 সালে তৎকালীন বিজেপির জাতীয় সভাপতি অমিত শাহকে রাহুল গান্ধি খুন বলেন বলে অভিযোগ ৷ দিল্লিতে এক অনুষ্ঠানে এই কথা রাহুল বলেন বলে অভিযোগ ওঠে ৷ অভিযোগ, সেখানে তিনি দাবি করেন যে ভারতীয় জনতা পার্টিতে অমিত শাহের মতো লোকেরা দলের সভাপতি হতে পারেন ৷ কিন্তু কংগ্রেসে এটি কখনোই হবে না ।

এই নিয়ে রাঁচির বিশেষ এমপিএমএলএ আদালতে মামলা দায়ের করেন জনৈক নবীন ঝা ৷ তিনি বিজেপি নেতা হিসেবেই পরিচিত ৷ সেই মামলায় গত 21 মে শুনানি হয় ৷ সেই শুনানির সময় আদালত জানায় যে পরবর্তী শুনানির দিন সশরীরে হাজিরা দিতে হবে রাহুল গান্ধিকে ৷ পরবর্তী শুনানির জন্য আজ অর্থাৎ 11 জুনের দিন ধার্য হয় ৷

ফলে এ দিনই রাহুল গান্ধির আদালতে হাজিরা দেওয়ার কথা ৷ সেই মতো তিনি হাজিরা দেবেন কি না, সেই বিষয়টি এখনও স্পষ্ট নয় ৷ এখন দেখার বিষয়, মঙ্গলবার আদালতে রাহুল গান্ধির আইনজীবী কী যুক্তি উপস্থাপন করেন ! রাহুল গান্ধি কি সশরীরে হাজির হচ্ছেন নাকি তাঁর আইনজীবী আবার সময় চেয়ে নেবেন ? আইন বিশেষজ্ঞরা জানাচ্ছেন, যে সমন জারি করা হয়েছে, সেই ক্ষেত্রে আদালত রাহুল গান্ধিকে হাজিরার জন্য আরও সময় দিতে পারেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.