ETV Bharat / bharat

রাম মন্দির অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন না অনগ্রসর-দলিতরা, মোদির নিন্দায় সরব রাহুল - Ram temple ceremony

Rahul Gandhi Slams Narendra Modi: রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পপতি এবং অভিনেতা অমিতাভ বচ্চনকে আমন্ত্রণ জানিয়ে নরেন্দ্র মোদি আদতে বার্তা দিতে চেয়েছেন যে, দেশের 73 শতাংশ মানুষের কোনও গুরুত্ব নেই তাদের কাছে ৷ রাহুল গান্ধি 'ভারত জোড়ো ন্য়ায় যাত্রা' চলাকালীন সমাবেশে ভাষণ দিতে গিয়ে এমনটাই অভিযোগ করেন ৷ বিজেপি সরকারের বিরুদ্ধে দেশের 73 শতাংশ দলিত, অনগ্রসর শ্রেণী ও আদিবাসীদের অবহেলা করার অভিযোগ তুলেছেন রাহুল ৷

Etv Bharat
Etv Bharat
author img

By PTI

Published : Feb 19, 2024, 7:57 PM IST

প্রতাপগড় (উত্তরপ্রদেশ), 19 ফেব্রুয়ারি: লোকসভা ভোট যত এগিয়ে আসছে ততই কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সুর চড়াচ্ছে কংগ্রেস ৷ এবার রাম মন্দির উদ্বোধন ইস্যুতেও কেন্দ্রের শাসকদলকে একহাত নিলেন রাহুল গান্ধি ৷ সোমবার কংগ্রেস নেতা রাহুল গান্ধি অভিযোগ করেছেন, অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন এবং রামলালা প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে দলিত, অনগ্রসর এবং এমনকী দেশের রাষ্ট্রপতিকেও আমন্ত্রণ করা হয়নি ৷ যা তাদের জন্য অপমানকর বলেও মনে করছেন রাহুল গান্ধি।

রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পপতি এবং অভিনেতা অমিতাভ বচ্চনকে আমন্ত্রণ জানিয়ে নরেন্দ্র মোদি আদতে বার্তা দিতে চেয়েছেন যে, দেশের 73 শতাংশ মানুষের কোনও গুরুত্ব নেই তাদের কাছে ৷ রাহুল গান্ধি 'ভারত জোড়ো ন্য়ায় যাত্রা' চলাকালীন রামপুর বিধানসভা কেন্দ্রের লালগঞ্জে ইন্দিরা চকে এক সমাবেশে ভাষণ দিতে গিয়ে এমনটাই অভিযোগ করেন ৷ বিজেপি সরকারের বিরুদ্ধে দেশের 73 শতাংশ দলিত, অনগ্রসর শ্রেণী ও আদিবাসীদের অবহেলা করার অভিযোগ তুলে কংগ্রেসের প্রাক্তন সভাপতি বলেন, "তাদের উপেক্ষা করা হচ্ছে ৷ অন্যদিকে, পুঁজিপতিদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। মোদি আসলে নিজের পকেট ভর্তি করছেন। কৃষকের পকেট কেটে ধনী হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।"

শুধু তাই নয়, একই সঙ্গে রাহুল বলেন, "ধর্মের নামে দেশে বিদ্বেষ ছড়ানোর কাজ চলছে। দেশে যুবকদের কর্মসংস্থান ও মহিলাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে সরকার। মোদির এজেন্সি যেমন ইডি ও সিবিআই হাতের পুতুল, যা বিরোধী দলগুলিকে হুমকি দেওয়ার জন্য ব্যবহার করা হচ্ছে ৷” রাহুল গান্ধি জেলা সদর হয়ে লালগঞ্জ ইন্দিরা চকে পৌঁছেছিলেন ৷ রাহুল সেখানে পৌঁছলে কংগ্রেস নেতারা তাঁকে ব্যাপকভাবে স্বাগত জানান। রাজ্যসভার সদস্য প্রমোদ তিওয়ারি, বিধায়ক আরাধনা মিশ্র মোনা এবং কংগ্রেসের সংখ্যালঘু বিভাগের সর্বভারতীয় সভাপতি ইমরান প্রতাপগড়ী ছাড়াও অন্যান্য দলের কর্মীরাও উপস্থিত ছিলেন।

পূর্ব থেকে পশ্চিমে ভারত জোড়ো ন্য়ায় যাত্রা শুরু করেছেন রাহুল গান্ধি ৷ মণিপুর থেকে এই যাত্রা শুরু হয়ে রাজস্থানে শেষ হবে বলে কংগ্রেস জানিয়েছে ৷ এই মুহূর্তে উত্তরপ্রদেশে আছে রাহুলের যাত্রা ৷ এখান থেকেই রাজস্থানে যাবেন রাহুল গান্ধি ৷ (পিটিআই)

আরও পড়ুন

ইডি'র সমন 'বেআইনি', কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কার্যালয়ে ফের হাজিরা এড়ালেন কেজরিওয়াল

'ডাবল ইঞ্জিন সরকার মানে বেকারদের জন্য ডাবল ধাক্কা', বিজেপিকে তোপ রাহুলের

প্রতাপগড় (উত্তরপ্রদেশ), 19 ফেব্রুয়ারি: লোকসভা ভোট যত এগিয়ে আসছে ততই কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সুর চড়াচ্ছে কংগ্রেস ৷ এবার রাম মন্দির উদ্বোধন ইস্যুতেও কেন্দ্রের শাসকদলকে একহাত নিলেন রাহুল গান্ধি ৷ সোমবার কংগ্রেস নেতা রাহুল গান্ধি অভিযোগ করেছেন, অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন এবং রামলালা প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে দলিত, অনগ্রসর এবং এমনকী দেশের রাষ্ট্রপতিকেও আমন্ত্রণ করা হয়নি ৷ যা তাদের জন্য অপমানকর বলেও মনে করছেন রাহুল গান্ধি।

রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পপতি এবং অভিনেতা অমিতাভ বচ্চনকে আমন্ত্রণ জানিয়ে নরেন্দ্র মোদি আদতে বার্তা দিতে চেয়েছেন যে, দেশের 73 শতাংশ মানুষের কোনও গুরুত্ব নেই তাদের কাছে ৷ রাহুল গান্ধি 'ভারত জোড়ো ন্য়ায় যাত্রা' চলাকালীন রামপুর বিধানসভা কেন্দ্রের লালগঞ্জে ইন্দিরা চকে এক সমাবেশে ভাষণ দিতে গিয়ে এমনটাই অভিযোগ করেন ৷ বিজেপি সরকারের বিরুদ্ধে দেশের 73 শতাংশ দলিত, অনগ্রসর শ্রেণী ও আদিবাসীদের অবহেলা করার অভিযোগ তুলে কংগ্রেসের প্রাক্তন সভাপতি বলেন, "তাদের উপেক্ষা করা হচ্ছে ৷ অন্যদিকে, পুঁজিপতিদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। মোদি আসলে নিজের পকেট ভর্তি করছেন। কৃষকের পকেট কেটে ধনী হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।"

শুধু তাই নয়, একই সঙ্গে রাহুল বলেন, "ধর্মের নামে দেশে বিদ্বেষ ছড়ানোর কাজ চলছে। দেশে যুবকদের কর্মসংস্থান ও মহিলাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে সরকার। মোদির এজেন্সি যেমন ইডি ও সিবিআই হাতের পুতুল, যা বিরোধী দলগুলিকে হুমকি দেওয়ার জন্য ব্যবহার করা হচ্ছে ৷” রাহুল গান্ধি জেলা সদর হয়ে লালগঞ্জ ইন্দিরা চকে পৌঁছেছিলেন ৷ রাহুল সেখানে পৌঁছলে কংগ্রেস নেতারা তাঁকে ব্যাপকভাবে স্বাগত জানান। রাজ্যসভার সদস্য প্রমোদ তিওয়ারি, বিধায়ক আরাধনা মিশ্র মোনা এবং কংগ্রেসের সংখ্যালঘু বিভাগের সর্বভারতীয় সভাপতি ইমরান প্রতাপগড়ী ছাড়াও অন্যান্য দলের কর্মীরাও উপস্থিত ছিলেন।

পূর্ব থেকে পশ্চিমে ভারত জোড়ো ন্য়ায় যাত্রা শুরু করেছেন রাহুল গান্ধি ৷ মণিপুর থেকে এই যাত্রা শুরু হয়ে রাজস্থানে শেষ হবে বলে কংগ্রেস জানিয়েছে ৷ এই মুহূর্তে উত্তরপ্রদেশে আছে রাহুলের যাত্রা ৷ এখান থেকেই রাজস্থানে যাবেন রাহুল গান্ধি ৷ (পিটিআই)

আরও পড়ুন

ইডি'র সমন 'বেআইনি', কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কার্যালয়ে ফের হাজিরা এড়ালেন কেজরিওয়াল

'ডাবল ইঞ্জিন সরকার মানে বেকারদের জন্য ডাবল ধাক্কা', বিজেপিকে তোপ রাহুলের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.