ঝাড়সুগুড়া (ওড়িশা), 8 ফেব্রুয়ারি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেকে ওবিসি হিসেবে দাবি করে দেশের মানুষকে বিভ্রান্ত করতে চাইছেন, বৃহস্পতিবার এই অভিযোগ তুলেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ তাঁর দাবি, নরেন্দ্র মোদি জন্মসূত্রে ওবিসি নন ৷
গত 14 জানুয়ারি মণিপুর থেকে ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে বেরিয়ে এখন ওড়িশায় রয়েছেন রাহুল গান্ধি ৷ বৃহস্পতিবার ওই রাজ্য়ে তাঁর কর্মসূচির তৃতীয় তথা শেষদিন ছিল ৷ সেখানেই তিনি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এই অভিযোগ করেন ৷ তাঁর আরও দাবি, জন্মসূত্রে মোদি জেনারেল কাস্ট ৷
এখানেই না থেমে রাহুল গান্ধি আরও বলেন, “মোদিজি নিজেকে একজন ওবিসি বলে জনগণকে বিভ্রান্ত করছেন । তিনি তেলি বর্ণের একটি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, যেটি 2000 সালে গুজরাতে বিজেপি সরকারের আমলে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত হয়েছিল । তাই, মোদিজি জন্মসূত্রে ওবিসি নন ।"
উল্লেখ্য, অন্যান্য অনগ্রসর শ্রেণি বা ওবিসি-সহ সমাজের পিছিয়ে পড়া অংশের জন্য মোদি সরকার কিছুই করেনি বলে দাবি করেন রাহুল গান্ধি ৷ তাই তিনি জাতি-গণনার দাবিও তোলেন বারবার ৷ যদিও জবাবে বিজেপি পালটা দাবি করে যে দেশের প্রধানমন্ত্রী একজন ওবিসি ৷ সম্প্রতি সংসদে প্রধানমন্ত্রী নিজেও ওবিসি প্রসঙ্গ তুলেছেন ৷ বৃহস্পতিবার তারই জবাব দিলেন রাহুল ৷ একই সঙ্গে তাঁর দাবি, প্রধানমন্ত্রী ওবিসিদের সঙ্গে হাত মেলান না ৷ বরং ধনীদের সঙ্গে আলিঙ্গন করেন ৷
এদিকে এ দিন রাহুল গান্ধির ভারত জোড়ো ন্যায় যাত্রা ওড়িশার ঝাড়সুগুড়ার পুরনো বাসস্ট্য়ান্ড থেকে বের হয় ৷ হুডখোলা জিপে কিশান চকে গিয়ে তা শেষ হবে ৷ তাঁর সঙ্গে ছিলেন অজয় কুমার ও ওড়িশা প্রদেশ কংগ্রেসের সভাপতি শরৎ পট্টনায়ক ৷ এই যাত্রা এবার ওড়িশা থেকে ছত্তিশগড়ে প্রবেশ করবে ৷
(পিটিআই ইনপুট-সহ)
আরও পড়ুন: