ETV Bharat / bharat

'দেশের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে সরকার', নেট নিয়ে মোদিকে আক্রমণ রাহুল-অখিলেশের - UGC NET Cancellation

Rahul Gandhi on UGC-NET: নিট-এর পর নেট পরীক্ষা বাতিল নিয়ে মোদি সরকারকে কড়া আক্রমণ করলেন রাহুল গান্ধি ৷ একইভাবে, বিজেপিকে নিশানা করেছেন অখিলেশ যাদবও ৷

Rahul Gandhi on UGC NET
নেট নিয়ে আক্রমণে রাহুল-অখিলেশ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 20, 2024, 4:45 PM IST

Updated : Jun 20, 2024, 6:39 PM IST

নয়াদিল্লি, 20 জুন: 'নেট' ও 'নিট' পরীক্ষা বাতিল নিয়ে মোদি সরকারকে তীব্র আক্রমণ করলেন রাহুল গান্ধি ৷ একই সঙ্গে, সোমবার সংসদের অধিবেশনের শুরু দিন থেকেই নেট ইস্যুতে বিরোধীরা সোচ্চার হবে বলেও আগেভাগে জানিয়ে দিয়েছেন রাহুল ৷ সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করে রাহুল বলেন, "দেশের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে সরকার ৷"

নেট নিয়ে আক্রমণে রাহুল (ইটিভি ভারত)

শুধু তাই নয়, নরেন্দ্র মোদির দিকে জুতো ছোড়ার প্রসঙ্গও এদিন উঠে এসেছে রাহুলের গলায় ৷ বিজেপির ভয় আস্তে আস্তে কাটতে শুরু করেছে বলেও দাবি করেছেন রাহুল। বারাণসীর ঘটনা তুলে এনে রাহুল বলেন, "56 ইঞ্চির ছাতি এখন 30-32 ইঞ্চি হয়ে গিয়েছে। বেলুন চুপসে গিয়েছে। ওঁর (নরেন্দ্র মোদি) তো টেনশন হবেই। বারণসীতে কেমন চপ্পল ছোড়া হল দেখলেন না ! লোকসভা ভোটের আগে এমনটা কল্পনা করা যেত ?"

18 জুন 2024 সালের ইউজিসি-নেট পরীক্ষা হয়েছিল ৷ একদিন পরেই তা বাতিল করার সিদ্ধান্ত নেয় মন্ত্রক ৷ বুধবার রাতে ইউজিসি-নেট পরীক্ষা বাতিলের পর বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রকের তরফে জানানো হয় পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে এমন সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকার ৷ এ নিয়ে কেন্দ্র সরকারকে একহাত নিয়েছে কংগ্রেস ৷ পথে নেমেছে কংগ্রেসের ছাত্র সংগঠনও ৷ এদিন সেই প্রসঙ্গে কংগ্রেস সদর দফতরে রাহুল গান্ধি বলেন, "শিক্ষা প্রতিষ্ঠানে একাধিপত্য কায়েম করেছে বিজেপি ৷"

সরাসরি মোদিকে নিশানা করে তিনি আরও বলেন, "ইউক্রেনে যুদ্ধ থামিয়ে দেবে বলে অথচ প্রশ্নপত্র লিক আটকাতে পারছে না ৷ সব সংস্থাকে ধ্বংস করে দিয়েছে বিজেপি ৷ প্রশ্ন ফাঁসের জন্য একমাত্র দায়ী নরেন্দ্র মোদি ৷ পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে খেলা করছে এই সরকার ৷" এখানেই শেষ নয়, এদিন রাহুল অভিযোগ করেছেন, সব শিক্ষা প্রতিষ্ঠানে একাধিপত্য কায়েম করতে চাইছে বিজেপি এবং তাদের শাখা সংগঠনগুলি ৷ যার নিদর্শন সব বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করছে বিজেপি নিজেদের লোকেদের ৷

নেট ইস্যুতে বিজেপিকে নিশানা করেছে সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদবও ৷ বৃহস্পতিবার ইউজিসি-নেট পরীক্ষা বাতিলের বিষয়ে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে তিনি বলেন, "মাফিয়ারা বিজেপি শাসনের অধীনে পরীক্ষাতেও কারচুপি করছে। যদি পুলিশে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস হয় তবে তা আইনশৃঙ্খলার উপর প্রভাব ফেলবে ৷ নিট পরীক্ষায় জালিয়াতি হলে কারা ডাক্তার হবে ? একইভাবে নেট পরীক্ষা বাতিলের ফলে শিক্ষা ব্যবস্থার উপর প্রভাব পড়বে। বিজেপি শাসনের অধীনে, কাগজ মাফিয়ারা প্রতিটি পরীক্ষায় একের পর এক কারচুপি করছে। দেশের বিরুদ্ধে বড় ষড়যন্ত্রও হতে পারে ৷"

এদিন দিল্লিতে কংগ্রেস সদর দফতরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল গান্ধি বলেন, "শিক্ষা ব্যবস্থাকে একটা দল সম্পূর্ণ কবজা করে চেখেছে ৷ সব পদে তাদের লোকেরাই বসে আছে ৷ উপাচার্যের তালিকা দেখলেই তা বোঝা যাবে ৷ বিরোধীরা সরকারের উপর এই বিষয়ে চাপ তৈরি করবে এবং সরকারকে চাপ দিয়ে কাজ করাতে বাধ্য করবে ৷ মেরিটের উপর ভিত্তি করে চাকরি দেওয়া হয় না, দলীয় আদর্শ প্রেক্ষাপট দেখে উপাচার্য নিয়োগ করা হচ্ছে ৷ এরা কেউই নিরপেক্ষ নয় ৷ মধ্যমেধা এবং অযোগ্য লোকেদের এই সব প্রতিষ্ঠানের মাথায় বসানো হচ্ছে ৷ গুজরাত, উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশ-এর এপি সেন্টার ৷ দেশের প্রতিষ্ঠানগুলি এদের হাত থেকে ছিনিয়ে না নেওয়া হলে এটা চলতে থাকবে ৷ বিজেপি থাকলে এটা আরও বাড়বে ৷"

অন্যদিকে, বিহারে তেজস্বী যাদবের সঙ্গে প্রশ্ন ফাঁসের যোগ নিয়ে প্রশ্ন করা হলে রাহুল বলান, "বিহারের বিষয়ে আমরা বলেছি, তদন্ত হওয়া দরকার ৷ আর যারাই এর সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নেওয়া প্রয়োজন ৷ কঠোর শাস্তি দেওয়া হোক অভিযুক্তদের ৷"

নয়াদিল্লি, 20 জুন: 'নেট' ও 'নিট' পরীক্ষা বাতিল নিয়ে মোদি সরকারকে তীব্র আক্রমণ করলেন রাহুল গান্ধি ৷ একই সঙ্গে, সোমবার সংসদের অধিবেশনের শুরু দিন থেকেই নেট ইস্যুতে বিরোধীরা সোচ্চার হবে বলেও আগেভাগে জানিয়ে দিয়েছেন রাহুল ৷ সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করে রাহুল বলেন, "দেশের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে সরকার ৷"

নেট নিয়ে আক্রমণে রাহুল (ইটিভি ভারত)

শুধু তাই নয়, নরেন্দ্র মোদির দিকে জুতো ছোড়ার প্রসঙ্গও এদিন উঠে এসেছে রাহুলের গলায় ৷ বিজেপির ভয় আস্তে আস্তে কাটতে শুরু করেছে বলেও দাবি করেছেন রাহুল। বারাণসীর ঘটনা তুলে এনে রাহুল বলেন, "56 ইঞ্চির ছাতি এখন 30-32 ইঞ্চি হয়ে গিয়েছে। বেলুন চুপসে গিয়েছে। ওঁর (নরেন্দ্র মোদি) তো টেনশন হবেই। বারণসীতে কেমন চপ্পল ছোড়া হল দেখলেন না ! লোকসভা ভোটের আগে এমনটা কল্পনা করা যেত ?"

18 জুন 2024 সালের ইউজিসি-নেট পরীক্ষা হয়েছিল ৷ একদিন পরেই তা বাতিল করার সিদ্ধান্ত নেয় মন্ত্রক ৷ বুধবার রাতে ইউজিসি-নেট পরীক্ষা বাতিলের পর বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রকের তরফে জানানো হয় পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে এমন সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকার ৷ এ নিয়ে কেন্দ্র সরকারকে একহাত নিয়েছে কংগ্রেস ৷ পথে নেমেছে কংগ্রেসের ছাত্র সংগঠনও ৷ এদিন সেই প্রসঙ্গে কংগ্রেস সদর দফতরে রাহুল গান্ধি বলেন, "শিক্ষা প্রতিষ্ঠানে একাধিপত্য কায়েম করেছে বিজেপি ৷"

সরাসরি মোদিকে নিশানা করে তিনি আরও বলেন, "ইউক্রেনে যুদ্ধ থামিয়ে দেবে বলে অথচ প্রশ্নপত্র লিক আটকাতে পারছে না ৷ সব সংস্থাকে ধ্বংস করে দিয়েছে বিজেপি ৷ প্রশ্ন ফাঁসের জন্য একমাত্র দায়ী নরেন্দ্র মোদি ৷ পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে খেলা করছে এই সরকার ৷" এখানেই শেষ নয়, এদিন রাহুল অভিযোগ করেছেন, সব শিক্ষা প্রতিষ্ঠানে একাধিপত্য কায়েম করতে চাইছে বিজেপি এবং তাদের শাখা সংগঠনগুলি ৷ যার নিদর্শন সব বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করছে বিজেপি নিজেদের লোকেদের ৷

নেট ইস্যুতে বিজেপিকে নিশানা করেছে সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদবও ৷ বৃহস্পতিবার ইউজিসি-নেট পরীক্ষা বাতিলের বিষয়ে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে তিনি বলেন, "মাফিয়ারা বিজেপি শাসনের অধীনে পরীক্ষাতেও কারচুপি করছে। যদি পুলিশে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস হয় তবে তা আইনশৃঙ্খলার উপর প্রভাব ফেলবে ৷ নিট পরীক্ষায় জালিয়াতি হলে কারা ডাক্তার হবে ? একইভাবে নেট পরীক্ষা বাতিলের ফলে শিক্ষা ব্যবস্থার উপর প্রভাব পড়বে। বিজেপি শাসনের অধীনে, কাগজ মাফিয়ারা প্রতিটি পরীক্ষায় একের পর এক কারচুপি করছে। দেশের বিরুদ্ধে বড় ষড়যন্ত্রও হতে পারে ৷"

এদিন দিল্লিতে কংগ্রেস সদর দফতরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল গান্ধি বলেন, "শিক্ষা ব্যবস্থাকে একটা দল সম্পূর্ণ কবজা করে চেখেছে ৷ সব পদে তাদের লোকেরাই বসে আছে ৷ উপাচার্যের তালিকা দেখলেই তা বোঝা যাবে ৷ বিরোধীরা সরকারের উপর এই বিষয়ে চাপ তৈরি করবে এবং সরকারকে চাপ দিয়ে কাজ করাতে বাধ্য করবে ৷ মেরিটের উপর ভিত্তি করে চাকরি দেওয়া হয় না, দলীয় আদর্শ প্রেক্ষাপট দেখে উপাচার্য নিয়োগ করা হচ্ছে ৷ এরা কেউই নিরপেক্ষ নয় ৷ মধ্যমেধা এবং অযোগ্য লোকেদের এই সব প্রতিষ্ঠানের মাথায় বসানো হচ্ছে ৷ গুজরাত, উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশ-এর এপি সেন্টার ৷ দেশের প্রতিষ্ঠানগুলি এদের হাত থেকে ছিনিয়ে না নেওয়া হলে এটা চলতে থাকবে ৷ বিজেপি থাকলে এটা আরও বাড়বে ৷"

অন্যদিকে, বিহারে তেজস্বী যাদবের সঙ্গে প্রশ্ন ফাঁসের যোগ নিয়ে প্রশ্ন করা হলে রাহুল বলান, "বিহারের বিষয়ে আমরা বলেছি, তদন্ত হওয়া দরকার ৷ আর যারাই এর সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নেওয়া প্রয়োজন ৷ কঠোর শাস্তি দেওয়া হোক অভিযুক্তদের ৷"

Last Updated : Jun 20, 2024, 6:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.