অমৃতসর, 4 ফেব্রুয়ারি: পঞ্জাবের অমৃতসরের শ্রী হরমন্দির সাহেবের দিকে যাওয়ার হেরিটেজ স্ট্রিট বরাবর প্রি-ওয়েডিং শুট বা কোনও রকম রিলস বানানোর উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, এই মর্মে হুঁশিয়ারি দিয়ে কোতোয়ালি থানা এ বিষয়ে বোর্ড লাগিয়েছে।
প্রি-ওয়েডিং শুটের একটি ভাইরাল ভিডিয়ো শিরোমনি গুরুদ্বার কমিটির দৃষ্টি আকর্ষণ করার পরে এই পদক্ষেপ নেওয়া হয়েছিল। কমিটি জানিয়েছে, হেরিটেজ রাস্তায় ভিডিয়ো শুট করলে ভক্তদের অনুভূতিতে আঘাত লাগে। শিরোমণি গুরুদ্বারা কমিটির আপত্তির কথা মাথায় রেখে হেরিটেজ স্ট্রিটে প্রাক-বিবাহের ভিডিয়ো রেকর্ড করা বা রিলস বানানোর ওপর নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ। হেরিটেজ স্ট্রিট সম্প্রতি একটি আলোচনার বিষয় হয়ে উঠেছে ৷ এটি প্রাক-বিবাহের শুটিং রেকর্ডিং বা রিল তৈরির জন্য একটি জনপ্রিয় স্পট হিসাবে পরিণত হয়েছিল এই এলাকা ৷ ভক্তদের এবং শিরোমণি গুরুদ্বারা কমিটির প্রতিবাদের পর, পুলিশ হেরিটেজ স্ট্রিটে ফটোগ্রাফি, ভিডিয়োগ্রাফি এবং এই ধরনের কার্যকলাপের উপর নিষেধাজ্ঞা জারি করেছে ৷
কোতোয়ালি থানার ইনচার্জ জসবীর সিং-এর নেতৃত্বে পুলিশ বাহিনী গিয়ে শনিবার হেরিটেজ স্ট্রিটের জুড়ে বোর্ড লাগিয়েছে ৷ যেকানে নিষেধাজ্ঞা সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা তৈরির বার্তা দেওয়া হয়েছে ৷ জসবীর সিং বলেন, "ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বোর্ডগুলো লাগানো হয়েছে। এটিতে স্পষ্টভাবে বলা হয়েছে যে, এখানে কোনও রকম প্রি-ওয়েডিং শুটিং এবং ছবি বা ভিডিয়ো করা সম্পূর্ণ নিষিদ্ধ। আমরা এই বিষয়ে ফটোগ্রাফারদের সঙ্গেও একটি বৈঠক করেছি ৷ তাদের এলাকার ধর্মীয় ও আধ্যাত্মিক পরিবেশ নষ্ট না করার জন্যও আবেদন করেছি। এই আদেশ অমান্য করলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে ৷”
আরও পড়ুন: