ETV Bharat / bharat

25 কিলো গয়না পরে তিরুপতি দর্শন 'সোনার পরিবারের' - Pune Gold Family - PUNE GOLD FAMILY

Family Wears 25 Kg Gold During Tirumala Darshan: প্রায় 25 কিলোর সোনা পরে তিরুপতি মন্দির দর্শন করলেন ব্যবসায়ী সানি নানাসাহেব ওয়াঘচৌরের পরিবার ৷ তাঁদের দেখে অবাক বাকি ভক্তরা ৷ সেলফি তোলার জন্য ছুটলেন সকলে ৷

Pune gold family
সোনা পরে তিরুপতি দর্শন সোনার পরিবারের (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 24, 2024, 3:40 PM IST

তিরুপতি, 24 অগস্ট: গলায় মোটা মোটা সোনার নেকলেস, সোনার চেন, দু-হাতে মোটা বালা-সহ আঙুলে কয়েক ক্যারটের সোনার আংটি ৷ এক কথায় সোনায় মোড়া গোটা শরীর ৷ আর সেভাবেই শুক্রবার তিরুপতিতে প্রভু ভেঙ্কটেশ্বর স্বামীর পুজো দিলেন পুনের 'সোনার পরিবার' তথা ব্যবসায়ী সানি নানাসাহেব ওয়াঘচৌরের পরিবার ৷ প্রায় 25 কিলোর সোনা পরে তিরুমালা শ্রীভরা দর্শন করলেন পুনের এই ব্যবসায়ী পরিবার ৷ ভিআইপি লাইনে দাঁড়িয়ে পুজোও দিলেন তাঁরা ৷ আর তাঁদের দেখে হতবাক বাকি ভক্তরা ৷

25 কিলো সোনা পরে তিরুপতি দর্শন পুনের ব্যবসায়ী পরিবারের (ইটিভি ভারত)

পুনের বাসিন্দা সানি নানাসাহেব ওয়াঘচৌরে পুনের একজন বিখ্যাত ব্যবসায়ী হিসেবে পরিচিত ৷ তবে শুধু ব্যবসার জন্য নয় ৷ তাঁদের গায়ের সোনার জন্য রীতিমতো সোশাল মিডিয়ায় ভাইরাল পুনের এই দুই ভাই ৷ স্থানীয়দের অনেকের মতে, বলিউডের চলচ্চিত্র প্রযোজকদেরও আর্থিকভাবে নাকি সাহায্য করেন তাঁরা।

এই প্রথম নয় ৷ গা ভর্তি সোনা পরে এর আগেও সোশাল মিডিয়ায় আলোড়ন তোলেন দুই ভাই ৷ এদিন তাই স্বাভাবিকভাবে ভাইরাল এই দুই ভাইকে মন্দিরের বাইরে দেখে রীতিমতো হতবাক হয়ে যান বাকি ভক্তরা ৷ তাঁদের গায়ের সোনার দেখার জন্য উৎসুক হয়ে ওঠেন সকলে ৷ এখানেই শেষ নয়, 'সোনার পরিবারের' সদস্যদের সঙ্গে সেলফি তোলার জন্য ছুটে চলে আসেন অনেকে ৷ তবে তাঁদের সঙ্গে আসা বডিগার্ডদের জন্য সেই মনস্কামনা অবশ্য় পূরণ হয়নি তাঁদের ৷

উল্লেখ্য, বেশ কয়েকদিন আগে হায়দরাবাদ এবং বেশ কয়েকটি স্থানে গা ভর্তি সোনা পরে শ্রী স্বামী বরীর মন্দির দর্শন করেন কয়েকজন ভক্ত ৷ মন্দিরের বাইরে দাঁড়িয়ে ছবিও তোলেন তাঁরা ৷ আর সেই নিয়েও বেশ আলোড়ন পড়ে যায় সোশাল মিডিয়া ৷ এই আবহে পুনের এই দুই ভাইয়ের প্রায় 25 কিলো সোনা গায়ে মন্দির দর্শন নজর কেড়েছে সকলের ৷

তিরুপতি, 24 অগস্ট: গলায় মোটা মোটা সোনার নেকলেস, সোনার চেন, দু-হাতে মোটা বালা-সহ আঙুলে কয়েক ক্যারটের সোনার আংটি ৷ এক কথায় সোনায় মোড়া গোটা শরীর ৷ আর সেভাবেই শুক্রবার তিরুপতিতে প্রভু ভেঙ্কটেশ্বর স্বামীর পুজো দিলেন পুনের 'সোনার পরিবার' তথা ব্যবসায়ী সানি নানাসাহেব ওয়াঘচৌরের পরিবার ৷ প্রায় 25 কিলোর সোনা পরে তিরুমালা শ্রীভরা দর্শন করলেন পুনের এই ব্যবসায়ী পরিবার ৷ ভিআইপি লাইনে দাঁড়িয়ে পুজোও দিলেন তাঁরা ৷ আর তাঁদের দেখে হতবাক বাকি ভক্তরা ৷

25 কিলো সোনা পরে তিরুপতি দর্শন পুনের ব্যবসায়ী পরিবারের (ইটিভি ভারত)

পুনের বাসিন্দা সানি নানাসাহেব ওয়াঘচৌরে পুনের একজন বিখ্যাত ব্যবসায়ী হিসেবে পরিচিত ৷ তবে শুধু ব্যবসার জন্য নয় ৷ তাঁদের গায়ের সোনার জন্য রীতিমতো সোশাল মিডিয়ায় ভাইরাল পুনের এই দুই ভাই ৷ স্থানীয়দের অনেকের মতে, বলিউডের চলচ্চিত্র প্রযোজকদেরও আর্থিকভাবে নাকি সাহায্য করেন তাঁরা।

এই প্রথম নয় ৷ গা ভর্তি সোনা পরে এর আগেও সোশাল মিডিয়ায় আলোড়ন তোলেন দুই ভাই ৷ এদিন তাই স্বাভাবিকভাবে ভাইরাল এই দুই ভাইকে মন্দিরের বাইরে দেখে রীতিমতো হতবাক হয়ে যান বাকি ভক্তরা ৷ তাঁদের গায়ের সোনার দেখার জন্য উৎসুক হয়ে ওঠেন সকলে ৷ এখানেই শেষ নয়, 'সোনার পরিবারের' সদস্যদের সঙ্গে সেলফি তোলার জন্য ছুটে চলে আসেন অনেকে ৷ তবে তাঁদের সঙ্গে আসা বডিগার্ডদের জন্য সেই মনস্কামনা অবশ্য় পূরণ হয়নি তাঁদের ৷

উল্লেখ্য, বেশ কয়েকদিন আগে হায়দরাবাদ এবং বেশ কয়েকটি স্থানে গা ভর্তি সোনা পরে শ্রী স্বামী বরীর মন্দির দর্শন করেন কয়েকজন ভক্ত ৷ মন্দিরের বাইরে দাঁড়িয়ে ছবিও তোলেন তাঁরা ৷ আর সেই নিয়েও বেশ আলোড়ন পড়ে যায় সোশাল মিডিয়া ৷ এই আবহে পুনের এই দুই ভাইয়ের প্রায় 25 কিলো সোনা গায়ে মন্দির দর্শন নজর কেড়েছে সকলের ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.