ETV Bharat / bharat

প্রতিবাদ কর্মসূচি থেকে ভাঙচুর-অগ্নিসংযোগ, রণক্ষেত্র ছত্তিশগড়ের বালোদাবাজার - Violence in Chhattisgarh - VIOLENCE IN CHHATTISGARH

Violence in Chhattisgarh: ছত্তিশগড়ের বালোদাবাজারে একটি বিশেষ সম্প্রদায়ের লোকজন হিংসাত্মক বিক্ষোভ করেছে। বিক্ষুব্ধ জনতা দুই শতাধিক গাড়িতে ভাঙচুর চালায় ও আগুন ধরিয়ে দেয় । ঘটনাস্থলে রয়েছে পুলিশ । এলাকার পরিস্থিতি থমথমে ৷

Violence in Chhattisgarh
ছত্তিশগড়ের বালোদাবাজারে উত্তেজনা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 10, 2024, 7:39 PM IST

Updated : Jun 10, 2024, 9:14 PM IST

বালোদাবাজার, 10 জুন: প্রতিবাদ কর্মসূচি হিংসাত্মক চেহারা নিল ছত্তিশগড়ের বালোদাবাজারে ৷ ওই প্রতিবাদ কর্মসূচি একটি নির্দিষ্ট সম্প্রদায়ের তরফে করা হচ্ছিল ৷ অভিযোগ, সেখান থেকেই বিক্ষুব্ধ জনতা জেলাশাসক ও পুলিশের অফিসে আগুন ধরিয়ে দেয় ৷ সেখানে থাকা প্রায় দু’শো গাড়ি ভাঙচুর করা হয় এবং সেগুলিতে আগুন ধরিয়ে দেওয়া হয় । ক্ষিপ্ত জনতার পুলিশের সঙ্গে তুমুল সংঘর্ষও হয় । এই ঘটনায় আহত হয়েছেন অনেকে ।

ভয়াবহ ঘটনার সাক্ষী ছত্তিশগড়ের বালোদাবাজার (ইটিভি ভারত)

পুলিশ ও প্রশাসনের তরফে জানা গিয়েছে, ছত্তিশগড়ের গিরুদপুরীতে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের ধর্মীয় স্থানের ক্ষতির বিরুদ্ধে হাজার হাজার মানুষ বহু দিন ধরে স্থানীয় দশেরা মাঠে বিক্ষোভ করছেন । তাঁদের অভিযোগ, সেখানে অমর গুহায় অবস্থিত মাহকোনি মন্দির চত্বরে দুষ্কৃতীরা অসামাজিক কাজকর্ম করে ৷ যদিও পুলিশ এই ঘটনায় ইতিমধ্যে তিনজনকে গ্রেফতার করেছে ৷

ছত্তিশগড়ের উপ-মুখ্যমন্ত্রী বিজয় শর্মা বিচারবিভাগীয় তদন্তের ঘোষণা করেছেন । তার পরও বিক্ষোভকারীরা এই নিয়ে সিবিআই তদন্তের দাবি তুলেছেন ৷ সেই কারণেই বেশ কিছুদিন ধরে তাঁরা অবস্থান-বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন ৷

সেই কর্মসূচির অঙ্গ হিসেবে সোমবার তাঁদের জেলাশাসক ও জেলা পঞ্চায়েত অফিস ঘেরাও করতে যান ৷ সেই সময়ই এই গোলমাল বাঁধে ৷ জেলাশাসকের কার্যালয় চত্বরে কড়া নিরাপত্তা ব্যবস্থা ও ব্যারিকেড থাকা সত্ত্বেও পুলিশ বিক্ষোভকারীদের থামাতে ব্যর্থ হয়েছে ।

এই ঘটনার পর থেকে বালোদাবাজারের পরিস্থিতি থমথমে হয়ে রয়েছে ৷ সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে ৷ নতুন করে যাতে সংঘর্ষ বা বিক্ষোভ না হয়, সেই দিকে নজর রয়েছে পুলিশ ও প্রশাসনের ৷ পাশাপাশি বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টাও করা হয় পুলিশের তরফে ৷ তবে সেই আলোচনা ফলপ্রসূ হয়েছে কি না, সেই বিষয়ে শেষ খবর পাওয়া পর্যন্ত কিছু জানা যায়নি ৷

বালোদাবাজার, 10 জুন: প্রতিবাদ কর্মসূচি হিংসাত্মক চেহারা নিল ছত্তিশগড়ের বালোদাবাজারে ৷ ওই প্রতিবাদ কর্মসূচি একটি নির্দিষ্ট সম্প্রদায়ের তরফে করা হচ্ছিল ৷ অভিযোগ, সেখান থেকেই বিক্ষুব্ধ জনতা জেলাশাসক ও পুলিশের অফিসে আগুন ধরিয়ে দেয় ৷ সেখানে থাকা প্রায় দু’শো গাড়ি ভাঙচুর করা হয় এবং সেগুলিতে আগুন ধরিয়ে দেওয়া হয় । ক্ষিপ্ত জনতার পুলিশের সঙ্গে তুমুল সংঘর্ষও হয় । এই ঘটনায় আহত হয়েছেন অনেকে ।

ভয়াবহ ঘটনার সাক্ষী ছত্তিশগড়ের বালোদাবাজার (ইটিভি ভারত)

পুলিশ ও প্রশাসনের তরফে জানা গিয়েছে, ছত্তিশগড়ের গিরুদপুরীতে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের ধর্মীয় স্থানের ক্ষতির বিরুদ্ধে হাজার হাজার মানুষ বহু দিন ধরে স্থানীয় দশেরা মাঠে বিক্ষোভ করছেন । তাঁদের অভিযোগ, সেখানে অমর গুহায় অবস্থিত মাহকোনি মন্দির চত্বরে দুষ্কৃতীরা অসামাজিক কাজকর্ম করে ৷ যদিও পুলিশ এই ঘটনায় ইতিমধ্যে তিনজনকে গ্রেফতার করেছে ৷

ছত্তিশগড়ের উপ-মুখ্যমন্ত্রী বিজয় শর্মা বিচারবিভাগীয় তদন্তের ঘোষণা করেছেন । তার পরও বিক্ষোভকারীরা এই নিয়ে সিবিআই তদন্তের দাবি তুলেছেন ৷ সেই কারণেই বেশ কিছুদিন ধরে তাঁরা অবস্থান-বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন ৷

সেই কর্মসূচির অঙ্গ হিসেবে সোমবার তাঁদের জেলাশাসক ও জেলা পঞ্চায়েত অফিস ঘেরাও করতে যান ৷ সেই সময়ই এই গোলমাল বাঁধে ৷ জেলাশাসকের কার্যালয় চত্বরে কড়া নিরাপত্তা ব্যবস্থা ও ব্যারিকেড থাকা সত্ত্বেও পুলিশ বিক্ষোভকারীদের থামাতে ব্যর্থ হয়েছে ।

এই ঘটনার পর থেকে বালোদাবাজারের পরিস্থিতি থমথমে হয়ে রয়েছে ৷ সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে ৷ নতুন করে যাতে সংঘর্ষ বা বিক্ষোভ না হয়, সেই দিকে নজর রয়েছে পুলিশ ও প্রশাসনের ৷ পাশাপাশি বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টাও করা হয় পুলিশের তরফে ৷ তবে সেই আলোচনা ফলপ্রসূ হয়েছে কি না, সেই বিষয়ে শেষ খবর পাওয়া পর্যন্ত কিছু জানা যায়নি ৷

Last Updated : Jun 10, 2024, 9:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.