ETV Bharat / bharat

'দেশের জন্য মঙ্গলসূত্র বলিদান দিয়েছেন মা', মোদিকে মনে করালেন প্রিয়াঙ্কা - Lok Sabha Election 2024

author img

By PTI

Published : Apr 24, 2024, 9:05 AM IST

Updated : Apr 24, 2024, 12:54 PM IST

Lok Sabha Election 2024: সম্প্রতি কংগ্রেসকে আক্রমণ করে মোদি বলেছিলেন, দেশবাসীর সম্পত্তি তারা সংখ্য়ালঘু সম্প্রদায়ের মধ্য়ে বিলিয়ে দেবে ৷ এমনকী মা-বোনেদের সোনা, মঙ্গলসূত্রও ছাড় পাবে না ৷ এর কড়া জবাব দিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা রাজীব-কন্যা প্রিয়াঙ্কা গান্ধি বঢরা ৷

Lok Sabha Election 2024
নরেন্দ্র মোদিকে কড়া জবাব প্রিয়াঙ্কার

বেঙ্গালুরু, 24 এপ্রিল: "মা তাঁর মঙ্গলসূত্র হারিয়েছেন এই দেশের জন্য", প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মঙ্গলসূত্র নিয়ে বিতর্কিত মন্তব্যের পালটা দিলেন প্রিয়াঙ্কা গান্ধি বঢরা ৷ সম্প্রতি রাজস্থানে নির্বাচনী প্রচার থেকে কংগ্রেসকে কটাক্ষ করে প্রধানমন্ত্রী বলেছিলেন, "কংগ্রেস দেশের মা-বোনেদের সোনা, মঙ্গলসূত্রটাও নিয়ে নেবে" ৷ যা নিয়ে দেশে ভোটের রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে ৷ এই প্রসঙ্গেই মোদিকে কড়া প্রত্যুত্তর দিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক ৷

মঙ্গলবার বেঙ্গালুরুর কর্ণাটকে প্রচারে গিয়েছিলেন রাজীব-তনয়া প্রিয়াঙ্কা গান্ধি বঢরা ৷ সেই প্রচার মঞ্চ থেকে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কড়া জবাব দেন ৷ প্রিয়াঙ্কা বলেন, "দু'দিন আগে বলা হচ্ছিল, কংগ্রেস মঙ্গলসূত্র কেড়ে নিতে চাইছে ৷ 75 বছর আগে দেশ স্বাধীন হয়েছে ৷ আর কংগ্রেস ক্ষমতায় ছিল 55 বছর ৷ কংগ্রেস কি কখনও আপনাদের সোনা বা মঙ্গলসূত্র ছিনিয়ে নিয়েছে ?"

রবিবার, 21 এপ্রিল রাজস্থানের বাঁসওয়াড়ায় প্রচারমঞ্চ থেকে প্রধানমন্ত্রী কংগ্রেসের ইস্তেহারকে নিশানা করে বলেছিলেন, "কংগ্রেস মানুষের সম্পত্তির হিসেবনিকেশ নেবে ৷ আর তা যাদের সন্তানের সংখ্যা বেশি, যারা অনুপ্রবেশ করে ভারতে ঢুকেছে, তাদের দিয়ে দেবে ৷ এমনকী মা-বোনেদের সোনা, মঙ্গলসূত্রেও কংগ্রেসের নজর রয়েছে ৷" তাই কংগ্রেস ক্ষমতায় এলে সেসব চুরি করে সংখ্যালঘু সম্প্রদায়ের হাতে তুলে দেবে বলে উল্লেখ করেন মোদি ৷ তাঁর এই মন্তব্য ঘৃণা ভাষণ বলে নরেন্দ্র মোদির বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করেছে কংগ্রেস-সহ বিরোধী 'ইন্ডিয়া' জোটের একাধিক দল ৷

কর্ণাটকের প্রচারমঞ্চ থেকে প্রিয়াঙ্কাও মোদিকে কড়া আক্রমণ করে তাঁর ঠাকুমা প্রয়াত ইন্দিরা গান্ধির প্রসঙ্গ তোলেন ৷ তাঁর বাবা প্রয়াত রাজীব গান্ধির হত্যার কথাও মনে করিয়ে দেন ৷ প্রিয়াঙ্কা বলেন, "যখন যুদ্ধ হয়েছিল, ইন্দিরা গান্ধি (প্রাক্তন প্রধানমন্ত্রী) তাঁর সোনা দান করেছিলেন ৷ আমার মা তার মঙ্গলসূত্র বলিদান করেছেন, এই দেশের জন্য ৷"

মঙ্গলসূত্রের অর্থ কী, তা নরেন্দ্র মোদি বোঝেনে না বলেও আক্রমণ করেছেন সোনিয়া-কন্যা ৷ প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে প্রিয়াঙ্কা বলেন, "নরেন্দ্র মোদি যদি মঙ্গলসূত্রের গুরুত্ব বুঝতেন, তাহলে এমন অনৈতিক কথাবার্তা বলতে পারতেন না ৷ ভারতে মহিলারা পরিবারের সবাই ঘুমিয়ে পড়লে তখন শুতে যান ৷ আর্থিক সমস্যায় তাঁরা নিজেদের সোনার গয়না বন্ধক রাখেন ৷ তাঁরা একরাশ খিদে নিয়েই শুয়ে পড়ে ৷"

মঙ্গলসূত্র প্রসঙ্গে তিনি আরও বলেন, "এই লোকগুলো (বিজেপি) মহিলাদের সংগ্রামের কথা জানে না ৷ যখন কোনও কৃষকের বহু টাকা দেনা হয়, তখন তাঁর স্ত্রী তাঁর মঙ্গলসূত্র বন্ধক রাখেন ৷ মেয়ের বিয়ে বা অসুস্থতার জন্য মহিলারা তাঁদের সোনার গয়না বন্ধক রেখে দেন ৷" এদিন প্রিয়াঙ্কা 2016 সালের নোটবন্দির প্রসঙ্গ তুলে বলেন, "2016 সালে নোটবন্দিতে 500 টাকা ও 1 হাজার টাকা বাতিল হল ৷ তখন দেশের মহিলাদের থেকে তাঁদের জমানো টাকা নিয়ে তা ব্যাঙ্কে জমা দিতে বলা হচ্ছিল ৷ প্রধানমন্ত্রী তখন কোথায় ছিলেন ?"

মঙ্গলবার হনুমান জয়ন্তীর দিন রাজস্থানের টংক লোকসভা কেন্দ্রের প্রচারমঞ্চ থেকে প্রধানমন্ত্রী কংগ্রেসকে আক্রমণ করে বলেন, "আপনাদের সম্পত্তি কেড়ে নিতে চাইছে কংগ্রেস ৷ আর তাই তারা একটা গভীর ষড়যন্ত্র করছে ৷ কংগ্রেস এই সম্পদ আপনাদের কাছ থেকে ছিনিয়ে কিছু 'বাছাই' করা মানুষের মধ্যে বিলিয়ে দেবে ৷"

আরও পড়ুন:

  1. আমাকে সহ্য করতে পারেন না আবার মহিলা ভোট চাই, মোদিকে কটাক্ষ মমতার
  2. প্রধানমন্ত্রীর 'ঘুস কর মারেঙ্গে' মন্তব্যে ঝড়, ভারত-পাকিস্তানকে কূটনৈতিক পথে সমাধানের আর্জি আমেরিকার
  3. শাহি শো’য়ে ব্রাত্য শ্যামাপ্রসাদ, স্রষ্টাকে উপেক্ষা করেই এগিয়ে গেল স্বরাষ্ট্রমন্ত্রীর রোড শো

বেঙ্গালুরু, 24 এপ্রিল: "মা তাঁর মঙ্গলসূত্র হারিয়েছেন এই দেশের জন্য", প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মঙ্গলসূত্র নিয়ে বিতর্কিত মন্তব্যের পালটা দিলেন প্রিয়াঙ্কা গান্ধি বঢরা ৷ সম্প্রতি রাজস্থানে নির্বাচনী প্রচার থেকে কংগ্রেসকে কটাক্ষ করে প্রধানমন্ত্রী বলেছিলেন, "কংগ্রেস দেশের মা-বোনেদের সোনা, মঙ্গলসূত্রটাও নিয়ে নেবে" ৷ যা নিয়ে দেশে ভোটের রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে ৷ এই প্রসঙ্গেই মোদিকে কড়া প্রত্যুত্তর দিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক ৷

মঙ্গলবার বেঙ্গালুরুর কর্ণাটকে প্রচারে গিয়েছিলেন রাজীব-তনয়া প্রিয়াঙ্কা গান্ধি বঢরা ৷ সেই প্রচার মঞ্চ থেকে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কড়া জবাব দেন ৷ প্রিয়াঙ্কা বলেন, "দু'দিন আগে বলা হচ্ছিল, কংগ্রেস মঙ্গলসূত্র কেড়ে নিতে চাইছে ৷ 75 বছর আগে দেশ স্বাধীন হয়েছে ৷ আর কংগ্রেস ক্ষমতায় ছিল 55 বছর ৷ কংগ্রেস কি কখনও আপনাদের সোনা বা মঙ্গলসূত্র ছিনিয়ে নিয়েছে ?"

রবিবার, 21 এপ্রিল রাজস্থানের বাঁসওয়াড়ায় প্রচারমঞ্চ থেকে প্রধানমন্ত্রী কংগ্রেসের ইস্তেহারকে নিশানা করে বলেছিলেন, "কংগ্রেস মানুষের সম্পত্তির হিসেবনিকেশ নেবে ৷ আর তা যাদের সন্তানের সংখ্যা বেশি, যারা অনুপ্রবেশ করে ভারতে ঢুকেছে, তাদের দিয়ে দেবে ৷ এমনকী মা-বোনেদের সোনা, মঙ্গলসূত্রেও কংগ্রেসের নজর রয়েছে ৷" তাই কংগ্রেস ক্ষমতায় এলে সেসব চুরি করে সংখ্যালঘু সম্প্রদায়ের হাতে তুলে দেবে বলে উল্লেখ করেন মোদি ৷ তাঁর এই মন্তব্য ঘৃণা ভাষণ বলে নরেন্দ্র মোদির বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করেছে কংগ্রেস-সহ বিরোধী 'ইন্ডিয়া' জোটের একাধিক দল ৷

কর্ণাটকের প্রচারমঞ্চ থেকে প্রিয়াঙ্কাও মোদিকে কড়া আক্রমণ করে তাঁর ঠাকুমা প্রয়াত ইন্দিরা গান্ধির প্রসঙ্গ তোলেন ৷ তাঁর বাবা প্রয়াত রাজীব গান্ধির হত্যার কথাও মনে করিয়ে দেন ৷ প্রিয়াঙ্কা বলেন, "যখন যুদ্ধ হয়েছিল, ইন্দিরা গান্ধি (প্রাক্তন প্রধানমন্ত্রী) তাঁর সোনা দান করেছিলেন ৷ আমার মা তার মঙ্গলসূত্র বলিদান করেছেন, এই দেশের জন্য ৷"

মঙ্গলসূত্রের অর্থ কী, তা নরেন্দ্র মোদি বোঝেনে না বলেও আক্রমণ করেছেন সোনিয়া-কন্যা ৷ প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে প্রিয়াঙ্কা বলেন, "নরেন্দ্র মোদি যদি মঙ্গলসূত্রের গুরুত্ব বুঝতেন, তাহলে এমন অনৈতিক কথাবার্তা বলতে পারতেন না ৷ ভারতে মহিলারা পরিবারের সবাই ঘুমিয়ে পড়লে তখন শুতে যান ৷ আর্থিক সমস্যায় তাঁরা নিজেদের সোনার গয়না বন্ধক রাখেন ৷ তাঁরা একরাশ খিদে নিয়েই শুয়ে পড়ে ৷"

মঙ্গলসূত্র প্রসঙ্গে তিনি আরও বলেন, "এই লোকগুলো (বিজেপি) মহিলাদের সংগ্রামের কথা জানে না ৷ যখন কোনও কৃষকের বহু টাকা দেনা হয়, তখন তাঁর স্ত্রী তাঁর মঙ্গলসূত্র বন্ধক রাখেন ৷ মেয়ের বিয়ে বা অসুস্থতার জন্য মহিলারা তাঁদের সোনার গয়না বন্ধক রেখে দেন ৷" এদিন প্রিয়াঙ্কা 2016 সালের নোটবন্দির প্রসঙ্গ তুলে বলেন, "2016 সালে নোটবন্দিতে 500 টাকা ও 1 হাজার টাকা বাতিল হল ৷ তখন দেশের মহিলাদের থেকে তাঁদের জমানো টাকা নিয়ে তা ব্যাঙ্কে জমা দিতে বলা হচ্ছিল ৷ প্রধানমন্ত্রী তখন কোথায় ছিলেন ?"

মঙ্গলবার হনুমান জয়ন্তীর দিন রাজস্থানের টংক লোকসভা কেন্দ্রের প্রচারমঞ্চ থেকে প্রধানমন্ত্রী কংগ্রেসকে আক্রমণ করে বলেন, "আপনাদের সম্পত্তি কেড়ে নিতে চাইছে কংগ্রেস ৷ আর তাই তারা একটা গভীর ষড়যন্ত্র করছে ৷ কংগ্রেস এই সম্পদ আপনাদের কাছ থেকে ছিনিয়ে কিছু 'বাছাই' করা মানুষের মধ্যে বিলিয়ে দেবে ৷"

আরও পড়ুন:

  1. আমাকে সহ্য করতে পারেন না আবার মহিলা ভোট চাই, মোদিকে কটাক্ষ মমতার
  2. প্রধানমন্ত্রীর 'ঘুস কর মারেঙ্গে' মন্তব্যে ঝড়, ভারত-পাকিস্তানকে কূটনৈতিক পথে সমাধানের আর্জি আমেরিকার
  3. শাহি শো’য়ে ব্রাত্য শ্যামাপ্রসাদ, স্রষ্টাকে উপেক্ষা করেই এগিয়ে গেল স্বরাষ্ট্রমন্ত্রীর রোড শো
Last Updated : Apr 24, 2024, 12:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.