ETV Bharat / bharat

প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী লালকৃষ্ণ আদবানিকে ভারতরত্ন সম্মান প্রদান করলেন রাষ্ট্রপতি মুর্মু - Bharat Ratna L K Advani - BHARAT RATNA L K ADVANI

President Droupadi Murmu confers Bharat Ratna on L K Advani: লালকৃষ্ণ আদবানির হাতে ভারতরত্ন সম্মাননা তুলে দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷

ETV Bharat
লালকৃষ্ণ আদবানিকে ভারতরত্ন সম্মান
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 31, 2024, 1:06 PM IST

Updated : Mar 31, 2024, 1:43 PM IST

প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানিকে ভারতরত্ন সম্মান প্রদান করছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

নয়াদিল্লি, 31 মার্চ: প্রবীণ নেতার বাড়ি গিয়ে তাঁর হাতে ভারত রত্ন সম্মান তুলে দিলেন স্বয়ং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ শনিবার মরণোত্তর ভারতরত্ন সম্মাননা প্রদান অনুষ্ঠান হয় রাষ্ট্রপতি ভবনে ৷ এরপর রবিবারই সকালে ভারতীয় জনতা পার্টির দ্বিতীয় সভাপতি লালকৃষ্ণ আদবানির বাড়ি গিয়ে তাঁকে ভারতরত্ন সম্মাননা প্রদান করা হয় ৷ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনকড়, প্রাক্তন উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু, কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ৷

1927 সালের 8 নভেম্বর বর্তমান পাকিস্তানের করাচিতে জন্মগ্রহণ করেন আদবানি ৷ 1942 সালে স্বয়ংসেবক হিসেবে আরএসএসে যোগদান করেন তিনি । 1958 সাল থেকে 1963 পর্যন্ত দিল্লি রাজ্য জনসংঘের সম্পাদক ছিলেন লালকৃষ্ণ ৷ 1970 সালে তিনি রাজ্যসভার সাংসদ হন । মার্চ 1977 থেকে জুলাই 1979 সাল পর্যন্ত কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ছিলে লালকৃষ্ণ আদবানি ৷

1980 থেকে 1986 সাল পর্যন্ত বিজেপির সাধারণ সম্পাদকের পদে ছিলেন প্রবীণ নেতা ৷ 1986 সালের মে মাসে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র সভাপতি হন তিনি ৷ 1998 সাল থেকে 2004 পর্যন্ত অটলবিহারী বাজপেয়ীর নেতৃত্বে গঠিত প্রথম এনডিএ সরকারের আমলে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন ৷ এরপর 2002 সাল 2004 সাল পর্যন্ত অটলবিহারী বাজপেয়ীর সরকারে উপ-প্রধানমন্ত্রী হন তিনি ৷

আদবানির কর্মজীবনের অনেক উল্লেখযোগ্য মুহূর্তগুলির মধ্যে সবচেয়ে তাৎপর্যপূর্ণ হল 1990-এর দশক ৷ যখন তিনি রাম জন্মভূমি আন্দোলনের মুখ হিসেবে সামনে আসেন ৷ 1990 সালের 25 সেপ্টেম্বর পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে রাম রথযাত্রা গুজরাতের সোমনাথ থেকে শুরু হয় ৷ 10 হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে 30 অক্টোবর অযোধ্যায় শেষ হওয়ার কথা ছিল ওই যাত্রা । এর উদ্দেশ্য ছিল রামমন্দির নির্মাণের প্রচারে সমর্থন আদায় করা ।

আরও পড়ুন:

  1. আরএসএসের স্বয়ংসেবক থেকে ভারতের উপ-প্রধানমন্ত্রী, একনজরে ‘ভারতরত্ন’ লালকৃষ্ণ আদবানির রাজনৈতিক জীবন
  2. রাম মন্দির আন্দোলনের নেতৃত্বে থাকা আদবানিই উদ্বোধনে থাকছেন না

প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানিকে ভারতরত্ন সম্মান প্রদান করছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

নয়াদিল্লি, 31 মার্চ: প্রবীণ নেতার বাড়ি গিয়ে তাঁর হাতে ভারত রত্ন সম্মান তুলে দিলেন স্বয়ং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ শনিবার মরণোত্তর ভারতরত্ন সম্মাননা প্রদান অনুষ্ঠান হয় রাষ্ট্রপতি ভবনে ৷ এরপর রবিবারই সকালে ভারতীয় জনতা পার্টির দ্বিতীয় সভাপতি লালকৃষ্ণ আদবানির বাড়ি গিয়ে তাঁকে ভারতরত্ন সম্মাননা প্রদান করা হয় ৷ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনকড়, প্রাক্তন উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু, কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ৷

1927 সালের 8 নভেম্বর বর্তমান পাকিস্তানের করাচিতে জন্মগ্রহণ করেন আদবানি ৷ 1942 সালে স্বয়ংসেবক হিসেবে আরএসএসে যোগদান করেন তিনি । 1958 সাল থেকে 1963 পর্যন্ত দিল্লি রাজ্য জনসংঘের সম্পাদক ছিলেন লালকৃষ্ণ ৷ 1970 সালে তিনি রাজ্যসভার সাংসদ হন । মার্চ 1977 থেকে জুলাই 1979 সাল পর্যন্ত কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ছিলে লালকৃষ্ণ আদবানি ৷

1980 থেকে 1986 সাল পর্যন্ত বিজেপির সাধারণ সম্পাদকের পদে ছিলেন প্রবীণ নেতা ৷ 1986 সালের মে মাসে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র সভাপতি হন তিনি ৷ 1998 সাল থেকে 2004 পর্যন্ত অটলবিহারী বাজপেয়ীর নেতৃত্বে গঠিত প্রথম এনডিএ সরকারের আমলে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন ৷ এরপর 2002 সাল 2004 সাল পর্যন্ত অটলবিহারী বাজপেয়ীর সরকারে উপ-প্রধানমন্ত্রী হন তিনি ৷

আদবানির কর্মজীবনের অনেক উল্লেখযোগ্য মুহূর্তগুলির মধ্যে সবচেয়ে তাৎপর্যপূর্ণ হল 1990-এর দশক ৷ যখন তিনি রাম জন্মভূমি আন্দোলনের মুখ হিসেবে সামনে আসেন ৷ 1990 সালের 25 সেপ্টেম্বর পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে রাম রথযাত্রা গুজরাতের সোমনাথ থেকে শুরু হয় ৷ 10 হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে 30 অক্টোবর অযোধ্যায় শেষ হওয়ার কথা ছিল ওই যাত্রা । এর উদ্দেশ্য ছিল রামমন্দির নির্মাণের প্রচারে সমর্থন আদায় করা ।

আরও পড়ুন:

  1. আরএসএসের স্বয়ংসেবক থেকে ভারতের উপ-প্রধানমন্ত্রী, একনজরে ‘ভারতরত্ন’ লালকৃষ্ণ আদবানির রাজনৈতিক জীবন
  2. রাম মন্দির আন্দোলনের নেতৃত্বে থাকা আদবানিই উদ্বোধনে থাকছেন না
Last Updated : Mar 31, 2024, 1:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.