ETV Bharat / bharat

অতীতেই আস্থা, ইয়েচুরির পর সিপিএমে ফের প্রকাশ-রাজ! - PRAKASH KARAT - PRAKASH KARAT

prakash karat gets new responsibility: সীতারাম ইয়েচুরির পর দলের ভরসা সেই প্রকাশ কারাত ৷ অন্তর্বর্তী ব্যবস্থা হিসাবে প্রকাশ কারাত সিপিএমের পলিটব্যুরো ও কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক হবেন বলে জানা গিয়েছে ৷

PRAKASH KARAT
প্রকাশ কারাত (সৌ: এক্স হ্যান্ডেল)
author img

By PTI

Published : Sep 29, 2024, 5:26 PM IST

Updated : Sep 29, 2024, 6:00 PM IST

নয়াদিল্লি, 29 সেপ্টেম্বর: সীতারাম ইয়েচুরির পর সিপিএমের হাল ধরতে ভরসা সেই প্রকাশ কারাত ৷ আগামী বছর এপ্রিলে সিপিএমের 24তম পার্টি কংগ্রেস অনুষ্ঠিত হবে ৷ সেই সময় পর্যন্ত দলের পলিট ব্যুরো এবং কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক হবেন প্রাক্তন সাধারণ সম্পাদক প্রকাশ কারাত ৷ এমনটাই জানা গিয়েছে রবিবার ৷

গত 12 সেপ্টেম্বর 72 বছর বয়সে মৃত্যু হয় সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির ৷ দলের সেই পদে কে বসবেন তা নিয়ে আলোচনা চলছিল ৷ বেশ কয়েকটি নাম নিয়েও চর্চাও চলছিল। কিন্তু পার্টি কংগ্রেসের আগে কোনও রকম ঝুঁকি নিতে চাইল না বামেরা। দলের প্রাক্তন সেনাপতির হাতেই আপাতত ব্যাটন তুলে দেওয়া হল।

CPIM
সিপিএমের প্রেস বিবৃতি (সিপিএম সূত্রে প্রাপ্ত)

সিপিএমের তরফে জানানো হয়েছে, "ভারতীয় কমিউনিস্ট পার্টির (মার্কসবাদী) কেন্দ্রীয় কমিটি, নয়াদিল্লির অধিবেশনে সিদ্ধান্ত নিয়েছে যে, কমরেড প্রকাশ কারাত পলিট ব্যুরো এবং কেন্দ্রীয় কমিটির সমন্বয়কারী হবেন ৷ একটি অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে 2025 সালের এপ্রিল মাসে মাদুরাইতে অনুষ্ঠিত হতে চলা 24 তম পার্টি কংগ্রেসের আগে পর্যন্ত এই ব্যবস্থাই থাকবে ৷”

এর সঙ্গে যোগ করা হয়েছে, "সিপিএম-এর বর্তমান সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির দুঃখজনক এবং আকস্মিক মৃত্যুর কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷" প্রকাশ কারাত সিপিএম-এর অন্যতম প্রবীণ নেতা ৷ 2005 থেকে 2015 সাল পর্যন্ত দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পদ সামলেছেন তিনি। 1985 সালে কেন্দ্রীয় কমিটিতে নির্বাচিত হন এবং 1992 সালে পলিটব্যুরো সদস্য হন। সিপিএমের পলিটব্যুরো হল দলের মূল সিদ্ধান্ত গ্রহণকারী। উল্লেখ্য, গত 19 অগস্ট ফুসফুসে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হন সীতারাম ইয়েচুরি ৷ বিগত কয়েকদিন ধরে এইমস-এর আইসিইউ-তে তাঁর চিকিৎসা চলছিল ৷ তিনি রেসপিরেটরি সাপোর্টে ছিলেন ৷ এরপর 12 সেপ্টেম্বর মৃত্যু হয় ইয়েচুরির ৷

গত কয়েক বছর ধরেই কঠিন রাজনৈতিক পরিস্থিতির ভিতর দিয়ে যাচ্ছে সিপিএম। বাংলা এবং ত্রিপুরায় ক্ষমতা ধরে রাখতে পারেনি বামেরা। এখন ভরসা শুধুই কেরল । ঠিক এই কারণে দলে নেতৃত্ব বদলের দাবি জোরালো হয়েছে। এরইমধ্যে আরও একবার পুরনো ক্যাপ্টেনেই আস্থা রাখল সিপিএম।

সীতারাম ইয়েচুরি: তত্ত্বের বেড়াজাল পেরিয়ে 'মানুষের দল' সিপিএমের অন্যতম কারিগর

নয়াদিল্লি, 29 সেপ্টেম্বর: সীতারাম ইয়েচুরির পর সিপিএমের হাল ধরতে ভরসা সেই প্রকাশ কারাত ৷ আগামী বছর এপ্রিলে সিপিএমের 24তম পার্টি কংগ্রেস অনুষ্ঠিত হবে ৷ সেই সময় পর্যন্ত দলের পলিট ব্যুরো এবং কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক হবেন প্রাক্তন সাধারণ সম্পাদক প্রকাশ কারাত ৷ এমনটাই জানা গিয়েছে রবিবার ৷

গত 12 সেপ্টেম্বর 72 বছর বয়সে মৃত্যু হয় সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির ৷ দলের সেই পদে কে বসবেন তা নিয়ে আলোচনা চলছিল ৷ বেশ কয়েকটি নাম নিয়েও চর্চাও চলছিল। কিন্তু পার্টি কংগ্রেসের আগে কোনও রকম ঝুঁকি নিতে চাইল না বামেরা। দলের প্রাক্তন সেনাপতির হাতেই আপাতত ব্যাটন তুলে দেওয়া হল।

CPIM
সিপিএমের প্রেস বিবৃতি (সিপিএম সূত্রে প্রাপ্ত)

সিপিএমের তরফে জানানো হয়েছে, "ভারতীয় কমিউনিস্ট পার্টির (মার্কসবাদী) কেন্দ্রীয় কমিটি, নয়াদিল্লির অধিবেশনে সিদ্ধান্ত নিয়েছে যে, কমরেড প্রকাশ কারাত পলিট ব্যুরো এবং কেন্দ্রীয় কমিটির সমন্বয়কারী হবেন ৷ একটি অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে 2025 সালের এপ্রিল মাসে মাদুরাইতে অনুষ্ঠিত হতে চলা 24 তম পার্টি কংগ্রেসের আগে পর্যন্ত এই ব্যবস্থাই থাকবে ৷”

এর সঙ্গে যোগ করা হয়েছে, "সিপিএম-এর বর্তমান সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির দুঃখজনক এবং আকস্মিক মৃত্যুর কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷" প্রকাশ কারাত সিপিএম-এর অন্যতম প্রবীণ নেতা ৷ 2005 থেকে 2015 সাল পর্যন্ত দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পদ সামলেছেন তিনি। 1985 সালে কেন্দ্রীয় কমিটিতে নির্বাচিত হন এবং 1992 সালে পলিটব্যুরো সদস্য হন। সিপিএমের পলিটব্যুরো হল দলের মূল সিদ্ধান্ত গ্রহণকারী। উল্লেখ্য, গত 19 অগস্ট ফুসফুসে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হন সীতারাম ইয়েচুরি ৷ বিগত কয়েকদিন ধরে এইমস-এর আইসিইউ-তে তাঁর চিকিৎসা চলছিল ৷ তিনি রেসপিরেটরি সাপোর্টে ছিলেন ৷ এরপর 12 সেপ্টেম্বর মৃত্যু হয় ইয়েচুরির ৷

গত কয়েক বছর ধরেই কঠিন রাজনৈতিক পরিস্থিতির ভিতর দিয়ে যাচ্ছে সিপিএম। বাংলা এবং ত্রিপুরায় ক্ষমতা ধরে রাখতে পারেনি বামেরা। এখন ভরসা শুধুই কেরল । ঠিক এই কারণে দলে নেতৃত্ব বদলের দাবি জোরালো হয়েছে। এরইমধ্যে আরও একবার পুরনো ক্যাপ্টেনেই আস্থা রাখল সিপিএম।

সীতারাম ইয়েচুরি: তত্ত্বের বেড়াজাল পেরিয়ে 'মানুষের দল' সিপিএমের অন্যতম কারিগর

Last Updated : Sep 29, 2024, 6:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.