ETV Bharat / bharat

কনসার্টের ভুয়ো টিকিট বিক্রির টাকায় আইফোন!

পঞ্জাবি গায়ক দিলজিৎ দোসাঞ্জের কনসার্টের ভুয়ো টিকিট বিক্রি করে বিপুল টাকার প্রতারণা যুবকের ৷ তবে শেষমেশ শ্রীঘরে যেতেই হল ৷

author img

By PTI

Published : 3 hours ago

Man dupes by selling fake tickets
দিলজিৎ দোসাঞ্জের অনুষ্ঠানের ভুয়ো টিকিট বিক্রি করে জালিয়াতি (ইটিভি ভারত)

নয়াদিল্লি, 15 অক্টোবর: আইফোনের মোহে কয়েক লক্ষ টাকার প্রতারণা ! লক্ষাধিক টাকার দামি আইফোন কিনতে বিখ্যাত পঞ্জাবি গায়ক দিলজিৎ দোসাঞ্জের আসন্ন কনসার্টের ভুয়ো টিকিট বিক্রি করেছিল অভিযুক্ত ৷ সেই টাকায় আইফোনের সঙ্গে অ্যাপল কোম্পানির ঘড়িও কেনে সে ৷ বিপুল অর্থ জোগাড় করতে গিয়ে শেষে শ্রীঘরে ঠাঁই হল যুবকের ৷

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত যুবকের নাম কৌশিক রাজ। 29 বছর বয়সি কৌশিক 1.35 লক্ষ টাকা দামের আইফোন কিনেছে ৷ এর সঙ্গে অ্যাপেলের রিস্ট ওয়াচও কিনেছে, যার মূল্য 50 হাজার টাকা ৷ বিলাসিতার এখানেই শেষ নয় ৷ ভুয়ো টিকিট বিক্রির অর্থ দিয়ে বেঙ্গালুরু, গোয়া ও মুম্বই ঘুরেছে ৷ দামি ক্লাব, রেস্তোরাঁ গিয়ে বিপুল খরচ করেছে ৷ বি-টেক পড়তে গিয়ে পড়া অসমাপ্তই থেকে গিয়েছে কৌশিকের ৷

পুলিশ জানিয়েছে, রাজ প্রথমে কনসার্টের আসল টিকিটের প্রতিলিপি বের করত । তারপর আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সেগুলি খানিক বদলে ভুয়ো টিকিট বানিয়ে বিক্রি করত ৷ বিহারের মুজফফরনগরের বাসিন্দা কৌশিক আপাতত দিল্লির উত্তম নগরে থাকছিল ৷ বি-টেক পড়া শুরু করলেও দ্বিতীয় বর্ষের পর লেখাপড়া ছেড়ে দেয় সে ৷ একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিতে অস্থায়ী কর্মী হিসেবে কাজ করছিল ৷

আগামী 26 অক্টোবর জওহরলাল নেহরু স্টেডিয়ামে দিলজিৎ দোসাঞ্জির কনসার্ট হওয়ার কথা ৷ দিল্লির ডিসিপি (দক্ষিণ) অঙ্কিত চৌহান জানান, নয়াদিল্লির নেবসরাই এলাকার এক বাসিন্দা অভিযোগ করেন, রাজ তাঁকে দিলজিৎ দোসাঞ্জের ওই কনসার্টের 69টি টিকিট বিক্রি করেছিল ৷ সবক'টাই ভুয়ো ৷

পুলিশ আধিকারিক বলেন, "অভিযোগ পেতেই এফআইআর দায়ের করে তদন্ত শুরু করি আমরা ৷ অভিযোগকারী আমাদের জানান, তিনি দিলজিৎ দোসাঞ্জের কনসার্টের টিকিটের খোঁজ করছিলেন ৷ আর তখনই তাঁর এক বন্ধু কৌশিক রাজের ফোন নম্বর দেন ৷ ওই বন্ধু চণ্ডীগড়ের বাসিন্দা ৷ এর পর অভিযোগকারী রাজের সঙ্গে যোগাযোগ করেন ৷ প্রথমে ই-মেইল মারফত পাঁচটি টিকিট বিক্রি করেছিল কৌশিক ৷ এরপর অভিযোগকারী ব্যক্তি তাঁর পরিবার ও বন্ধুদের জন্য আরও টিকিট কেনেন ৷ 11 সেপ্টেম্বর পর্যন্ত ধাপে ধাপে মোট 69টি টিকিট কিনেছিলেন ৷ সব মিলিয়ে 4.76 লক্ষ টাকা দিয়েছিলেন কৌশিক রাজকে ৷" ওই টিকিটগুলির গায়ে হেল্পলাইন নম্বরে ফোন করে জানা যায় যে টিকিটগুলি ভুয়ো ৷ এরপর তিনি পুলিশের সঙ্গে যোগাযোগ করেন ৷

ডিসিপি জানান, তদন্ত করতে গিয়ে পুলিশ জানতে পারে যে রাজ দিল্লিতে একজনকে, চণ্ডীগড় ও পশ্চিমবঙ্গের দু'জনকে এভাবেই প্রতারিত করেছে ৷ টাকা পেয়ে সে নিজের ফোন বন্ধ করে দিল্লি থেকে চম্পট দেয় ৷ এরপর সে বেঙ্গালুরু, গোয়া এবং মুম্বইতে গিয়ে বিভিন্ন হোটেলে থেকেছে ৷ ক্লাবে গিয়ে টাকা খরচ করেছে ৷ এর সঙ্গে অ্যাপল কোম্পানির ঘড়ি ও আইফোন কিনেছে ৷

কীভাবে ধরা পড়ল রাজ কৌশিক ?

ডিসিপি চৌহান আরও বলেন, "অভিযুক্তের ব্যাঙ্ক অ্য়াকাউন্টের লেনদেন খতিয়ে দেখা হয়েছে ৷ লোককে ঠকিয়ে যে টাকা পেয়েছিল রাজ কৌশিক, তা তার অ্যাকাউন্টেই ছিল ৷ ব্যাঙ্কের স্টেটমেন্ট দেখে জানা যায়, 16টি লেনদেনের মাধ্যমে 4.61 লক্ষ টাকা অভিযুক্তের অ্যাকাউন্টে জমা হয়েছে ৷ পরে সেই টাকা দিয়েই সে যাবতীয় খরচখরচা করেছে ৷"

প্রথম দিকে রাজ বেঙ্গালুরুতেই ছিল ৷ একটি দল তাকে ধরতে রওনা দেয় ৷ পরে অবশ্য রাজকে দিল্লির নিজামউদ্দিন রেল স্টেশন থেকে গ্রেফতার করা হয় বলে জানান পুলিশের উচ্চাধিকারিক ৷ ডিসিপি বলেন, "রাজ তার অপরাধের কথা স্বীকার করে ৷ তার কাছ থেকে একটি ফোন পাওয়া যায়, যেটি সে জালিয়াতির কাজে ব্যবহার করেছিল ৷ আরও পাওয়া যায়- একটি আইফোন, যার মূল্য 1.35 লক্ষ টাকা ৷ একটি অ্যাপলের ঘড়ি, যার মূল্য 50 হাজার টাকা ৷ ভুয়ো টিকিট বিক্রি করে সে যে টাকা রোজগার করেছিল, সেই সব টাকা দিয়েই এগুলো কিনেছিল রাজ কৌশিক ৷ এছাড়া 5টি ডেবিট কার্ডও পাওয়া গিয়েছে ৷"

নয়াদিল্লি, 15 অক্টোবর: আইফোনের মোহে কয়েক লক্ষ টাকার প্রতারণা ! লক্ষাধিক টাকার দামি আইফোন কিনতে বিখ্যাত পঞ্জাবি গায়ক দিলজিৎ দোসাঞ্জের আসন্ন কনসার্টের ভুয়ো টিকিট বিক্রি করেছিল অভিযুক্ত ৷ সেই টাকায় আইফোনের সঙ্গে অ্যাপল কোম্পানির ঘড়িও কেনে সে ৷ বিপুল অর্থ জোগাড় করতে গিয়ে শেষে শ্রীঘরে ঠাঁই হল যুবকের ৷

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত যুবকের নাম কৌশিক রাজ। 29 বছর বয়সি কৌশিক 1.35 লক্ষ টাকা দামের আইফোন কিনেছে ৷ এর সঙ্গে অ্যাপেলের রিস্ট ওয়াচও কিনেছে, যার মূল্য 50 হাজার টাকা ৷ বিলাসিতার এখানেই শেষ নয় ৷ ভুয়ো টিকিট বিক্রির অর্থ দিয়ে বেঙ্গালুরু, গোয়া ও মুম্বই ঘুরেছে ৷ দামি ক্লাব, রেস্তোরাঁ গিয়ে বিপুল খরচ করেছে ৷ বি-টেক পড়তে গিয়ে পড়া অসমাপ্তই থেকে গিয়েছে কৌশিকের ৷

পুলিশ জানিয়েছে, রাজ প্রথমে কনসার্টের আসল টিকিটের প্রতিলিপি বের করত । তারপর আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সেগুলি খানিক বদলে ভুয়ো টিকিট বানিয়ে বিক্রি করত ৷ বিহারের মুজফফরনগরের বাসিন্দা কৌশিক আপাতত দিল্লির উত্তম নগরে থাকছিল ৷ বি-টেক পড়া শুরু করলেও দ্বিতীয় বর্ষের পর লেখাপড়া ছেড়ে দেয় সে ৷ একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিতে অস্থায়ী কর্মী হিসেবে কাজ করছিল ৷

আগামী 26 অক্টোবর জওহরলাল নেহরু স্টেডিয়ামে দিলজিৎ দোসাঞ্জির কনসার্ট হওয়ার কথা ৷ দিল্লির ডিসিপি (দক্ষিণ) অঙ্কিত চৌহান জানান, নয়াদিল্লির নেবসরাই এলাকার এক বাসিন্দা অভিযোগ করেন, রাজ তাঁকে দিলজিৎ দোসাঞ্জের ওই কনসার্টের 69টি টিকিট বিক্রি করেছিল ৷ সবক'টাই ভুয়ো ৷

পুলিশ আধিকারিক বলেন, "অভিযোগ পেতেই এফআইআর দায়ের করে তদন্ত শুরু করি আমরা ৷ অভিযোগকারী আমাদের জানান, তিনি দিলজিৎ দোসাঞ্জের কনসার্টের টিকিটের খোঁজ করছিলেন ৷ আর তখনই তাঁর এক বন্ধু কৌশিক রাজের ফোন নম্বর দেন ৷ ওই বন্ধু চণ্ডীগড়ের বাসিন্দা ৷ এর পর অভিযোগকারী রাজের সঙ্গে যোগাযোগ করেন ৷ প্রথমে ই-মেইল মারফত পাঁচটি টিকিট বিক্রি করেছিল কৌশিক ৷ এরপর অভিযোগকারী ব্যক্তি তাঁর পরিবার ও বন্ধুদের জন্য আরও টিকিট কেনেন ৷ 11 সেপ্টেম্বর পর্যন্ত ধাপে ধাপে মোট 69টি টিকিট কিনেছিলেন ৷ সব মিলিয়ে 4.76 লক্ষ টাকা দিয়েছিলেন কৌশিক রাজকে ৷" ওই টিকিটগুলির গায়ে হেল্পলাইন নম্বরে ফোন করে জানা যায় যে টিকিটগুলি ভুয়ো ৷ এরপর তিনি পুলিশের সঙ্গে যোগাযোগ করেন ৷

ডিসিপি জানান, তদন্ত করতে গিয়ে পুলিশ জানতে পারে যে রাজ দিল্লিতে একজনকে, চণ্ডীগড় ও পশ্চিমবঙ্গের দু'জনকে এভাবেই প্রতারিত করেছে ৷ টাকা পেয়ে সে নিজের ফোন বন্ধ করে দিল্লি থেকে চম্পট দেয় ৷ এরপর সে বেঙ্গালুরু, গোয়া এবং মুম্বইতে গিয়ে বিভিন্ন হোটেলে থেকেছে ৷ ক্লাবে গিয়ে টাকা খরচ করেছে ৷ এর সঙ্গে অ্যাপল কোম্পানির ঘড়ি ও আইফোন কিনেছে ৷

কীভাবে ধরা পড়ল রাজ কৌশিক ?

ডিসিপি চৌহান আরও বলেন, "অভিযুক্তের ব্যাঙ্ক অ্য়াকাউন্টের লেনদেন খতিয়ে দেখা হয়েছে ৷ লোককে ঠকিয়ে যে টাকা পেয়েছিল রাজ কৌশিক, তা তার অ্যাকাউন্টেই ছিল ৷ ব্যাঙ্কের স্টেটমেন্ট দেখে জানা যায়, 16টি লেনদেনের মাধ্যমে 4.61 লক্ষ টাকা অভিযুক্তের অ্যাকাউন্টে জমা হয়েছে ৷ পরে সেই টাকা দিয়েই সে যাবতীয় খরচখরচা করেছে ৷"

প্রথম দিকে রাজ বেঙ্গালুরুতেই ছিল ৷ একটি দল তাকে ধরতে রওনা দেয় ৷ পরে অবশ্য রাজকে দিল্লির নিজামউদ্দিন রেল স্টেশন থেকে গ্রেফতার করা হয় বলে জানান পুলিশের উচ্চাধিকারিক ৷ ডিসিপি বলেন, "রাজ তার অপরাধের কথা স্বীকার করে ৷ তার কাছ থেকে একটি ফোন পাওয়া যায়, যেটি সে জালিয়াতির কাজে ব্যবহার করেছিল ৷ আরও পাওয়া যায়- একটি আইফোন, যার মূল্য 1.35 লক্ষ টাকা ৷ একটি অ্যাপলের ঘড়ি, যার মূল্য 50 হাজার টাকা ৷ ভুয়ো টিকিট বিক্রি করে সে যে টাকা রোজগার করেছিল, সেই সব টাকা দিয়েই এগুলো কিনেছিল রাজ কৌশিক ৷ এছাড়া 5টি ডেবিট কার্ডও পাওয়া গিয়েছে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.