ETV Bharat / bharat

গেরুয়া বসনে বিবেকানন্দ রকে ধ্য়ানে মগ্ন মোদি, উপবাসে 45 ঘণ্টা - PM Modi meditates - PM MODI MEDITATES

PM Modi Meditation: বিবেকানন্দ রকে ধ্য়ানে বসেছেন প্রধানমন্ত্রী ৷ 45 ঘণ্টা এখানেই ধ্যান করবেন মোদি ৷ এই সময়ে খাবেনও না কিছু এমনটাই জানা গিয়েছে ৷

PM Modi Meditation
ধ্য়ানরত অবস্থায় ছবি প্রকাশ প্রধানমন্ত্রীর (ছবি-এএনআই এক্স)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 31, 2024, 10:13 AM IST

Updated : May 31, 2024, 11:10 AM IST

কন্যাকুমারী, 31 মে: ধ্যানে বসা প্রধানমন্ত্রীর ছবি প্রকাশ ৷ 'ওম' এবং বিবেকানন্দের মূর্তির সামনে বসে ধ্যান করতে দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ৷ দেশে শেষ দফার প্রচারের সময়সীমা পার হওয়ার পর মোদির ধ্যানরত ছবি ও ভিডিয়ো প্রকাশ্যে এসেছে ৷

বিবেকানন্দ রকে ধ্য়ানে বসেছেন প্রধানমন্ত্রী (সংবাদ সংস্থা এএনআই)

বিবেকানন্দ রক মেমোরিয়ালে ধ্যান বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ যেখানে স্বামী বিবেকানন্দ ধ্যান করেছিলেন সেখানেই ধ্যানে বসেছেন মোদি। 1 জুন পর্যন্ত এখানেই ধ্যান করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ প্রধানমন্ত্রী মোদি বৃহস্পতিবার সন্ধ্যায় কন্যাকুমারীতে পৌঁছন প্রধানমন্ত্রী মোদি ৷ সেখানে দেবী পার্বতীর মন্দিরে পুজো দেওয়ার পর বিবেকানন্দ রক মেমোরিয়ালে যান প্রধানমন্ত্রী ৷ সেখানেই 45 ঘণ্টা দীর্ঘ ধ্যান শুরু করেন। জানা গিয়েছে, টানা 45 ঘণ্টা ধ্যানরত অবস্থায় কিছু খাবেনও না প্রধানমন্ত্রী ৷

ওইদিন, সাদা ধুতি এবং সাদা চাদর পরে প্রধানমন্ত্রী মোদি কন্য়াকুমারী মন্দিরে পুজো দেওয়ার পর প্রার্থনাও করেন ৷ গর্ভগৃহ প্রদক্ষিণ করে আরতিতেও অংশ নিয়েছিলেন প্রধানমন্ত্রী। পুরোহিতরা একটি বিশেষ 'আর্থী' পরিবেশন করার পর তাঁকে মন্দিরের প্রসাদ ও উত্তরীয় দেওয়া হয় ৷ এর মধ্যে শাল এবং মন্দিরের প্রধান দেবতার একটি ফ্রেমযুক্ত ছবিও মোদিকে উপহার হিসাবে দেন পুরোহিতরা ৷

2019 লোকসভা ভোটের পর কেদারনাথের গুহায় ধ্যানে বসেছিলেন প্রধানমন্ত্রী ৷ এরপর এবছর ভোটের পরও মোদি যে ধ্য়ানে বসবেন তা আগেই জানা গিয়েছিল বিজেপি সূত্রে ৷ সেই মতো 30 তারিখ শেষ দিনের ভোটের প্রচার সেরে কল্য়াকুমারীর উদ্দেশে রওনা হন মোদি ৷ সেখানে প্রথমে দেবী কন্যাকুমারীর মন্দিরে পুজো দেওয়ার পরই বিবেকানন্দ রকে স্বামী বিবেকানন্দ স্মারক মন্দিরে পৌঁছে যান প্রধানমন্ত্রী ৷ সেখানে বিকালে মন্দির পরিদর্শনের পর বিবেকানন্দ মূর্তিতে পুজো দেন তিনি ৷ এরপর এদিন সকালে ধ্যানে বসেন প্রধানমন্ত্রী ৷

বিজেপির তরফে জারি করা ভিডিয়োতে দেখা গিয়েছে, সম্পূর্ণ গেরুয়া বস্ত্র পরে ধ্য়ানে বসেছেন মোদি ৷ তাঁর হাতে রয়েছে রুদ্রাক্ষের মালা ৷ যদিও ধ্য়ানরত অবস্থায় ভোটের আগে মোদির ছবি যাতে প্রকাশ না-পায় তার জন্য নির্বাচন কমিশনে আর্জি জানিয়েছিল বিরোধী দলগুলি ৷ এমনকী কোনও চ্য়ানেলেও যেন তাঁর ছবি না-দেখানো হয় তাও কমিশনে জানিয়েছিল বিরোধীরা ৷ তাই নির্বাচনী প্রচারের সময় শেষ হওয়ার পর মোদির ধ্যানরত ছবি সামনে আসে ৷ (এএনআই)

কন্যাকুমারী, 31 মে: ধ্যানে বসা প্রধানমন্ত্রীর ছবি প্রকাশ ৷ 'ওম' এবং বিবেকানন্দের মূর্তির সামনে বসে ধ্যান করতে দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ৷ দেশে শেষ দফার প্রচারের সময়সীমা পার হওয়ার পর মোদির ধ্যানরত ছবি ও ভিডিয়ো প্রকাশ্যে এসেছে ৷

বিবেকানন্দ রকে ধ্য়ানে বসেছেন প্রধানমন্ত্রী (সংবাদ সংস্থা এএনআই)

বিবেকানন্দ রক মেমোরিয়ালে ধ্যান বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ যেখানে স্বামী বিবেকানন্দ ধ্যান করেছিলেন সেখানেই ধ্যানে বসেছেন মোদি। 1 জুন পর্যন্ত এখানেই ধ্যান করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ প্রধানমন্ত্রী মোদি বৃহস্পতিবার সন্ধ্যায় কন্যাকুমারীতে পৌঁছন প্রধানমন্ত্রী মোদি ৷ সেখানে দেবী পার্বতীর মন্দিরে পুজো দেওয়ার পর বিবেকানন্দ রক মেমোরিয়ালে যান প্রধানমন্ত্রী ৷ সেখানেই 45 ঘণ্টা দীর্ঘ ধ্যান শুরু করেন। জানা গিয়েছে, টানা 45 ঘণ্টা ধ্যানরত অবস্থায় কিছু খাবেনও না প্রধানমন্ত্রী ৷

ওইদিন, সাদা ধুতি এবং সাদা চাদর পরে প্রধানমন্ত্রী মোদি কন্য়াকুমারী মন্দিরে পুজো দেওয়ার পর প্রার্থনাও করেন ৷ গর্ভগৃহ প্রদক্ষিণ করে আরতিতেও অংশ নিয়েছিলেন প্রধানমন্ত্রী। পুরোহিতরা একটি বিশেষ 'আর্থী' পরিবেশন করার পর তাঁকে মন্দিরের প্রসাদ ও উত্তরীয় দেওয়া হয় ৷ এর মধ্যে শাল এবং মন্দিরের প্রধান দেবতার একটি ফ্রেমযুক্ত ছবিও মোদিকে উপহার হিসাবে দেন পুরোহিতরা ৷

2019 লোকসভা ভোটের পর কেদারনাথের গুহায় ধ্যানে বসেছিলেন প্রধানমন্ত্রী ৷ এরপর এবছর ভোটের পরও মোদি যে ধ্য়ানে বসবেন তা আগেই জানা গিয়েছিল বিজেপি সূত্রে ৷ সেই মতো 30 তারিখ শেষ দিনের ভোটের প্রচার সেরে কল্য়াকুমারীর উদ্দেশে রওনা হন মোদি ৷ সেখানে প্রথমে দেবী কন্যাকুমারীর মন্দিরে পুজো দেওয়ার পরই বিবেকানন্দ রকে স্বামী বিবেকানন্দ স্মারক মন্দিরে পৌঁছে যান প্রধানমন্ত্রী ৷ সেখানে বিকালে মন্দির পরিদর্শনের পর বিবেকানন্দ মূর্তিতে পুজো দেন তিনি ৷ এরপর এদিন সকালে ধ্যানে বসেন প্রধানমন্ত্রী ৷

বিজেপির তরফে জারি করা ভিডিয়োতে দেখা গিয়েছে, সম্পূর্ণ গেরুয়া বস্ত্র পরে ধ্য়ানে বসেছেন মোদি ৷ তাঁর হাতে রয়েছে রুদ্রাক্ষের মালা ৷ যদিও ধ্য়ানরত অবস্থায় ভোটের আগে মোদির ছবি যাতে প্রকাশ না-পায় তার জন্য নির্বাচন কমিশনে আর্জি জানিয়েছিল বিরোধী দলগুলি ৷ এমনকী কোনও চ্য়ানেলেও যেন তাঁর ছবি না-দেখানো হয় তাও কমিশনে জানিয়েছিল বিরোধীরা ৷ তাই নির্বাচনী প্রচারের সময় শেষ হওয়ার পর মোদির ধ্যানরত ছবি সামনে আসে ৷ (এএনআই)

Last Updated : May 31, 2024, 11:10 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.