ETV Bharat / bharat

'ভারত এক ইঞ্চি জমিও ছাড়বে না', কচ্ছে সেনাবাহিনীর সঙ্গে দীপাবলি উদযাপন প্রধানমন্ত্রীর - PM MODI DIWALI CELEBRATION

2014 সালে প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে প্রতি বছর দীপাবলির সেনাদের সঙ্গেই কাটান নরেন্দ্র মোদি ৷ এবছর গেলেন গুজরাতের কচ্ছ উপকূলে ৷

PM Modi with BSF Jawans
গুজরাতের কচ্ছ উপকূলে সেনাদের সঙ্গে প্রধানমন্ত্রী মোদি (ছবি সৌজন্য: এএনআই)
author img

By ANI

Published : Oct 31, 2024, 5:30 PM IST

কচ্ছ (গুজরাত), 31 অক্টোবর: প্রতি বছরের মতো এবারের দীপাবলিও সেনা জওয়ানদের সঙ্গেই উদযাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বৃহস্পতিবার তিনি বিএসএফ-এর লঞ্চে গুজরাতের কচ্ছ উপকূলের স্যর ক্রিক এলাকার লক্কি নালায় পৌঁছন ৷ সেখানে গিয়ে বিএসএফ জওয়ানদের মিষ্টিমুখ করান ৷ পাশাপাশি সেনা, বায়ুসেনা, নৌবাহিনীর আধিকারিকদেরও শুভেচ্ছা জানান ৷

এদিন তিনি বলেন, "জওয়ানদের সঙ্গে দীপাবলির উৎসব উদযাপন করতে পারাটা সবচেয়ে আনন্দের ৷ আমি আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ৷" প্রধানমন্ত্রী তিন বাহিনীর উদ্দেশ্যে বলেন, "আমরা একটি সেনা, একটি বায়ুসেনা এবং একটি নৌবাহিনীকে দেখতে পাচ্ছি ৷ কিন্তু তারা একসঙ্গে কাজ করে ৷ আমাদের কাছে তাদের অস্বস্তিও একটাই ৷"

গুজরাতের কচ্ছ উপকূলে সেনাদের সঙ্গে প্রধানমন্ত্রী মোদি (ইটিভি ভারত)

প্রধানমন্ত্রী আরও বলেন, "ভারত সীমান্তের এক ইঞ্চি জায়গা নিয়েও আপস করবে না ৷ দেশ রক্ষায় মানুষ সামরিক শক্তির উপর ভরসা করে ৷ শত্রুদের কথায় নয়, আমাদের সেনা জওয়ানদের দৃঢ়তায় আস্থা রাখি ৷ ভারতবাসী আপনাদের জন্য সুরক্ষিত বোধ করে ৷ যখন বিশ্ব আপনাদের দিকে তাকায়, তখন তারা ভারতের শক্তি সম্পর্কে বুঝতে পারে ৷ আর যখন শত্রুরা আপনাদের দেখে তখন তারা তাদের ষড়যন্ত্রের শেষটা দেখতে পায় ৷"

31 অক্টোবর দেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভাই প্যাটেলের জন্মজয়ন্তী ৷ এদিনটি জাতীয় ঐক্য দিবস পালন করা হয় ৷ গুজরাতের কেভাড়িয়ায় সর্দার বল্লভভাই প্যাটেলের বিশালাকায় মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, "ভারত রত্ন সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মজয়ন্তীতে তাঁকে স্যালুট জানাই ৷ তিনি দেশের ঐক্য এবং অখণ্ডতাকে রক্ষা করেছেন ৷ এই বিষয়টাই তাঁর জীবনে অগ্রাধিকার পেয়েছে ৷ তাঁর ব্যক্তিত্ব এবং কাজ দেশের প্রতিটি প্রজন্মকে উৎসাহ জোগাবে ৷"

কচ্ছ (গুজরাত), 31 অক্টোবর: প্রতি বছরের মতো এবারের দীপাবলিও সেনা জওয়ানদের সঙ্গেই উদযাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বৃহস্পতিবার তিনি বিএসএফ-এর লঞ্চে গুজরাতের কচ্ছ উপকূলের স্যর ক্রিক এলাকার লক্কি নালায় পৌঁছন ৷ সেখানে গিয়ে বিএসএফ জওয়ানদের মিষ্টিমুখ করান ৷ পাশাপাশি সেনা, বায়ুসেনা, নৌবাহিনীর আধিকারিকদেরও শুভেচ্ছা জানান ৷

এদিন তিনি বলেন, "জওয়ানদের সঙ্গে দীপাবলির উৎসব উদযাপন করতে পারাটা সবচেয়ে আনন্দের ৷ আমি আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ৷" প্রধানমন্ত্রী তিন বাহিনীর উদ্দেশ্যে বলেন, "আমরা একটি সেনা, একটি বায়ুসেনা এবং একটি নৌবাহিনীকে দেখতে পাচ্ছি ৷ কিন্তু তারা একসঙ্গে কাজ করে ৷ আমাদের কাছে তাদের অস্বস্তিও একটাই ৷"

গুজরাতের কচ্ছ উপকূলে সেনাদের সঙ্গে প্রধানমন্ত্রী মোদি (ইটিভি ভারত)

প্রধানমন্ত্রী আরও বলেন, "ভারত সীমান্তের এক ইঞ্চি জায়গা নিয়েও আপস করবে না ৷ দেশ রক্ষায় মানুষ সামরিক শক্তির উপর ভরসা করে ৷ শত্রুদের কথায় নয়, আমাদের সেনা জওয়ানদের দৃঢ়তায় আস্থা রাখি ৷ ভারতবাসী আপনাদের জন্য সুরক্ষিত বোধ করে ৷ যখন বিশ্ব আপনাদের দিকে তাকায়, তখন তারা ভারতের শক্তি সম্পর্কে বুঝতে পারে ৷ আর যখন শত্রুরা আপনাদের দেখে তখন তারা তাদের ষড়যন্ত্রের শেষটা দেখতে পায় ৷"

31 অক্টোবর দেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভাই প্যাটেলের জন্মজয়ন্তী ৷ এদিনটি জাতীয় ঐক্য দিবস পালন করা হয় ৷ গুজরাতের কেভাড়িয়ায় সর্দার বল্লভভাই প্যাটেলের বিশালাকায় মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, "ভারত রত্ন সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মজয়ন্তীতে তাঁকে স্যালুট জানাই ৷ তিনি দেশের ঐক্য এবং অখণ্ডতাকে রক্ষা করেছেন ৷ এই বিষয়টাই তাঁর জীবনে অগ্রাধিকার পেয়েছে ৷ তাঁর ব্যক্তিত্ব এবং কাজ দেশের প্রতিটি প্রজন্মকে উৎসাহ জোগাবে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.