ETV Bharat / bharat

'কংগ্রেস জমানায় হনুমান চালিসা শোনাটাও অপরাধ ছিল', ফের আক্রমণ মোদির - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

PM Narendra Modi Slams Congress: ফের রাজস্থানে প্রচার ৷ আবারও কংগ্রেসকে কড়া আক্রমণ ৷ তবে এবার কিছুটা সামলে প্রধানমন্ত্রী বলেন, ‘‘কংগ্রেস বাছাই করা কিছু মানুষের মধ্যে সম্পদ বিলিয়ে দিতে চায় ৷ আর কংগ্রেসের শাসনকালে হনুমান চালিসা শোনাটাও অপরাধ হিসেবেই গণ্য হত ৷’’

Lok Sabha Election 2024
রাজস্থানের টংকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 23, 2024, 2:34 PM IST

জয়পুর, 23 এপ্রিল: "কংগ্রেস জমানায় হনুমান চালিসা শোনাটাও অপরাধ", বিরোধী দলকে আরও কড়া আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ মঙ্গলবার হনুমান জয়ন্তীতে তিনি রাজস্থানের টংক কেন্দ্রে প্রচারে যান ৷ সেখান থেকে ফের কংগ্রেসকে বিঁধলেন মোদি ৷

এর আগে রবিবার রাজস্থানের বাঁসওয়াড়ায় তিনি কংগ্রেসের ইস্তেহারকে নিশানা করে বলেছিলেন, "দেশে যাদের সন্তানের সংখ্যা বেশি এবং যারা অনুপ্রবেশকারী, কংগ্রেস তাদের সম্পত্তি বিলিয়ে দেবে ৷" এ নিয়ে ইতিমধ্যে বিতর্ক তৈরি হয়েছে ৷ বিরোধী 'ইন্ডিয়া' শিবির প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে আদর্শ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ জানিয়েছে ৷

সোমবারও প্রধানমন্ত্রী একইভাবে দেশের সম্পদ বিলিয়ে দেওয়া নিয়ে কংগ্রেসকে আক্রমণ করেন ৷ এরপর মঙ্গলবারও প্রধানমন্ত্রী প্রচার মঞ্চ থেকে কোনও সম্প্রদায়ের নাম উল্লেখ না করেই বলেন, "আমি দেশবাসীর সামনে একটা সত্য তুলে ধরেছি ৷ আপনাদের সম্পত্তি কেড়ে নিতে চাইছে কংগ্রেস ৷ আর তাই তারা একটা গভীর ষড়যন্ত্র করছে ৷ কংগ্রেস এই সম্পদ আপনাদের কাছ থেকে ছিনিয়ে কিছু 'বাছাই' করা মানুষের মধ্যে বিলিয়ে দেবে ৷"

তিনি আরও বলেন, "দু-তিন দিন আগে আমি কংগ্রেসের ভোটব্য়াঙ্কের তোষণমূলক রাজনীতির পর্দা ফাঁস করে দিয়েছি ৷ এতেই কংগ্রেস ও তাদের 'ইন্ডিয়া' জোট প্রচণ্ড রেগে গিয়েছে ৷ এতটাই রেগে গিয়েছে যে তারা এখন মোদিকে সর্বত্র অপমান করছে ৷" প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দাবি, এই সত্যে ফাঁস হওয়ায় কংগ্রেস ভয় পেয়ে গিয়েছে ৷ তার রাজনৈতিক কৌশল লুকোতে চাইছে ৷

কংগ্রেস ইস্তেহার টেনে মোদি বলেন, "তাদের ইস্তাহারেই লেখা আছে যে, তারা সম্পত্তির সমীক্ষা চালাবে ৷ তাদের নেতাই বক্তৃতায় বলেছে, সম্পত্তির এক্স-রে করা হবে ৷ কিন্তু মোদি যখন সেই কথা ফাঁস করে দিচ্ছে, তখন আপনাদের গোপন অ্যাজেন্ডা বেরিয়ে পড়েছে ৷ আর আপনারা এখন থরথর করে কাঁপছেন ৷" তিনি কংগ্রেসের বিরুদ্ধে আরও অভিযোগ করেন যে, কংগ্রেস জমানায় মানুষ নিজের ধর্ম, বিশ্বাস নিয়ে চলতে পারেনি ৷ প্রধানমন্ত্রী বলেন, "এমনকী কংগ্রেস শাসনকালে হনুমান চালিশা শোনাটাও অপরাধ ছিল ৷"

আরও পড়ুন:

  1. হিন্দুদের বিশ্বাস-আস্থাকে অপমান করছে কংগ্রেস ও 'ইন্ডিয়া' জোট, অভিযোগ মোদির
  2. প্রধানমন্ত্রীর 'ঘুস কর মারেঙ্গে' মন্তব্যে ঝড়, ভারত-পাকিস্তানকে কূটনৈতিক পথে সমাধানের আর্জি আমেরিকার

জয়পুর, 23 এপ্রিল: "কংগ্রেস জমানায় হনুমান চালিসা শোনাটাও অপরাধ", বিরোধী দলকে আরও কড়া আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ মঙ্গলবার হনুমান জয়ন্তীতে তিনি রাজস্থানের টংক কেন্দ্রে প্রচারে যান ৷ সেখান থেকে ফের কংগ্রেসকে বিঁধলেন মোদি ৷

এর আগে রবিবার রাজস্থানের বাঁসওয়াড়ায় তিনি কংগ্রেসের ইস্তেহারকে নিশানা করে বলেছিলেন, "দেশে যাদের সন্তানের সংখ্যা বেশি এবং যারা অনুপ্রবেশকারী, কংগ্রেস তাদের সম্পত্তি বিলিয়ে দেবে ৷" এ নিয়ে ইতিমধ্যে বিতর্ক তৈরি হয়েছে ৷ বিরোধী 'ইন্ডিয়া' শিবির প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে আদর্শ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ জানিয়েছে ৷

সোমবারও প্রধানমন্ত্রী একইভাবে দেশের সম্পদ বিলিয়ে দেওয়া নিয়ে কংগ্রেসকে আক্রমণ করেন ৷ এরপর মঙ্গলবারও প্রধানমন্ত্রী প্রচার মঞ্চ থেকে কোনও সম্প্রদায়ের নাম উল্লেখ না করেই বলেন, "আমি দেশবাসীর সামনে একটা সত্য তুলে ধরেছি ৷ আপনাদের সম্পত্তি কেড়ে নিতে চাইছে কংগ্রেস ৷ আর তাই তারা একটা গভীর ষড়যন্ত্র করছে ৷ কংগ্রেস এই সম্পদ আপনাদের কাছ থেকে ছিনিয়ে কিছু 'বাছাই' করা মানুষের মধ্যে বিলিয়ে দেবে ৷"

তিনি আরও বলেন, "দু-তিন দিন আগে আমি কংগ্রেসের ভোটব্য়াঙ্কের তোষণমূলক রাজনীতির পর্দা ফাঁস করে দিয়েছি ৷ এতেই কংগ্রেস ও তাদের 'ইন্ডিয়া' জোট প্রচণ্ড রেগে গিয়েছে ৷ এতটাই রেগে গিয়েছে যে তারা এখন মোদিকে সর্বত্র অপমান করছে ৷" প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দাবি, এই সত্যে ফাঁস হওয়ায় কংগ্রেস ভয় পেয়ে গিয়েছে ৷ তার রাজনৈতিক কৌশল লুকোতে চাইছে ৷

কংগ্রেস ইস্তেহার টেনে মোদি বলেন, "তাদের ইস্তাহারেই লেখা আছে যে, তারা সম্পত্তির সমীক্ষা চালাবে ৷ তাদের নেতাই বক্তৃতায় বলেছে, সম্পত্তির এক্স-রে করা হবে ৷ কিন্তু মোদি যখন সেই কথা ফাঁস করে দিচ্ছে, তখন আপনাদের গোপন অ্যাজেন্ডা বেরিয়ে পড়েছে ৷ আর আপনারা এখন থরথর করে কাঁপছেন ৷" তিনি কংগ্রেসের বিরুদ্ধে আরও অভিযোগ করেন যে, কংগ্রেস জমানায় মানুষ নিজের ধর্ম, বিশ্বাস নিয়ে চলতে পারেনি ৷ প্রধানমন্ত্রী বলেন, "এমনকী কংগ্রেস শাসনকালে হনুমান চালিশা শোনাটাও অপরাধ ছিল ৷"

আরও পড়ুন:

  1. হিন্দুদের বিশ্বাস-আস্থাকে অপমান করছে কংগ্রেস ও 'ইন্ডিয়া' জোট, অভিযোগ মোদির
  2. প্রধানমন্ত্রীর 'ঘুস কর মারেঙ্গে' মন্তব্যে ঝড়, ভারত-পাকিস্তানকে কূটনৈতিক পথে সমাধানের আর্জি আমেরিকার
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.