ETV Bharat / bharat

জম্মুতে পাক সেনার যুদ্ধবিরতি লঙ্ঘন, আহত এক বিএসএফ জওয়ান - PAKISTAN VIOLATES CEASEFIRE

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 11, 2024, 12:07 PM IST

BSF Trooper Injured as Pakistan Violates Ceasefire: বুধবার ভোরে পাকিস্তানি সেনা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে আখনুর সেক্টরে ৷ ভারতীয় চৌকিতে গুলি চালায় পাক সেনারা ৷ এতে একজন বিএসএফ জওয়ান আহত হয়েছেন ৷ বিএসএফ পাল্টা গুলি চালায় ৷ জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচনের ঠিক আগে সীমান্তে এ ধরনের ঘটনায় প্রায় ঘটে চলছে ৷

BSF Trooper Injured as Pakistan Violates Ceasefire
প্রতীকী ছবি (এএনআই)

জম্মু, 11 সেপ্টেম্বর: বুধবার ভোরে সীমান্তে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন পাক সেনার ৷ পাকিস্তানি সৈন্যরা ভারতীয় পোস্টে বিনা প্ররোচনায় গুলি চালালে একজন বিএসএফ জওয়ান আহত হন ৷ বিএসএফও পাল্টা গুলি চালায় ৷

বিএসএফ-এর এক মুখপাত্র জানিয়েছেন, “আনুমানিক রাত 2.35 নাগাদ সীমান্তের ওপার থেকে আখনুর এলাকায় বিনা উস্কানিতে গুলি চালানোর একটি ঘটনা ঘটে ৷ বিএসএফ-এর তরফেও পাল্টা গুলি চালানো হয় ৷ এই ঘটনায় পাকিস্তানি সেনার গুলিতে এক বিএসএফ জওয়ান আহত হয়েছেন৷ তবে, পাক সেনার কেউ আহত হয়েছে কি না, এখনও জানা যায়নি ৷” তিনি আরও জানান, ভারতীয় সেনারা সতর্ক রয়েছেন ৷ আন্তর্জাতিক সীমান্ত ও নিয়ন্ত্রণ রেখা বরাবর কঠোর নজরদারি চালানো হচ্ছে ।

25 ফেব্রুয়ারি, 2021 ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতি চুক্তি পুনর্নবীকরণ করার পর থেকে দু'দেশের মধ্যে যুদ্ধবিরতি লঙ্ঘন খুবই বিরল । গত বছর, রামগড় সেক্টরে পাকিস্তান রেঞ্জার্সের গুলিতে একজন বিএসএফ জওয়ান নিহত হয়েছিল ৷ গত তিন বছরে পাক সেনার গুলিতে প্রথম কোনও ভারতীয় জওয়ানের প্রথম প্রাণহানির ঘটনা ঘটে ।

সর্বশেষ যুদ্ধবিরতি লঙ্ঘন হয় গত মাসে জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণার পর ৷ আগে 18 সেপ্টেম্বর জম্মু ও কাশ্মীরে প্রথম দফার বিধানসভা নির্বাচন৷ নির্ধারিত তিন দফার বিধানসভা নির্বাচনের প্রথম ধাপের কয়েকদিন আগে ফের পাক সেনার তরফে যুদ্ধবিরতি লঙ্ঘন করা হল । জম্মু ও কাশ্মীরে দ্বিতীয় দফার নির্বাচন 25 সেপ্টেম্বর ৷ তৃতীয় তথা শেষ দফার নির্বাচন 1 অক্টোবর ৷

জম্মু, 11 সেপ্টেম্বর: বুধবার ভোরে সীমান্তে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন পাক সেনার ৷ পাকিস্তানি সৈন্যরা ভারতীয় পোস্টে বিনা প্ররোচনায় গুলি চালালে একজন বিএসএফ জওয়ান আহত হন ৷ বিএসএফও পাল্টা গুলি চালায় ৷

বিএসএফ-এর এক মুখপাত্র জানিয়েছেন, “আনুমানিক রাত 2.35 নাগাদ সীমান্তের ওপার থেকে আখনুর এলাকায় বিনা উস্কানিতে গুলি চালানোর একটি ঘটনা ঘটে ৷ বিএসএফ-এর তরফেও পাল্টা গুলি চালানো হয় ৷ এই ঘটনায় পাকিস্তানি সেনার গুলিতে এক বিএসএফ জওয়ান আহত হয়েছেন৷ তবে, পাক সেনার কেউ আহত হয়েছে কি না, এখনও জানা যায়নি ৷” তিনি আরও জানান, ভারতীয় সেনারা সতর্ক রয়েছেন ৷ আন্তর্জাতিক সীমান্ত ও নিয়ন্ত্রণ রেখা বরাবর কঠোর নজরদারি চালানো হচ্ছে ।

25 ফেব্রুয়ারি, 2021 ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতি চুক্তি পুনর্নবীকরণ করার পর থেকে দু'দেশের মধ্যে যুদ্ধবিরতি লঙ্ঘন খুবই বিরল । গত বছর, রামগড় সেক্টরে পাকিস্তান রেঞ্জার্সের গুলিতে একজন বিএসএফ জওয়ান নিহত হয়েছিল ৷ গত তিন বছরে পাক সেনার গুলিতে প্রথম কোনও ভারতীয় জওয়ানের প্রথম প্রাণহানির ঘটনা ঘটে ।

সর্বশেষ যুদ্ধবিরতি লঙ্ঘন হয় গত মাসে জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণার পর ৷ আগে 18 সেপ্টেম্বর জম্মু ও কাশ্মীরে প্রথম দফার বিধানসভা নির্বাচন৷ নির্ধারিত তিন দফার বিধানসভা নির্বাচনের প্রথম ধাপের কয়েকদিন আগে ফের পাক সেনার তরফে যুদ্ধবিরতি লঙ্ঘন করা হল । জম্মু ও কাশ্মীরে দ্বিতীয় দফার নির্বাচন 25 সেপ্টেম্বর ৷ তৃতীয় তথা শেষ দফার নির্বাচন 1 অক্টোবর ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.