ETV Bharat / bharat

দিল্লির গাড়ির শোরুমে গুলি! ঘটনায় কলকাতা থেকে গ্রেফতার 1 - Shootout In Delhi

Shootout In Delhi: দিল্লিতে গাড়ির শো-রুমে গুলি চালানোর ঘটনায় বাংলা-যোগ ৷ পশ্চিমবঙ্গ পুলিশ ও দিল্লি পুলিশের যৌথ অভিযানে কলকাতা থেকে গ্রেফতার ঘটনার অন্যতম অভিযুক্ত ৷

Delhi Arrest
কলকাতা থেকে গ্রেফতার 1 (প্রতীকী ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 13, 2024, 2:52 PM IST

নয়াদিল্লি, 13 মে: দিল্লিতে গাড়ির শো-রুমে গুলি চালানোর ঘটনায় বঙ্গ-যোগ ৷ পশ্চিমবঙ্গ পুলিশ ও দিল্লি পুলিশের যৌথ অভিযানে কলকাতা থেকে গ্রেফতার করা হল ঘটনার অন্যতম অভিযুক্তকে ৷ গ্রেফতারের পর তাঁকে দিল্লিতে নিয়ে যাওয়া হচ্ছে বলে খবর ৷

পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম মোহিত রিধাউ, বয়স 28 বছর ৷ জানা গিয়েছে, অভিযুক্ত মোহিত হরিয়ানার সোনিপতের বাসিন্দা ৷ দিল্লিতে একাধিক ফৌজদারি মামলায় তার নাম রয়েছে ৷

জানা গিয়েছে, ঘটনার দিন অন্য আর একজন শ্যুটারের সঙ্গে মোটরবাইকে মোহিতও যায় পশ্চিম দিল্লির সেকেন্ড হ্যান্ড বিলাসবহুল গাড়ির শোরুমে ৷ তবে সে-ই গুলি চালিয়েছিল কী না, তা এখনও জানা যায়নি ৷ উল্লেখ্য, এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে আরও একজনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ ৷ পুলিশ সূত্রে খবর, কেতন নামে ঘটনার দ্বিতীয় অভিযুক্ত ব্যক্তি তাঁর মোটরসাইকেলে করে আততায়ীদের ঘটনাস্থলে নিয়ে যায় ৷

গত 6 মে, তিলক নগরে ফিউশন কার শোরুমে গুলি চালায় দুই বন্দুকধারী । দরজা ও জানালায় গুলি লেগে কাঁচের টুকরো ছিটকে গায়ে লেগে 7 জন আহত হন। বন্দুকধারীরা তিন গ্যাংস্টার হিমাংশু ভাউ, নীরজ ফরিদকোট এবং নবীন বালির নাম লেখা একটি হাতে লেখা নোট ঘটনাস্থলে রেখে যায় । ঘটনাচক্রে এর কয়েকদিন আগেই শোরুমের মালিক একটি আন্তর্জাতিক নম্বর থেকে হুমকি ফোন পান ৷ তাঁর কাছ থেকে 'প্রটেকশন মানি' হিসেবে 5 কোটি টাকা দাবি করা হয় বলে জানায় পুলিশ । ঘটনার তদন্ত এখনও চলছে বলে জানিয়েছে পুলিশ ৷

আরও পড়ুন:

নয়াদিল্লি, 13 মে: দিল্লিতে গাড়ির শো-রুমে গুলি চালানোর ঘটনায় বঙ্গ-যোগ ৷ পশ্চিমবঙ্গ পুলিশ ও দিল্লি পুলিশের যৌথ অভিযানে কলকাতা থেকে গ্রেফতার করা হল ঘটনার অন্যতম অভিযুক্তকে ৷ গ্রেফতারের পর তাঁকে দিল্লিতে নিয়ে যাওয়া হচ্ছে বলে খবর ৷

পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম মোহিত রিধাউ, বয়স 28 বছর ৷ জানা গিয়েছে, অভিযুক্ত মোহিত হরিয়ানার সোনিপতের বাসিন্দা ৷ দিল্লিতে একাধিক ফৌজদারি মামলায় তার নাম রয়েছে ৷

জানা গিয়েছে, ঘটনার দিন অন্য আর একজন শ্যুটারের সঙ্গে মোটরবাইকে মোহিতও যায় পশ্চিম দিল্লির সেকেন্ড হ্যান্ড বিলাসবহুল গাড়ির শোরুমে ৷ তবে সে-ই গুলি চালিয়েছিল কী না, তা এখনও জানা যায়নি ৷ উল্লেখ্য, এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে আরও একজনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ ৷ পুলিশ সূত্রে খবর, কেতন নামে ঘটনার দ্বিতীয় অভিযুক্ত ব্যক্তি তাঁর মোটরসাইকেলে করে আততায়ীদের ঘটনাস্থলে নিয়ে যায় ৷

গত 6 মে, তিলক নগরে ফিউশন কার শোরুমে গুলি চালায় দুই বন্দুকধারী । দরজা ও জানালায় গুলি লেগে কাঁচের টুকরো ছিটকে গায়ে লেগে 7 জন আহত হন। বন্দুকধারীরা তিন গ্যাংস্টার হিমাংশু ভাউ, নীরজ ফরিদকোট এবং নবীন বালির নাম লেখা একটি হাতে লেখা নোট ঘটনাস্থলে রেখে যায় । ঘটনাচক্রে এর কয়েকদিন আগেই শোরুমের মালিক একটি আন্তর্জাতিক নম্বর থেকে হুমকি ফোন পান ৷ তাঁর কাছ থেকে 'প্রটেকশন মানি' হিসেবে 5 কোটি টাকা দাবি করা হয় বলে জানায় পুলিশ । ঘটনার তদন্ত এখনও চলছে বলে জানিয়েছে পুলিশ ৷

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.