ETV Bharat / bharat

আদিবাসী যুবতীকে জোর করে মলমূত্র খাওয়ানোর অভিযোগ - TRIBAL WOMAN ASSAULTED ODISHA

কৃষি জমিতে ট্রাক্টর প্রবেশের বিরোধিতা করায় আদিবাসী যুবতীর উপর নির্মমভাবে অত্যাচার চালাল ট্রাক্টর চালক ৷

YOUNG TRIBAL WOMAN WAS ASSAULTED
আদিবাসী যুবতীকে মলমূত্র খাওয়ানোর অভিযোগ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 21, 2024, 1:59 PM IST

বালাঙ্গির (ওড়িশা), 21 নভেম্বর: কৃষি জমিতে ট্রাক্টর ঢুকতে দেওয়ার প্রতিবাদ করায় চরম নির্যাতনের শিকার আদিবাসী যুবতী ৷ তাঁর জমিতে আচমকাই ঢুকে আসে একটি ট্রাক্টর ৷ ফসলের ক্ষতি হওয়ার আশঙ্কায় আপত্তি করেছিলেন ওই যুবতী। তারই খেসারত দিতে হয়েছে তাঁকে ৷ অভিযোগ, ওই যুবতীর মুখে মানুষের মলমূত্র ঢেলে দেওয়া হয় ৷

ঘটনাটি গত 16 নভেম্বর বঙ্গমুন্ডা থানা এলাকার জুরাবান্ধা গ্রামে ঘটে ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, বছর কুড়ির ওই আদিবাসী যুবতী তাঁর কৃষি জমিতে ট্রাক্টর প্রবেশে বাধা দিয়েছিল ৷ এরপরই ওই ট্রাক্টর চালক তাঁর উপর নির্মমভাবে নির্যাতন চালায় ৷ অভিযুক্তরা তাঁকে মারধর করে এবং জোর করে তাঁর মুখে মানুষের মলমূত্র ঢেলে দেয় বলে অভিযোগ ৷ পরে নির্যাতিতা বঙ্গমুন্ডা থানায় নিখিত অভিযোগ দায়ের করেন ৷ নির্যাতিতার মতে, তিনি তাঁর ক্ষেতে কাজ করছিলেন ৷ সেই সময় অভয় বাগ নামে পরিচিত একজন সেখানেই একটি ট্রাক্টর নিয়ে ঢুকে পড়ে ৷ যার জেরে তাঁর ফসলের ক্ষতি হচ্ছে দেখে প্রতিবাদ করেছিলেন।

পরে যখন ওই আদিবাসী যুবতী গ্রামের কাছে একটি পুকুর থেকে ফিরছিলেন, অভিযুক্ত ট্রাক্টর চালক তাঁর উপর আক্রমণ চালায় ৷ সেই সময় জোর করে তাঁকে মলমূত্র খাওয়ানো হয় বলে অভিযোগ ৷ পুলিশ তফসিলি জাতি ও তফসিলি উপজাতি (অত্যাচার প্রতিরোধ) আইনের অধীনে একটি এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে। অভিযুক্ত অবশ্য পলাতক ৷ তাকে গ্রেফতারের জন্য তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। কান্তবাঞ্জি এসডিপিও গৌরাঙ্গ চরণ সাহু বলেন, "এক আদিবাসী মহিলা অভিযোগ দায়ের করেছেন ৷ যেখানে তিনি জানিয়েছেন, তাঁকে মৌখিকভাবে গালিগালাজ করা হয়েছে এবং জোর করে মানুষের মলমূত্র খাওয়ানো হয়েছে । আমরা তদন্ত শুরু করেছি ৷ অভিযুক্তকে ধরার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি ৷"

বালাঙ্গিরের পুলিশ সুপার খিলারি ঋষিকেশ জ্ঞানদেও জানিয়েছেন, অভিযুক্ত ট্রাক্টর চালককে ধরতে দুটি বিশেষ দল গঠন করা হয়েছে। এমনকী তার খোঁজে প্রতিবেশী রাজ্যেও পুলিশের দল পাঠানো হয়েছে ৷ বিজেডি সাংসদ নিরঞ্জন বিসি অভিযোগ করেছেন, পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি ৷ যা উপজাতি জনগণের মধ্যে ক্ষোভের ঢেউ তুলেছে ।

বালাঙ্গির (ওড়িশা), 21 নভেম্বর: কৃষি জমিতে ট্রাক্টর ঢুকতে দেওয়ার প্রতিবাদ করায় চরম নির্যাতনের শিকার আদিবাসী যুবতী ৷ তাঁর জমিতে আচমকাই ঢুকে আসে একটি ট্রাক্টর ৷ ফসলের ক্ষতি হওয়ার আশঙ্কায় আপত্তি করেছিলেন ওই যুবতী। তারই খেসারত দিতে হয়েছে তাঁকে ৷ অভিযোগ, ওই যুবতীর মুখে মানুষের মলমূত্র ঢেলে দেওয়া হয় ৷

ঘটনাটি গত 16 নভেম্বর বঙ্গমুন্ডা থানা এলাকার জুরাবান্ধা গ্রামে ঘটে ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, বছর কুড়ির ওই আদিবাসী যুবতী তাঁর কৃষি জমিতে ট্রাক্টর প্রবেশে বাধা দিয়েছিল ৷ এরপরই ওই ট্রাক্টর চালক তাঁর উপর নির্মমভাবে নির্যাতন চালায় ৷ অভিযুক্তরা তাঁকে মারধর করে এবং জোর করে তাঁর মুখে মানুষের মলমূত্র ঢেলে দেয় বলে অভিযোগ ৷ পরে নির্যাতিতা বঙ্গমুন্ডা থানায় নিখিত অভিযোগ দায়ের করেন ৷ নির্যাতিতার মতে, তিনি তাঁর ক্ষেতে কাজ করছিলেন ৷ সেই সময় অভয় বাগ নামে পরিচিত একজন সেখানেই একটি ট্রাক্টর নিয়ে ঢুকে পড়ে ৷ যার জেরে তাঁর ফসলের ক্ষতি হচ্ছে দেখে প্রতিবাদ করেছিলেন।

পরে যখন ওই আদিবাসী যুবতী গ্রামের কাছে একটি পুকুর থেকে ফিরছিলেন, অভিযুক্ত ট্রাক্টর চালক তাঁর উপর আক্রমণ চালায় ৷ সেই সময় জোর করে তাঁকে মলমূত্র খাওয়ানো হয় বলে অভিযোগ ৷ পুলিশ তফসিলি জাতি ও তফসিলি উপজাতি (অত্যাচার প্রতিরোধ) আইনের অধীনে একটি এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে। অভিযুক্ত অবশ্য পলাতক ৷ তাকে গ্রেফতারের জন্য তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। কান্তবাঞ্জি এসডিপিও গৌরাঙ্গ চরণ সাহু বলেন, "এক আদিবাসী মহিলা অভিযোগ দায়ের করেছেন ৷ যেখানে তিনি জানিয়েছেন, তাঁকে মৌখিকভাবে গালিগালাজ করা হয়েছে এবং জোর করে মানুষের মলমূত্র খাওয়ানো হয়েছে । আমরা তদন্ত শুরু করেছি ৷ অভিযুক্তকে ধরার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি ৷"

বালাঙ্গিরের পুলিশ সুপার খিলারি ঋষিকেশ জ্ঞানদেও জানিয়েছেন, অভিযুক্ত ট্রাক্টর চালককে ধরতে দুটি বিশেষ দল গঠন করা হয়েছে। এমনকী তার খোঁজে প্রতিবেশী রাজ্যেও পুলিশের দল পাঠানো হয়েছে ৷ বিজেডি সাংসদ নিরঞ্জন বিসি অভিযোগ করেছেন, পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি ৷ যা উপজাতি জনগণের মধ্যে ক্ষোভের ঢেউ তুলেছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.