নয়াদিল্লি, 21 জুন: ফের একটি সর্বভারতীয় পরীক্ষা স্থগিত ৷ ইউজিসি নেটের পর এবার সিএসআইআর-ইউজিসি-নেট পরীক্ষা স্থগিত করল এনটিএ ৷ পরীক্ষা বাতিলের পর এবার পরীক্ষা স্থগিত হওয়া নিয়ে ফের জল্পনা শুরু হয়েছে ৷ বৃহস্পতিবার এনটিএ-এর তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, অনিবার্য কারণবশত এবং লজিস্টিক সমস্যার জেরেই পরীক্ষার দিন পিছিয়ে দেওয়া হয়েছে ৷
জয়েন্ট সিএসআইআর-ইউজিসি-নেট পরীক্ষা 25 থেকে 27 জুনের মধ্যে হওয়ার কথা ছিল। এনটিএ জানিয়েছে, অনিবার্য পরিস্থিতির পাশাপাশি লজিস্টিক সমস্যার কারণেই এই পরীক্ষা স্থগিত করা হচ্ছে। এই পরীক্ষা পরিচালনার জন্য সংশোধিত সময়সূচি পরে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ঘোষণা করা হবে বলেও জানিয়েছে এনটিএ ৷
আর এই বিজ্ঞপ্তি প্রকাশ হতেই ফের জল্পনা শুরু হয়েছে বিভিন্ন মহলে ৷ এই প্রসঙ্গে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) ছাত্র সংসদের সভাপতি ধনঞ্জয় বলেন, "আমরা নিট-ইউজি দেখেছি, তারপর ইউজি-নেট, এবং এখন সিএসআইআর-নেট-এর পালা ৷ এবার এটিও স্থগিত করা হয়েছে। সাধারণত বিজ্ঞানের শিক্ষার্থীরা সিএসাইআর-নেট পরীক্ষায় অংশ নেয়। আমরা বারবার দাবি করছি যে সংস্থাটি (এনটিএ) এই পরীক্ষার আয়োজন করে তা স্থগিত করা হোক ৷” অন্যদিকে, কংগ্রেস নেতা জয়রাম রমেশ এক্স-হ্যান্ডেলে পোস্টে লিখেছেন, "এখনও আরও একটি এনটিএ পরীক্ষা স্থগিত করা হয়েছে। এবার এটি সিএসআইআর-ইউজিসি-নেট। স্পষ্টতই, এনটিএ তরুণদের জন্য 'নরেন্দ্র ট্রমা এজেন্সি' হয়ে উঠেছে।"
অন্যদিকে, নিট-ইউজি-এর অনিয়ম নিয়ে দ্বন্দ্বের মধ্যে বৃহস্পতিবার নিজেদের বাবা-মায়ের সঙ্গে নিট প্রার্থীদের একটি দল কংগ্রেস নেতা রাহুল গান্ধির বাসভবনে সঙ্গে দেখা করেছে। এরপর এক ভিডিয়ো বার্তায় রাহুল বলেন, "আমি 24 লক্ষ ছাত্রদের সঙ্গে কথা বলতে চাই ৷ যারা এই ক্ষতির সম্মুখীন হয়েছেন। আমি তাদের বলতে চাই যে, আপনি একা নন। রাস্তা থেকে সংসদ পর্যন্ত, আমরা আপনাদের সঙ্গেই আছি ৷"