ETV Bharat / bharat

সীতার বাপের বাড়ি ! রামলালার প্রাণ প্রতিষ্ঠার আগে আলোকিত নেপালের জানকী মন্দির - রামলালার প্রাণ প্রতিষ্ঠা

Nepal Janaki Temple Lights Up: দেবী সীতার বাপের বাড়ি বলে পরিচিত নেপালের জনকপুর ৷ সেখানে রয়েছে জনকী মন্দির ৷ সোমবার অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান ৷ তার আগে আলোয় সেজে উঠেছে নেপালের এই জানকী মন্দির ৷

ETV Bharat
ইটিভি ভারত
author img

By ANI

Published : Jan 22, 2024, 12:05 PM IST

Updated : Jan 22, 2024, 12:52 PM IST

জনকপুরধাম (নেপাল), 22 জানুয়ারি: অযোধ্যার মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা ঘিরে আলোকমালায় সেজে উঠল নেপালের জনকপুরের জানকী মন্দির ৷ লান,নীল থেকে হলুদ রকমারি আলোয় আলোকিত হয়েছে এই স্থান ৷ জনকপুর মাতা সীতার বাপের বাড়ি বলে কথিত ৷ রাজা জনকের রাজত্ব ছিল এখানে ৷ তাই অযোধ্যায় ভগবান রামের মন্দির উদ্বোধনকে ঘিরে নেপালের জানকী মন্দিরও সেজে উঠেছে ৷ এখানে যেন অকাল দীপাবলির আয়োজন করা হয়েছে ৷ আলোকসজ্জার পাশাপাশি লাইট শো-ও দেখা যাবে সোমবার ৷

শ্রী রাম যুব কমিটির প্রাক্তন চেয়ারম্যান প্রমোদকুমার চৌধুরী বলেছেন, "ত্রেতাযুগে বনবাসের পরে রাজা রামচন্দ্রকে যে যন্ত্রণা সহ্য করতে হয়েছিল কলিযুগেও তা অব্যাহত ছিল ৷ পাঁচশ বছর অযোধ্যায় তাঁকে সংগ্রাম করতে হয়েছে । নিজের জন্মভূমিতে তাঁকে ত্রিপলের নীচে আশ্রয় নিতে হয়েছিল ৷ ভগবান রামের যন্ত্রণা প্রকৃতপক্ষে সমস্ত হিন্দুদের বেদনা । আমাদের পূর্বপুরুষরা কঠোর সংগ্রাম করেছেন এবং যার পরিণতি হিসাবে আজ অযোধ্যায় রাম মন্দির নির্মাণ হয়েছে । ভগবান রামের প্রাণ প্রতিষ্ঠা হবে আজ ৷ এই উপলক্ষে আমি সমস্ত ভারতীয় নাগরিকদের অভিনন্দন জানাই এবং জনকপুরবাসীও খুব আনন্দিত ।"

প্রাণ প্রতিষ্ঠার আগে সেজে উঠেছে রামনগরী অযোধ্যাও ৷ ফুল ও আলোকসজ্জায় সজ্জিত হয়েছে চারিদিক । জানকী সেনা (আর্মি) তেল, তুলো, প্রদীপ সংগ্রহ করেছে ৷ তারা 2 লক্ষ 50 হাজার প্রদীপ জ্বালানোর লক্ষ্য নিয়েছে । আয়োজক কমিটির অন্যতম সদস্য আশুতোষ ঝা বলেছেন, "তেল, প্রদীপ, মাটির জিনিসপত্র-সহ অন্যান্য প্রয়োজনীয় জিনিস দিয়ে জনকপুর ও মিথিলার বাসিন্দারা তাঁদের সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছেন ৷ আমাদের লক্ষ্যে পূরণ করতে গেলে এগুলি আমাদের প্রয়োজন হবে ৷ রাতের বেলায়, লোকেরা তেল দান করছেন ৷ তাদের ক্ষমতা অনুযায়ী এক লিটার শুরু করে আরও বেশি তেল দান করছে সকলে ৷ "

এর আগে বৈদিক আচারের অংশ হিসেবে অযোধ্যায় উপহার পাঠানো হয়েছে জনকপুর থেকে ৷ এই উপহারের মধ্যে ছিল অলঙ্কার, রান্না, কাপড় এবং অন্য দৈনন্দিন প্রয়োজনের জিনিস । দেবী সীতার মাতৃভূমি জনকপুরেও প্রাণ প্রতিষ্ঠার দিন বেশ কয়েকটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । সোমবার সন্ধ্যায় দীপাবলি পালনের পরিকল্পনা রয়েছে এখানে ৷ তার জন্য শিল্পীরা রঙের পাশাপাশি ফুল দিয়ে রাঙ্গোলি তৈরি করেছেন । সোমবার সন্ধ্যায় দীপাবলির জন্য ইতিমধ্যেই 2500 লিটার সরিষার তেল সংগ্রহ করে প্রায় 2 লক্ষ 50 হাজার বাতি জ্বালানোর প্রস্তুতি চলছে ।

আরও পড়ুন:

  1. রামরাজ্যে তারকার সমাগম, অমিতাভ-সচিন থেকে ক্যাটরিনার উজ্জ্বল উপস্থিতি
  2. রাম মন্দির আন্দোলনের নেতৃত্বে থাকা আদবানিই উদ্বোধনে থাকছেন না
  3. রামলালার স্নানের জল কয়েক কলসি, হাজার হাজার টন ফুলে সজ্জিত রামনগরী

জনকপুরধাম (নেপাল), 22 জানুয়ারি: অযোধ্যার মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা ঘিরে আলোকমালায় সেজে উঠল নেপালের জনকপুরের জানকী মন্দির ৷ লান,নীল থেকে হলুদ রকমারি আলোয় আলোকিত হয়েছে এই স্থান ৷ জনকপুর মাতা সীতার বাপের বাড়ি বলে কথিত ৷ রাজা জনকের রাজত্ব ছিল এখানে ৷ তাই অযোধ্যায় ভগবান রামের মন্দির উদ্বোধনকে ঘিরে নেপালের জানকী মন্দিরও সেজে উঠেছে ৷ এখানে যেন অকাল দীপাবলির আয়োজন করা হয়েছে ৷ আলোকসজ্জার পাশাপাশি লাইট শো-ও দেখা যাবে সোমবার ৷

শ্রী রাম যুব কমিটির প্রাক্তন চেয়ারম্যান প্রমোদকুমার চৌধুরী বলেছেন, "ত্রেতাযুগে বনবাসের পরে রাজা রামচন্দ্রকে যে যন্ত্রণা সহ্য করতে হয়েছিল কলিযুগেও তা অব্যাহত ছিল ৷ পাঁচশ বছর অযোধ্যায় তাঁকে সংগ্রাম করতে হয়েছে । নিজের জন্মভূমিতে তাঁকে ত্রিপলের নীচে আশ্রয় নিতে হয়েছিল ৷ ভগবান রামের যন্ত্রণা প্রকৃতপক্ষে সমস্ত হিন্দুদের বেদনা । আমাদের পূর্বপুরুষরা কঠোর সংগ্রাম করেছেন এবং যার পরিণতি হিসাবে আজ অযোধ্যায় রাম মন্দির নির্মাণ হয়েছে । ভগবান রামের প্রাণ প্রতিষ্ঠা হবে আজ ৷ এই উপলক্ষে আমি সমস্ত ভারতীয় নাগরিকদের অভিনন্দন জানাই এবং জনকপুরবাসীও খুব আনন্দিত ।"

প্রাণ প্রতিষ্ঠার আগে সেজে উঠেছে রামনগরী অযোধ্যাও ৷ ফুল ও আলোকসজ্জায় সজ্জিত হয়েছে চারিদিক । জানকী সেনা (আর্মি) তেল, তুলো, প্রদীপ সংগ্রহ করেছে ৷ তারা 2 লক্ষ 50 হাজার প্রদীপ জ্বালানোর লক্ষ্য নিয়েছে । আয়োজক কমিটির অন্যতম সদস্য আশুতোষ ঝা বলেছেন, "তেল, প্রদীপ, মাটির জিনিসপত্র-সহ অন্যান্য প্রয়োজনীয় জিনিস দিয়ে জনকপুর ও মিথিলার বাসিন্দারা তাঁদের সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছেন ৷ আমাদের লক্ষ্যে পূরণ করতে গেলে এগুলি আমাদের প্রয়োজন হবে ৷ রাতের বেলায়, লোকেরা তেল দান করছেন ৷ তাদের ক্ষমতা অনুযায়ী এক লিটার শুরু করে আরও বেশি তেল দান করছে সকলে ৷ "

এর আগে বৈদিক আচারের অংশ হিসেবে অযোধ্যায় উপহার পাঠানো হয়েছে জনকপুর থেকে ৷ এই উপহারের মধ্যে ছিল অলঙ্কার, রান্না, কাপড় এবং অন্য দৈনন্দিন প্রয়োজনের জিনিস । দেবী সীতার মাতৃভূমি জনকপুরেও প্রাণ প্রতিষ্ঠার দিন বেশ কয়েকটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । সোমবার সন্ধ্যায় দীপাবলি পালনের পরিকল্পনা রয়েছে এখানে ৷ তার জন্য শিল্পীরা রঙের পাশাপাশি ফুল দিয়ে রাঙ্গোলি তৈরি করেছেন । সোমবার সন্ধ্যায় দীপাবলির জন্য ইতিমধ্যেই 2500 লিটার সরিষার তেল সংগ্রহ করে প্রায় 2 লক্ষ 50 হাজার বাতি জ্বালানোর প্রস্তুতি চলছে ।

আরও পড়ুন:

  1. রামরাজ্যে তারকার সমাগম, অমিতাভ-সচিন থেকে ক্যাটরিনার উজ্জ্বল উপস্থিতি
  2. রাম মন্দির আন্দোলনের নেতৃত্বে থাকা আদবানিই উদ্বোধনে থাকছেন না
  3. রামলালার স্নানের জল কয়েক কলসি, হাজার হাজার টন ফুলে সজ্জিত রামনগরী
Last Updated : Jan 22, 2024, 12:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.