ETV Bharat / bharat

NEET-UG প্রবেশিকায় বাতিল গ্রেস মার্কস, 23 জুন ফের পরীক্ষা; সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র - NEET UG 2024 CONTROVERSY - NEET UG 2024 CONTROVERSY

Neet UG 2024 Result: নিট 2024 পরীক্ষায় অতিরিক্ত নম্বর বা গ্রেস মার্কস পাওয়া পরীক্ষার্থীদের নম্বর বাতিল করা হবে ৷ তার বদলে এই পরীক্ষার্থীদের আরও একবার পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে বলে সুপ্রিম কোর্টকে জানাল কেন্দ্র ।

NEET UG 2024
ডাক্তারির প্রবেশিকায় ফের পরীক্ষার সুযোগ পাবেন পরীক্ষার্থীরা (Etv Bharat)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 13, 2024, 11:43 AM IST

Updated : Jun 13, 2024, 3:09 PM IST

নয়াদিল্লি, 13 জুন: সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা নিট-ইউজি 2024-এ অতিরিক্ত নম্বর বা গ্রেস মার্কস পাওয়া পরীক্ষার্থীদের নম্বর বাতিল করা হবে ৷ তার বদলে পরীক্ষার্থীরা আরও একবার পরীক্ষায় বসার সুযোগ পাবেন বলে সুপ্রিম কোর্টকে জানাল কেন্দ্র । একদিকে পরীক্ষার্থীদের দেওয়া অতিরিক্ত নম্বর বাদ যাচ্ছে ৷ অন্যদিকে তাঁরা আবার পরীক্ষা দিতে পারবেন ৷ এই বছর নিট-ইউ পরীক্ষায় ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ-র বিরুদ্ধে প্রশ্নপত্র ফাঁস এবং পরীক্ষায় দুর্নীতির অভিযোগ উঠেছে ৷ এ নিয়ে একগুচ্ছ মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে ৷

বৃহস্পতিবার সেই মামলার শুনানিতে কেন্দ্রীয় সরকার শীর্ষ আদালতে জানায়, 2024 সালের 1 হাজার 563 জন নিট-ইউজি পরীক্ষার্থীদের গ্রেস মার্কস বা অতিরিক্ত নম্বর দেওয়ার সিদ্ধান্ত বাতিল করা হয়েছে ৷ ওই পরীক্ষার্থীরা এমবিবিএস, বিডিএস এবং অন্য কোর্সগুলিতে ভর্তির জন্য পরীক্ষা দিয়েছিলেন ৷ কেন্দ্র ও ন্যাশনাল টেস্টিং এজেন্সি-র পক্ষের আইনজীবী জানায়, পরীক্ষার্থীদের আরেকবার পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে ৷ নিট-ইউজি পরীক্ষার্থীদের পরবর্তী পরীক্ষার তারিখ 23 জুন ৷

কলকাতার করুণাময়ীতে বিকাশ ভবনের সামনে নিট পরীক্ষা বিতর্কে বিক্ষোভ দেখায় এআইডিএসও কর্মীরা (ইটিভি ভারত)

এদিন বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার অবকাশকালীন বেঞ্চে নিট সংক্রান্ত এই মামলার শুনানি হয় ৷ আদালত জানায়, প্রবেশিকা পরীক্ষার কাউন্সেলিং পদ্ধতিতে স্থগিতাদেশ দেওয়া হবে না ৷ যদি, 1 হাজার 563 জন পরীক্ষার্থী পরীক্ষা দিতে না-চান, সেইক্ষেত্রে গ্রেস মার্কস বাদ দিয়ে তাঁদের আগের পরীক্ষার নম্বরকেই ফলাফল হিসেবে ধরা হবে ৷ কেন্দ্রের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, 23 জুন পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে 30 জুন ৷ পাশাপাশি এমবিবিএস, বিডিএস এবং অন্য কোর্সগুলির কাউন্সেলিং শুরু হবে 6 জুলাই ৷

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এদিন নিট-ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ অস্বীকার করেছেন ৷ তিনি জানান, এর কোনও প্রমাণ নেই ৷ মন্ত্রী সাংবাদিকদের বলেন, "নিট-ইউজি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের কোনও প্রমাণ পাওয়া যায়নি ৷ ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ-র বিরুদ্ধে যে পরীক্ষায় দুর্নীতির অভিযোগ উঠেছে, তার প্রমাণ করা যায়নি ৷" তিনি আরও বলেন, "সুপ্রিম কোর্টে মামলার শুনানি চলছে ৷ আমরা আদালতের নির্দেশ মেনে চলব ৷ কোনও পরীক্ষার্থী বঞ্চিত হবেন না ৷"

নয়াদিল্লি, 13 জুন: সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা নিট-ইউজি 2024-এ অতিরিক্ত নম্বর বা গ্রেস মার্কস পাওয়া পরীক্ষার্থীদের নম্বর বাতিল করা হবে ৷ তার বদলে পরীক্ষার্থীরা আরও একবার পরীক্ষায় বসার সুযোগ পাবেন বলে সুপ্রিম কোর্টকে জানাল কেন্দ্র । একদিকে পরীক্ষার্থীদের দেওয়া অতিরিক্ত নম্বর বাদ যাচ্ছে ৷ অন্যদিকে তাঁরা আবার পরীক্ষা দিতে পারবেন ৷ এই বছর নিট-ইউ পরীক্ষায় ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ-র বিরুদ্ধে প্রশ্নপত্র ফাঁস এবং পরীক্ষায় দুর্নীতির অভিযোগ উঠেছে ৷ এ নিয়ে একগুচ্ছ মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে ৷

বৃহস্পতিবার সেই মামলার শুনানিতে কেন্দ্রীয় সরকার শীর্ষ আদালতে জানায়, 2024 সালের 1 হাজার 563 জন নিট-ইউজি পরীক্ষার্থীদের গ্রেস মার্কস বা অতিরিক্ত নম্বর দেওয়ার সিদ্ধান্ত বাতিল করা হয়েছে ৷ ওই পরীক্ষার্থীরা এমবিবিএস, বিডিএস এবং অন্য কোর্সগুলিতে ভর্তির জন্য পরীক্ষা দিয়েছিলেন ৷ কেন্দ্র ও ন্যাশনাল টেস্টিং এজেন্সি-র পক্ষের আইনজীবী জানায়, পরীক্ষার্থীদের আরেকবার পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে ৷ নিট-ইউজি পরীক্ষার্থীদের পরবর্তী পরীক্ষার তারিখ 23 জুন ৷

কলকাতার করুণাময়ীতে বিকাশ ভবনের সামনে নিট পরীক্ষা বিতর্কে বিক্ষোভ দেখায় এআইডিএসও কর্মীরা (ইটিভি ভারত)

এদিন বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার অবকাশকালীন বেঞ্চে নিট সংক্রান্ত এই মামলার শুনানি হয় ৷ আদালত জানায়, প্রবেশিকা পরীক্ষার কাউন্সেলিং পদ্ধতিতে স্থগিতাদেশ দেওয়া হবে না ৷ যদি, 1 হাজার 563 জন পরীক্ষার্থী পরীক্ষা দিতে না-চান, সেইক্ষেত্রে গ্রেস মার্কস বাদ দিয়ে তাঁদের আগের পরীক্ষার নম্বরকেই ফলাফল হিসেবে ধরা হবে ৷ কেন্দ্রের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, 23 জুন পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে 30 জুন ৷ পাশাপাশি এমবিবিএস, বিডিএস এবং অন্য কোর্সগুলির কাউন্সেলিং শুরু হবে 6 জুলাই ৷

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এদিন নিট-ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ অস্বীকার করেছেন ৷ তিনি জানান, এর কোনও প্রমাণ নেই ৷ মন্ত্রী সাংবাদিকদের বলেন, "নিট-ইউজি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের কোনও প্রমাণ পাওয়া যায়নি ৷ ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ-র বিরুদ্ধে যে পরীক্ষায় দুর্নীতির অভিযোগ উঠেছে, তার প্রমাণ করা যায়নি ৷" তিনি আরও বলেন, "সুপ্রিম কোর্টে মামলার শুনানি চলছে ৷ আমরা আদালতের নির্দেশ মেনে চলব ৷ কোনও পরীক্ষার্থী বঞ্চিত হবেন না ৷"

Last Updated : Jun 13, 2024, 3:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.