জামশেদপুর, 21 অগস্ট: ঝাড়খণ্ডের সেরাইকেল্লা-খারসওয়ান জেলার চান্ডিল বাঁধের কাছে জঙ্গলে ভেঙে পড়া বিমানের খোঁজে এবার নামানো হল এনডিআরএফ বা জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে ৷ জানা গিয়েছে, মঙ্গলবার বেলা 11টার সময় দুই আসনের প্রশিক্ষণের বিমানটি নিয়ে উড়েছিলেন দুই পাইলট ৷ তার কিছুক্ষণের মধ্যেই বিমানটি নিখোঁজ হয়ে যায় ৷ সেটির সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না ৷
মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত নিখোঁজ বিমানটিকে খোঁজা হয় ৷ সংবাদসংস্থা পিটিআই-কে চান্ডিলের এসডিপিও জানিয়েছেন, তাঁরা গভীর রাত পর্যন্ত তল্লাশি চালিয়েছেন ৷ কিন্তু, ঠিক কোথায় বিমানটি ভেঙে পড়েছে, তা জানা যায়নি ৷ তবে, সেরাইকেল্লা-খারসওয়ান জেলার চান্ডিল বাঁধ সংলগ্ন গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, তাঁরা বিমানের ধ্বংসাবশেষ জলাশয়ে ভাসতে দেখেছেন ৷ যার পরেই এসডিপিও-র তরফে বিশাল সংখ্যায় ডুবুরি নামিয়ে তল্লাশি শুরু হয় ৷
কিন্তু, রাতভর তল্লাশির পরেও বিমান ও তাতে সওয়ার পাইলটদের হদিশ মেলেনি ৷ এনিয়ে সেরাইকেল্লা-খারসওয়ান জেলার পুলিশ সুপার মুকেশ কুমার লুনায়াত বলেন, "চান্ডিল বাঁধ এবং সংলগ্ন জঙ্গলে আমরা বিশাল সংখ্যায় উদ্ধারকারী দল নামিয়েছিলাম ৷ সেখানে অনেক রাত পর্যন্ত তল্লাশি চালানো হয়েছে ৷ কিন্তু, বিমান বা তার ধ্বংসাবশেষের খোঁজ পাওয়া যায়নি ৷"এরপরেই আজ সকাল থেকে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে তল্লাশি অভিযানে নামানো হয় ৷
উল্লেখ্য, গতকাল দুপুরে যখন প্রশিক্ষণ বিমানটির খোঁজ মিলছিল না, তখন পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলা প্রশাসনকে খবর পাঠানো হয় ৷ সেখানেও ঝাড়খণ্ডের সীমানায় অবস্থিত গ্রাম ও জঙ্গলে খোঁজ চালানো হয় ৷ জানা গিয়েছে, জামশেদপুর শহরের কাছে অবস্থিত আলকেমিস্ট অ্যাভিয়েশন প্রাইভেট লিমিটেড সংস্থার বিমান ছিল সেটি ৷ এই সংস্থা বিমান চালানোর প্রশিক্ষণ দেয় ৷ জামশেদপুরে সংস্থার এয়ারড্রোম থেকেই প্রশিক্ষণের বিমানটি উড়েছিল ৷ তবে, সেই বিমানে থাকা দুই পাইলট কী অবস্থায় রয়েছে, তা ভাবাচ্ছে প্রশাসনকে ৷ মূলত, তাঁদের খোঁজ চালানোকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে ৷