ETV Bharat / bharat

জেইই মেন পরীক্ষায় 100 স্কোর করলেন 56 জন, লিঙ্কে ক্লিক করে জানুন ফলাফল - JEE MAIN RESULTS 2024 - JEE MAIN RESULTS 2024

JEE-Main Results: দেশের ইঞ্জিনিয়ারিং কলেজগুলিতে পড়ার জন্য প্রবেশিকা পরীক্ষা হয় প্রতি বছর ৷ এবার এই পরীক্ষায় রেকর্ড গড়লেন পরীক্ষার্থীরা ৷ চলতি বছরে 56 জন পারফেক্ট 100 স্কোর করেছেন ৷

JEE Main Exam Result
জেইই মেন পরীক্ষার ফলাফল
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 25, 2024, 9:00 AM IST

Updated : Apr 25, 2024, 9:41 AM IST

নয়াদিল্লি, 25 এপ্রিল: ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকা পরীক্ষা জেইই মেন-এ 56 জন পরীক্ষার্থী 100 স্কোর করেছেন ৷ যা গত পাঁচ বছরের মধ্যে রেকর্ড ৷ এঁদের মধ্যে 2 জন মহিলা পরীক্ষার্থী ৷ বুধবার রাতে ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ এই তথ্যপ্রকাশ করেছে ৷ দেশের 23টি আইআইটি-তে ভর্তির জন্য যে প্রবেশিকা পরীক্ষা জেইই (অ্যাডভান্সড)-এ সুযোগ পাওয়ার যোগ্য পার্সেন্টাইল গত পাঁচ বছরে এবার সবচেয়ে বেশি ছিল ৷ জানুয়ারি সেশনের জেইই (মেন) 23 জন পরীক্ষার্থী 100 স্কোর করেছিলেন ৷ এপ্রিল সেশনে 33 জন 100 স্কোর করেছেন ৷

চলতি বছরে 56 জনের মধ্যে 40 জন জেনারেল ক্যাটাগরির ৷ 10 জন ওবিসি এবং 6 জন জেনারেল-ইডব্লিউএস ক্যাটাগরির ৷ তফশিলি জাতি এবং উপজাতি শ্রেণির মধ্যে থেকে কেউই এবছর 100 এনটিএ পায়নি ৷ তবে 56 জনের মধ্যে বেশিরভাগই তেলেঙ্গানার বাসিন্দা ৷

সরকারি সূত্রে জানা গিয়েছে, এনটিএ আর কোনও বিষয়ে নম্বরের হার এক নয় ৷ এনটিএ-র এক শীর্ষ কর্তার কথায়, "একাধিক সেশনের প্রশ্নপত্রে পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর এবং একটি সেশনের পরীক্ষার্থীদের পারফরম্যান্স কেমন, তার উপত ভিত্তি করে এই এনটিএ স্কোর হয় ৷ পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর 100 থেকে 0 পর্যন্ত একটি স্কেলে পরিমাপ করা হয় ৷" তিনি আরও জানান, 39 জন পরীক্ষার্থী আগামী তিন বছর জেইই-মেন পরীক্ষায় বসতে পারবেন না ৷ তাঁরা অবৈধ উপায়ে পরীক্ষা দিচ্ছিলেন ৷

এবারও দেশের মধ্যে তেলেঙ্গানা এগিয়ে ৷ দক্ষিণের এই রাজ্যটি থেকে 15 জন পরীক্ষার্থী শীর্ষ স্থানে রয়েছেন ৷ দ্বিতীয় মহারাষ্ট্র ও অন্ধ্রপ্রদেশ ৷ প্রতিটি রাজ্য থেকে 7 জন করে পরীক্ষার্থী 100 পার্সেন্টাইল স্কোর করেছেন ৷ এরপরেই রয়েছে দিল্লি ৷ এখান থেকে 6 জন 100 পার্সেন্টাইল স্কোর করেছেন ৷ 14.1 জন জেইই-মেন পরীক্ষা দিয়েছিলেন ৷ তাঁদের মধ্যে 96 জন ইঞ্জিনিয়ারিং এবং আর্কিটেকচার বিভাগে আন্ডারগ্র্যাচুয়েটে ভর্তি হওয়ার জন্য এই পরীক্ষা দিয়েছেন ৷

আরও পড়ুন:

  1. প্রকাশিত হল JEE মেন এপ্রিল সেশনের সিটি স্লিপ, রইল ডাউনলোডের লিঙ্ক
  2. 'আমি পারলাম না', সুইসাইড নোট লিখে ফের কোটায় আত্মহত্যা ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার

নয়াদিল্লি, 25 এপ্রিল: ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকা পরীক্ষা জেইই মেন-এ 56 জন পরীক্ষার্থী 100 স্কোর করেছেন ৷ যা গত পাঁচ বছরের মধ্যে রেকর্ড ৷ এঁদের মধ্যে 2 জন মহিলা পরীক্ষার্থী ৷ বুধবার রাতে ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ এই তথ্যপ্রকাশ করেছে ৷ দেশের 23টি আইআইটি-তে ভর্তির জন্য যে প্রবেশিকা পরীক্ষা জেইই (অ্যাডভান্সড)-এ সুযোগ পাওয়ার যোগ্য পার্সেন্টাইল গত পাঁচ বছরে এবার সবচেয়ে বেশি ছিল ৷ জানুয়ারি সেশনের জেইই (মেন) 23 জন পরীক্ষার্থী 100 স্কোর করেছিলেন ৷ এপ্রিল সেশনে 33 জন 100 স্কোর করেছেন ৷

চলতি বছরে 56 জনের মধ্যে 40 জন জেনারেল ক্যাটাগরির ৷ 10 জন ওবিসি এবং 6 জন জেনারেল-ইডব্লিউএস ক্যাটাগরির ৷ তফশিলি জাতি এবং উপজাতি শ্রেণির মধ্যে থেকে কেউই এবছর 100 এনটিএ পায়নি ৷ তবে 56 জনের মধ্যে বেশিরভাগই তেলেঙ্গানার বাসিন্দা ৷

সরকারি সূত্রে জানা গিয়েছে, এনটিএ আর কোনও বিষয়ে নম্বরের হার এক নয় ৷ এনটিএ-র এক শীর্ষ কর্তার কথায়, "একাধিক সেশনের প্রশ্নপত্রে পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর এবং একটি সেশনের পরীক্ষার্থীদের পারফরম্যান্স কেমন, তার উপত ভিত্তি করে এই এনটিএ স্কোর হয় ৷ পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর 100 থেকে 0 পর্যন্ত একটি স্কেলে পরিমাপ করা হয় ৷" তিনি আরও জানান, 39 জন পরীক্ষার্থী আগামী তিন বছর জেইই-মেন পরীক্ষায় বসতে পারবেন না ৷ তাঁরা অবৈধ উপায়ে পরীক্ষা দিচ্ছিলেন ৷

এবারও দেশের মধ্যে তেলেঙ্গানা এগিয়ে ৷ দক্ষিণের এই রাজ্যটি থেকে 15 জন পরীক্ষার্থী শীর্ষ স্থানে রয়েছেন ৷ দ্বিতীয় মহারাষ্ট্র ও অন্ধ্রপ্রদেশ ৷ প্রতিটি রাজ্য থেকে 7 জন করে পরীক্ষার্থী 100 পার্সেন্টাইল স্কোর করেছেন ৷ এরপরেই রয়েছে দিল্লি ৷ এখান থেকে 6 জন 100 পার্সেন্টাইল স্কোর করেছেন ৷ 14.1 জন জেইই-মেন পরীক্ষা দিয়েছিলেন ৷ তাঁদের মধ্যে 96 জন ইঞ্জিনিয়ারিং এবং আর্কিটেকচার বিভাগে আন্ডারগ্র্যাচুয়েটে ভর্তি হওয়ার জন্য এই পরীক্ষা দিয়েছেন ৷

আরও পড়ুন:

  1. প্রকাশিত হল JEE মেন এপ্রিল সেশনের সিটি স্লিপ, রইল ডাউনলোডের লিঙ্ক
  2. 'আমি পারলাম না', সুইসাইড নোট লিখে ফের কোটায় আত্মহত্যা ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার
Last Updated : Apr 25, 2024, 9:41 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.