ETV Bharat / bharat

প্রধানমন্ত্রী পদে শপথের আগে মহাত্মা গান্ধি, অটলবিহারীর সমাধিস্থলে শ্রদ্ধার্ঘ্য মোদির - Narendra Modi - NARENDRA MODI

Modi Pays Tribute to Atal Bihari Vajpayee: প্রথমবার এনডিএ-র কোনও প্রধানমন্ত্রী পরপর তিনবার শপথ গ্রহণ করবেন ৷ রবিবার সেই শপথ গ্রহণের আগে দিল্লিতে 'সদাই অটল' অর্থাৎ, প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর সমাধিস্থলে শ্রদ্ধা জ্ঞাপন করলেন নরেন্দ্র মোদি ৷

ETV BHARAT
প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর সমাধিতে শ্রদ্ধার্ঘ্য নরেন্দ্র মোদির ৷ (ছবি- নরেন্দ্র মোদি এক্স হ্যান্ডেল)
author img

By ANI

Published : Jun 9, 2024, 1:44 PM IST

Updated : Jun 9, 2024, 2:31 PM IST

নয়াদিল্লি, 9 জুন: তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণের আগে পূর্বসূরির আশির্বাদ নিলেন নরেন্দ্র মোদি ৷ রবিবার সকালে দিল্লিতে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর সমাধিস্থলে ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন তিনি ৷ বাজপেয়ীর সমাধিস্থলের বাইরে জড়ো হওয়া সমর্থকদের উদ্দেশ্যে হাত-নাড়ান ৷ এরপর 'সদাই অটল' স্মৃতিভবনে প্রবেশ করেন ৷

মহাত্মা গান্ধি, অটলবিহারীর সমাধিস্থলে শ্রদ্ধার্ঘ্য মোদির (এএনআই)

উল্লেখ্য, বাজপেয়ীকে শ্রদ্ধা জ্ঞাপনের আগে আজ সকালে রাজঘাটে মহাত্মা গান্ধির সমাধিতে যান মোদি ৷ সেখানে মহাত্মা গান্ধিকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন ৷ আজ অর্থাৎ, 9 জুন সন্ধ্যে 7টা 15 মিনিটে তৃতীয়বারের জন্য এনডিএ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি ৷ রবিবারই মোদির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স বা এনডিএ পরপর তিনবারের জন্য সরকার গঠন করতে চলেছে ৷ আজ মোদি প্রধানমন্ত্রী পদে শপথের পরেই জওহরলাল নেহরুর সঙ্গে একসারিতে চলে আসবেন ৷ একমাত্র জওহরলাল নেহরু পরপর তিনবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ৷ এবার সেই কৃতিত্ব অর্জন করতে চলেছেন নরেন্দ্র মোদি ৷

আজ মোদি সঙ্গে তাঁর মন্ত্রিসভার সদস্যরাও শপথ নেবেন রাষ্ট্রপতি ভবনে ৷ প্রথমবার মোদির নেতৃত্বাধীন এনডিএ সরকারে শরিক দলের একাধিক মুখকে গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্বে দেখা যাবে ৷ দেশের সামগ্রিক রাজনৈতিক প্রেক্ষাপট থেকে যা বেশ গুরুত্বপূর্ণ ৷ তৃতীয় মোদি সরকারের এই শপথে এশিয়া তথা প্রতিবেশী দেশের একাধিক রাষ্ট্রপ্রধানরা উপস্থিত থাকবেন ৷ বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কার রাষ্ট্রপ্রধানরা যেমন থাকবেন ৷ তেমনি সাম্প্রতিক সময়ে ভারতের বিদেশনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ মলদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু উপস্থিত থাকবেন ভারতের প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে ৷

মোদির শপথ গ্রহণকে কেন্দ্র করে রাজধানী উৎসবের মেজাজে রয়েছে ৷ চারদিকে মোদির পোস্টারে ছেয়ে গিয়েছে দিল্লি ৷ আর আজকের এই অনুষ্ঠানের জন্য দিল্লি কমিশনারেট তাদের এগারোশো ট্রাফিক পুলিশকে রাজধানীর যান-নিয়ন্ত্রণে রাস্তায় নামিয়েছে ৷ দিল্লিবাসীদের জন্য যান চলাচল সংক্রান্ত বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে ৷ মূলত, এই মুহূর্তে রাজধানীতে বিদেশি রাষ্ট্রপ্রধানরা রয়েছেন ৷ তাঁদের এবং রাজধানীর নিরাপত্তার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

নয়াদিল্লি, 9 জুন: তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণের আগে পূর্বসূরির আশির্বাদ নিলেন নরেন্দ্র মোদি ৷ রবিবার সকালে দিল্লিতে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর সমাধিস্থলে ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন তিনি ৷ বাজপেয়ীর সমাধিস্থলের বাইরে জড়ো হওয়া সমর্থকদের উদ্দেশ্যে হাত-নাড়ান ৷ এরপর 'সদাই অটল' স্মৃতিভবনে প্রবেশ করেন ৷

মহাত্মা গান্ধি, অটলবিহারীর সমাধিস্থলে শ্রদ্ধার্ঘ্য মোদির (এএনআই)

উল্লেখ্য, বাজপেয়ীকে শ্রদ্ধা জ্ঞাপনের আগে আজ সকালে রাজঘাটে মহাত্মা গান্ধির সমাধিতে যান মোদি ৷ সেখানে মহাত্মা গান্ধিকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন ৷ আজ অর্থাৎ, 9 জুন সন্ধ্যে 7টা 15 মিনিটে তৃতীয়বারের জন্য এনডিএ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি ৷ রবিবারই মোদির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স বা এনডিএ পরপর তিনবারের জন্য সরকার গঠন করতে চলেছে ৷ আজ মোদি প্রধানমন্ত্রী পদে শপথের পরেই জওহরলাল নেহরুর সঙ্গে একসারিতে চলে আসবেন ৷ একমাত্র জওহরলাল নেহরু পরপর তিনবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ৷ এবার সেই কৃতিত্ব অর্জন করতে চলেছেন নরেন্দ্র মোদি ৷

আজ মোদি সঙ্গে তাঁর মন্ত্রিসভার সদস্যরাও শপথ নেবেন রাষ্ট্রপতি ভবনে ৷ প্রথমবার মোদির নেতৃত্বাধীন এনডিএ সরকারে শরিক দলের একাধিক মুখকে গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্বে দেখা যাবে ৷ দেশের সামগ্রিক রাজনৈতিক প্রেক্ষাপট থেকে যা বেশ গুরুত্বপূর্ণ ৷ তৃতীয় মোদি সরকারের এই শপথে এশিয়া তথা প্রতিবেশী দেশের একাধিক রাষ্ট্রপ্রধানরা উপস্থিত থাকবেন ৷ বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কার রাষ্ট্রপ্রধানরা যেমন থাকবেন ৷ তেমনি সাম্প্রতিক সময়ে ভারতের বিদেশনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ মলদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু উপস্থিত থাকবেন ভারতের প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে ৷

মোদির শপথ গ্রহণকে কেন্দ্র করে রাজধানী উৎসবের মেজাজে রয়েছে ৷ চারদিকে মোদির পোস্টারে ছেয়ে গিয়েছে দিল্লি ৷ আর আজকের এই অনুষ্ঠানের জন্য দিল্লি কমিশনারেট তাদের এগারোশো ট্রাফিক পুলিশকে রাজধানীর যান-নিয়ন্ত্রণে রাস্তায় নামিয়েছে ৷ দিল্লিবাসীদের জন্য যান চলাচল সংক্রান্ত বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে ৷ মূলত, এই মুহূর্তে রাজধানীতে বিদেশি রাষ্ট্রপ্রধানরা রয়েছেন ৷ তাঁদের এবং রাজধানীর নিরাপত্তার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

Last Updated : Jun 9, 2024, 2:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.