ETV Bharat / bharat

দিল্লিতে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারকে তলব বিদেশ মন্ত্রকের - BANGLADESH DEPUTY HIGH COMMISSIONER

ঢাকাকে জবাব নয়াদিল্লির ৷ রবিবার ঢাকায় ভারতীয় হাই-কমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছিল ইউনুস প্রশাসন ৷ এরপর সোমবার দিল্লিতে বাংলাদেশের ডেপুটি হাই-কমিশনারকে তলব করা হল ৷

-bangladesh-deputy-high-commissioner
ডাকা হল বাংলাদেশের ডেপুটি হাইকমিশনারকে (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 13, 2025, 8:37 PM IST

নয়াদিল্লি, 13 জানুয়ারি: বাংলাদেশের ডেপুটি হাই-কমিশনার নুরাল ইসলামকে ডেকে পাঠাল বিদেশ মন্ত্রক ৷ রবিবারই ঢাকায় ভারতীয় হাই-কমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছিল ইউনুস প্রশাসন ৷

সোমবার দুপুর 2টোর সময় বাংলাদেশ ডেপুটি হাই-কমিশনার নুরাল ইসলামকে দিল্লির সাউথ ব্লকের বিদেশ মন্ত্রকের দফতর থেকে বেরিয়ে আসতে দেখা গিয়েছে ৷ সীমান্তে দু'দেশের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে ভারতের অভিমত তাঁকে জানানো হয়েছে ৷ সীমান্তের কাঁটাতারের বেড়া দেওয়ার বিষয়েও কথা হয়েছে বলে ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে ৷ একই সঙ্গে ভারত সমস্ত প্রোটকল মেনেই এই কাজ করেছে বলে ব্যাখ্যা দেওয়া হয়েছে ৷

সীমান্তে অপরাধমূলক কাজকর্ম, চোরাচালান এবং পাচারের মোকাবিলা করে সীমান্ত অপরাধ রুখতে প্রতিশ্রুতিবদ্ধ ভারত। সীমান্ত সুরক্ষিত করার জন্য কাঁটাতারের বেড়া, সীমান্তে আলোকসজ্জা, প্রযুক্তিগত ডিভাইস স্থাপনের মতো পদক্ষেপ নেওয়া হয়েছে ৷ একই সঙ্গে ভারত আশা করে যে বাংলাদেশ তাদের পূর্ববর্তী সমঝোতা বাস্তবায়ন করবে। সীমান্তে অপরাধ মোকাবিলায় সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গি গ্রহণ করবে ৷

ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বিতর্কের মাঝেই দুই দেশের হাই-কমিশনারকে ডেকে পাঠানোয় মধ্যে কৌশল দেখছে রাজনৈতিক মহল ৷ বাংলাদেশ বিদেশ দফতর সীমান্ত বিতর্কে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ৷ ঢাকায় ভারতীয় হাই-কমিশনারকে সেই কারণেই তলব বলে মনে করা হচ্ছে ৷

ভারত ও বাংলাদেশ সীমান্তে এখনও বিস্তীর্ণ অঞ্চলে কাঁটাতার নেই ৷ সীমান্তে প্রায় 538 কিলোমিটার এলাকায় কোনও কাঁটাতার নেই। সম্প্রতি বাংলাদেশে দাবি করে, দু'দেশের সীমান্তবর্তী কিছু অঞ্চলে কাঁটাতার বসানোর কাজ শুরু করেছে বিএসএফ। এর ফলে দ্বি-বিপাক্ষিক চুক্তিও ভঙ্গ হচ্ছে বলেও দাবি করে ইউনুস সরকার। মালদার কালিয়াচকের পরে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে কাঁটাতার বসানোর সময় বিএসএফ-কে বাধা দেওয়ার অভিযোগ ওঠে বিজিবি'র বিরুদ্ধে ৷

তলব করে ভারতের হাই-কমিশনার প্রণয় ভার্মার কাছে বাংলাদেশ সরকারের গভীর উদ্বেগ প্রকাশ করেছে ৷ এ নিয়ে রবিবার বাংলাদেশ বিদেশ দফতরের তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়। সুনামগঞ্জে বিএসএফ কর্তৃক সম্প্রতি একজন বাংলাদেশি নাগরিকের হত্যার কথা উল্লেখ করে বাংলাদেশ স্বরাষ্ট্র সচিব এই ঘটনায় গভীর উদ্বেগ ও হতাশা প্রকাশ করেছেন। জবাবে, ভারতীয় হাই-কমিশনারও সীমান্তে অপরাধদমন এবং চোরাচালান, অপরাধীদের অবাধ যাতায়ত এবং পাচার রুখতে সহযোগিতামূলক পদ্ধতির উপর জোর দিয়েছেন।

নয়াদিল্লি, 13 জানুয়ারি: বাংলাদেশের ডেপুটি হাই-কমিশনার নুরাল ইসলামকে ডেকে পাঠাল বিদেশ মন্ত্রক ৷ রবিবারই ঢাকায় ভারতীয় হাই-কমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছিল ইউনুস প্রশাসন ৷

সোমবার দুপুর 2টোর সময় বাংলাদেশ ডেপুটি হাই-কমিশনার নুরাল ইসলামকে দিল্লির সাউথ ব্লকের বিদেশ মন্ত্রকের দফতর থেকে বেরিয়ে আসতে দেখা গিয়েছে ৷ সীমান্তে দু'দেশের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে ভারতের অভিমত তাঁকে জানানো হয়েছে ৷ সীমান্তের কাঁটাতারের বেড়া দেওয়ার বিষয়েও কথা হয়েছে বলে ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে ৷ একই সঙ্গে ভারত সমস্ত প্রোটকল মেনেই এই কাজ করেছে বলে ব্যাখ্যা দেওয়া হয়েছে ৷

সীমান্তে অপরাধমূলক কাজকর্ম, চোরাচালান এবং পাচারের মোকাবিলা করে সীমান্ত অপরাধ রুখতে প্রতিশ্রুতিবদ্ধ ভারত। সীমান্ত সুরক্ষিত করার জন্য কাঁটাতারের বেড়া, সীমান্তে আলোকসজ্জা, প্রযুক্তিগত ডিভাইস স্থাপনের মতো পদক্ষেপ নেওয়া হয়েছে ৷ একই সঙ্গে ভারত আশা করে যে বাংলাদেশ তাদের পূর্ববর্তী সমঝোতা বাস্তবায়ন করবে। সীমান্তে অপরাধ মোকাবিলায় সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গি গ্রহণ করবে ৷

ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বিতর্কের মাঝেই দুই দেশের হাই-কমিশনারকে ডেকে পাঠানোয় মধ্যে কৌশল দেখছে রাজনৈতিক মহল ৷ বাংলাদেশ বিদেশ দফতর সীমান্ত বিতর্কে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ৷ ঢাকায় ভারতীয় হাই-কমিশনারকে সেই কারণেই তলব বলে মনে করা হচ্ছে ৷

ভারত ও বাংলাদেশ সীমান্তে এখনও বিস্তীর্ণ অঞ্চলে কাঁটাতার নেই ৷ সীমান্তে প্রায় 538 কিলোমিটার এলাকায় কোনও কাঁটাতার নেই। সম্প্রতি বাংলাদেশে দাবি করে, দু'দেশের সীমান্তবর্তী কিছু অঞ্চলে কাঁটাতার বসানোর কাজ শুরু করেছে বিএসএফ। এর ফলে দ্বি-বিপাক্ষিক চুক্তিও ভঙ্গ হচ্ছে বলেও দাবি করে ইউনুস সরকার। মালদার কালিয়াচকের পরে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে কাঁটাতার বসানোর সময় বিএসএফ-কে বাধা দেওয়ার অভিযোগ ওঠে বিজিবি'র বিরুদ্ধে ৷

তলব করে ভারতের হাই-কমিশনার প্রণয় ভার্মার কাছে বাংলাদেশ সরকারের গভীর উদ্বেগ প্রকাশ করেছে ৷ এ নিয়ে রবিবার বাংলাদেশ বিদেশ দফতরের তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়। সুনামগঞ্জে বিএসএফ কর্তৃক সম্প্রতি একজন বাংলাদেশি নাগরিকের হত্যার কথা উল্লেখ করে বাংলাদেশ স্বরাষ্ট্র সচিব এই ঘটনায় গভীর উদ্বেগ ও হতাশা প্রকাশ করেছেন। জবাবে, ভারতীয় হাই-কমিশনারও সীমান্তে অপরাধদমন এবং চোরাচালান, অপরাধীদের অবাধ যাতায়ত এবং পাচার রুখতে সহযোগিতামূলক পদ্ধতির উপর জোর দিয়েছেন।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.