ETV Bharat / bharat

মিজোরামে ভেঙে দু'টুকরো মায়ানমারের সেনা-বিমান, আহত 8 যাত্রী - Myanmar Plane Crash

Myanmar Plane Crash: মঙ্গলবার মিজোরামের আইজলের একটি বিমানবন্দরে একটি বিমানের চাকা রানওয়েতে পিছলে যায় ৷ তার ফলে বিমানটি দু'টুকরো হয়ে যায় ৷ ওই বিমানে থাকা 14 জনের মধ্য়ে 8 যাত্রী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ৷ কারা ওই বিমানে ছিল ?

ETV Bharat
মায়ানমার বায়ুসেনার ভেঙে পড়া বিমান
author img

By PTI

Published : Jan 23, 2024, 8:07 PM IST

আইজল, 23 জানুয়ারি: রানওয়েতে বিমানের চাকা পিছলে কমপক্ষে 8 জন আহত হয়েছেন ৷ মঙ্গলবার সকাল 10.20 মিনিটে এই দুর্ঘটনাটি ঘটে মিজোরামের আইজলের লেঙ্গপুই বিমানবন্দরে ৷ সরকারি সূত্রের খবর, ভারতের মিজোরাম থেকে মায়ানমারের 92 জন সেনাকে বিমানে নিতে যেতে এসেছিল দেশের বায়ুসেনার এয়ারক্রাফ্টটি ৷ তবে ওড়ার সময় বিমানটির চাকা লেঙ্গপুই টারম্যাকে পিছলে যায় এবং সেই ধাক্কার অভিঘাত এতটাই ছিল যে বিমানটি দু'টি টুকরো হয়ে যায় ৷ এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে ডিরেক্টোরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন বা ডিজিসিএ ৷

জখম সেনাদের সঙ্গে সঙ্গে লেঙ্গপুই হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানেই তাঁদের চিকিৎসা চলছে ৷ জানা গিয়েছে, 8 জনের মধ্যে 3 জনের অবস্থা গুরুতর ৷ মিজোরামের বিপর্যয় মোকাবিলা বাহিনীর আধিকারিক, জেলা প্রশাসন এবং পুলিশ সঙ্গে সঙ্গে লেঙ্গপুই বিমানবন্দরে ছুটে যান ৷ আইজল শহর থেকে 30 কিমি দূরে অবস্থিত এই লেঙ্গপুই বিমানবন্দর ৷ মায়ানমারের এয়ারক্রাফ্ট থেকে আহতদের উদ্ধার করা হয় ৷

মায়ানমার থেকে এই সেনারা কীভাবে ভারতে প্রবেশ করল ?

বিগত কয়েক মাস ধরে মায়ানমারের সেনাদের সঙ্গে সেখানকার একটি সম্প্রদায়ের সংঘর্ষের ঘটনা ঘটে চলেছে ৷ এতে সেনাদের ক্যাম্প ধ্বংস করে দেয় আরাকান আর্মির সদস্যরা ৷ গত সপ্তাহে সেখান থেকে 276 জন সেনা ভারত-বাংলাদেশ-মায়ানমার তিনটি দেশের সংযোগকারী আন্তর্জাতিক সীমান্ত দিয়ে মিজোরামের বান্দুকবাঙ্গা গ্রামে পালিয়ে আসে ৷ এটিই মিজোরামের দক্ষিণতম প্রান্ত ৷

তারা মিজোরামে অসম রাইফেলসের কাছে আশ্রয় চায় ৷ ওই সেনাদের অসম রাইফেলসের ক্যাম্পে নিয়ে যাওয়া হয় ৷ পরে তাদের মধ্যে বেশির ভাগকে লাংগলেইতে স্থানান্তরিত করা হয় ৷ অসম রাইফেলস ওই সেনাদের দেখাশোনা করছিল বলে সরকারি সূত্রে খবর ৷ মায়ানমারের ওই সেনাদের নেতৃত্বে ছিলেন একজন কলোনেল ৷ এছাড়া 36 জন আধিকারিক এবং 240 জন নিম্নপদাধিকারী সেনা ছিলেন ৷

মায়ানমারে সশস্ত্র বাহিনীর সঙ্গে সেনাদের যুদ্ধের ফলে কমপক্ষে 635 জন সেনা ভারতের মিজোরামে পালিয়ে এসেছিল ৷ গত বছরের নভেম্বরে মিজোরাম থেকে 104 জন মায়ানমার সেনাকে মণিপুর ও মায়ানমারের সীমান্তবর্তী শহর মোরেতে পৌঁছে দেয় ভারতীয় বায়ু সেনা ৷ এই মাসের শুরুতে 255 জন সেনাকে লেঙ্গপুই বিমানবন্দর থেকে দেশে ফিরিয়ে নিয়ে যায় মায়ানমার সেনাবাহিনীর বিমান ৷ সোমবার তাঁদের মধ্যে 184 জনকে দেশে ফেরত পাঠানো হয়েছে ৷ আজ বাকি 92 জন সেনাকে মায়ানমারে নিয়ে যাওয়ার কথা ছিল ৷ ওই বিমানটি সেনাদের উদ্ধার করে মায়ানমারের রাখাইনে নিয়ে যাচ্ছিল ৷

আরও পড়ুন:

  1. মায়ানমার থেকে মিজোরামে পালিয়ে আসা সেনাদের ফেরানো হবে, জানাল কেন্দ্রীয় সরকার
  2. বাংলাদেশের মতোই রক্ষা করা হবে মায়ানমার সীমান্ত, জানালেন অমিত শাহ
  3. মায়ানমারে আকাশপথে হামলায় 9 শিশু-সহ 17 জনের মৃত্যু, দায় এড়াল বায়ুসেনা

আইজল, 23 জানুয়ারি: রানওয়েতে বিমানের চাকা পিছলে কমপক্ষে 8 জন আহত হয়েছেন ৷ মঙ্গলবার সকাল 10.20 মিনিটে এই দুর্ঘটনাটি ঘটে মিজোরামের আইজলের লেঙ্গপুই বিমানবন্দরে ৷ সরকারি সূত্রের খবর, ভারতের মিজোরাম থেকে মায়ানমারের 92 জন সেনাকে বিমানে নিতে যেতে এসেছিল দেশের বায়ুসেনার এয়ারক্রাফ্টটি ৷ তবে ওড়ার সময় বিমানটির চাকা লেঙ্গপুই টারম্যাকে পিছলে যায় এবং সেই ধাক্কার অভিঘাত এতটাই ছিল যে বিমানটি দু'টি টুকরো হয়ে যায় ৷ এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে ডিরেক্টোরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন বা ডিজিসিএ ৷

জখম সেনাদের সঙ্গে সঙ্গে লেঙ্গপুই হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানেই তাঁদের চিকিৎসা চলছে ৷ জানা গিয়েছে, 8 জনের মধ্যে 3 জনের অবস্থা গুরুতর ৷ মিজোরামের বিপর্যয় মোকাবিলা বাহিনীর আধিকারিক, জেলা প্রশাসন এবং পুলিশ সঙ্গে সঙ্গে লেঙ্গপুই বিমানবন্দরে ছুটে যান ৷ আইজল শহর থেকে 30 কিমি দূরে অবস্থিত এই লেঙ্গপুই বিমানবন্দর ৷ মায়ানমারের এয়ারক্রাফ্ট থেকে আহতদের উদ্ধার করা হয় ৷

মায়ানমার থেকে এই সেনারা কীভাবে ভারতে প্রবেশ করল ?

বিগত কয়েক মাস ধরে মায়ানমারের সেনাদের সঙ্গে সেখানকার একটি সম্প্রদায়ের সংঘর্ষের ঘটনা ঘটে চলেছে ৷ এতে সেনাদের ক্যাম্প ধ্বংস করে দেয় আরাকান আর্মির সদস্যরা ৷ গত সপ্তাহে সেখান থেকে 276 জন সেনা ভারত-বাংলাদেশ-মায়ানমার তিনটি দেশের সংযোগকারী আন্তর্জাতিক সীমান্ত দিয়ে মিজোরামের বান্দুকবাঙ্গা গ্রামে পালিয়ে আসে ৷ এটিই মিজোরামের দক্ষিণতম প্রান্ত ৷

তারা মিজোরামে অসম রাইফেলসের কাছে আশ্রয় চায় ৷ ওই সেনাদের অসম রাইফেলসের ক্যাম্পে নিয়ে যাওয়া হয় ৷ পরে তাদের মধ্যে বেশির ভাগকে লাংগলেইতে স্থানান্তরিত করা হয় ৷ অসম রাইফেলস ওই সেনাদের দেখাশোনা করছিল বলে সরকারি সূত্রে খবর ৷ মায়ানমারের ওই সেনাদের নেতৃত্বে ছিলেন একজন কলোনেল ৷ এছাড়া 36 জন আধিকারিক এবং 240 জন নিম্নপদাধিকারী সেনা ছিলেন ৷

মায়ানমারে সশস্ত্র বাহিনীর সঙ্গে সেনাদের যুদ্ধের ফলে কমপক্ষে 635 জন সেনা ভারতের মিজোরামে পালিয়ে এসেছিল ৷ গত বছরের নভেম্বরে মিজোরাম থেকে 104 জন মায়ানমার সেনাকে মণিপুর ও মায়ানমারের সীমান্তবর্তী শহর মোরেতে পৌঁছে দেয় ভারতীয় বায়ু সেনা ৷ এই মাসের শুরুতে 255 জন সেনাকে লেঙ্গপুই বিমানবন্দর থেকে দেশে ফিরিয়ে নিয়ে যায় মায়ানমার সেনাবাহিনীর বিমান ৷ সোমবার তাঁদের মধ্যে 184 জনকে দেশে ফেরত পাঠানো হয়েছে ৷ আজ বাকি 92 জন সেনাকে মায়ানমারে নিয়ে যাওয়ার কথা ছিল ৷ ওই বিমানটি সেনাদের উদ্ধার করে মায়ানমারের রাখাইনে নিয়ে যাচ্ছিল ৷

আরও পড়ুন:

  1. মায়ানমার থেকে মিজোরামে পালিয়ে আসা সেনাদের ফেরানো হবে, জানাল কেন্দ্রীয় সরকার
  2. বাংলাদেশের মতোই রক্ষা করা হবে মায়ানমার সীমান্ত, জানালেন অমিত শাহ
  3. মায়ানমারে আকাশপথে হামলায় 9 শিশু-সহ 17 জনের মৃত্যু, দায় এড়াল বায়ুসেনা
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.