বেঙ্গালুরু, 23 মে: নাতিকে সতর্ক করে খোলা চিঠি দিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়া ৷ বৃহস্পতিবার তিনি তাঁর নাতি তথা সাসপেন্ড হওয়া জেডি (এস) নেতা প্রজ্জ্বল রেভান্নাকে অবিলম্বে দেশে ফিরে আসতে বলেছেন ৷
প্রজ্জ্বলের বিরুদ্ধে বহু মহিলার যৌন নিপীড়নের অভিযোগ রয়েছে । তারই প্রেক্ষিতে বৃহস্পতিবার নিজের এক্স অ্যাকাউন্টে একটি খোলা চিঠি লিখেছেন দেবগৌড়া ৷ তাতে লেখা, "আমি প্রজ্জ্বল রেভান্নাকে সতর্ক করে বলছি, অবিলম্বে ফিরে এসে আইনি প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হোক ৷ ও যেন আমার ধৈর্যের আর পরীক্ষা না নেয় ৷"
চিঠিতে জেডি (এস) সুপ্রিমো দেবগৌড়া বলেন, "আমি 18 মে যখন পুজো দিতে মন্দিরে যাচ্ছিলাম, তখন প্রজ্জ্বল রেভান্না সম্পর্কে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলি । ও আমাকে, আমার পুরো পরিবারকে, আমার সহকর্মী ও বন্ধুবান্ধব এবং দলের কর্মীদের যে আঘাত করেছে, সেই ধাক্কা থেকে বেরিয়ে আসতে আমার কিছুটা সময় লেগেছে । আমি আগেই বলেছি যে, দোষী প্রমাণিত হলে ওকে আইনের অধীনে কঠোরতম শাস্তি দেওয়া উচিত ।"
তিনি আরও লেখেন, "আমার ছেলে তথা কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী, এই কেলেঙ্কারি শুরুর দিন থেকে ওর বিরুদ্ধে সওয়াল করেছেন ৷ গত কয়েক সপ্তাহে লোকেরা আমার এবং আমার পরিবারের বিরুদ্ধে কঠোরতম শব্দ ব্যবহার করেছেন । আমি তাঁদের থামানোর চেষ্টা করছি না ৷ সমস্ত তথ্য না পাওয়া পর্যন্ত আমি মানুষকে বোঝাতে পারছি না যে, আমি প্রজ্জ্বলের কার্যকলাপ সম্পর্কে অবগত ছিলাম না ৷"
এইচডি দেবগৌড়া বলেন যে, তাঁর নাতিকে রক্ষা করার কোনও ইচ্ছা তাঁর নেই । তাঁর কথায়, "আমি বোঝাতে পারছি না যে, তাঁকে রক্ষা করার আমার কোনও ইচ্ছা নেই । আমি তাঁর গতিবিধি সম্পর্কে সচেতন নই এবং আমি তাঁর বিদেশভ্রমণ সম্পর্কেও অবগত নই । আমি আমার বিবেকের উত্তর দিতে বিশ্বাস করি । আমি ঈশ্বরে বিশ্বাস করি এবং আমি জানি সর্বশক্তিমান সত্য জানেন ৷"
আরও পড়ুন: