মুম্বই, 27 জানুয়ারি: সোশাল মিডিয়ায় পরিচয় হওয়া যুবকের সঙ্গে পার্টিতে গিয়েছিলেন ৷ অভিযোগ সেখানে যুবতীকে জবরদস্তি অতিরিক্ত মদ্যপান করিয়ে, তাঁকে ধর্ষণ করে অভিযুক্ত যুবক ৷ এমনকি বাধা দিলে যুবতীকে মারধর করা হয় বলেও অভিযোগ উঠেছে ৷ মুম্বইয়ের এই ঘটনায় দু’সপ্তাহ পেরিয়ে গেলেও পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি ৷ যদিও, নির্যাতিতা তাঁর সোশাল মিডিয়ায় অভিযোগ করেছেন, সেই যুবক প্রকাশ্যেই ঘুরে বেড়াচ্ছেন ৷
বিষয়টি প্রকাশ্যে আসে যখন ওই যুবতী তাঁর সোশাল মিডিয়ায় ঘটনাটি নিয়ে পোস্ট করেন ৷ তিনি জানিয়েছেন, সোশাল মিডিয়ায় অভিযুক্ত যুবকের সঙ্গে তাঁর পরিচয় হয়েছিল ৷ গত 13 জানুয়ারি রাতে ওই যুবক তাঁকে নিয়ে মুম্বইয়ের একটি ক্লাবে পার্টিতে যান ৷ সেখানে দু’জনে সামান্য মদ্যপান করেন ৷ কিন্তু, ওই যুবক তাঁকে জবরদস্তি করেন আরও মদ্যপানের জন্য ৷ এমনকী জোর করে বেশ কয়েকবার মদ্যপান করান বলেও অভিযোগ ৷ এর পরেই তিনি জ্ঞান হারান ৷ এরপর চোখ খুলতেই নিজেকে একটি ঘরে দেখতে পান ৷
যুবতী অভিযোগ করেছেন, সেই ঘরে ওই যুবকও ছিলেন ৷ তাঁর জ্ঞান ফিরলেও, মদ্যপানের কারণে তিনি উঠতে পারছিলেন না ৷ সেই সময় যুবক তাঁকে ধর্ষণ করেন ৷ এমনকি তিনি বাধা দিতে গেলে, একাধিকবার চড় মারে অভিযুক্ত ৷ তিনি জানিয়েছেন, যেখানে তাঁকে ধর্ষণ করা হয়েছিল, সেটি অভিযুক্তের কোনও এক বন্ধুর বাড়ি ছিল ৷ একসপ্তাহ আগে এই পুরো ঘটনার কথা তিনি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন ৷
নির্যাতিতা জানিয়েছেন, তিনি ওই দিন রাতেই নিজের তুতোদাদাকে বিষয়টি বলেন ৷ তিনিই ওই যুবতীকে ঘটনাস্থল থেকে বাড়ি নিয়ে যান ৷ তবে, এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন তিনি ৷ জানিয়েছেন, ঘটনার পরেই পুলিশে অভিযোগ দায়ের করেছিলেন ৷ কিন্তু, অভিযুক্ত পুলিশ গ্রেফতার করেনি ৷ তিনি সোশাল মিডিয়ায় পুরো ঘটনা প্রকাশ করার পরেই, পুলিশ ধর্ষণের পাশাপাশি, আরও একাধিক ধারায় অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর করেছে ৷ অন্যদিকে, সপ্তাহখানেক আগে বিষয়টি জনসমক্ষে আসার পর নির্যাতিতার বাবা-মা ঘটনার কথা জানতে পারেন ৷ এরপর তাঁরাও পুলিশের দারস্থ হয়েছেন ৷
অন্যদিকে যুবতী অভিযোগ করেছেন, অভিযুক্ত ঘটনার পরেও তাঁর সঙ্গে যোগাযোগ করেছেন ৷ নির্যাতিতার কাছে ক্ষমতা চেয়ে এফআইআর তুলে নেওয়ার জন্য চাপও দেন বলেও অভিযোগ উঠেছে ৷ তার পরেও পুলিশ কেন অভিযুক্তকে গ্রেফতার করতে পারল না ? সেই প্রশ্ন উঠছে ৷
আরও পড়ুন: