মুম্বই, 7 ডিসেম্বর: প্রধানমন্ত্রীকে প্রাণনাশের হুমকিতে জড়িত ব্যক্তিকে হাতেনাতে ধরল পুলিশ ৷ রাজস্থানের অজমের পুলিশ এবং এটিএস যৌথ অভিযান চালিয়ে অজমের স্টেশন থেকে অভিযুক্তকে গ্রেফতার করেছে ৷ সরকারি সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে প্রধানমন্ত্রীকে খুনের হুমকি দিয়ে হোয়াটসঅ্যাপ মেসেজ আসে মুম্বই পুলিশের কাছে ৷ পুলিশ সঙ্গে সঙ্গে খবর পাঠায় অজমেরে ৷ সেই সূত্র ধরেই এই গ্রেফতারি বলে জানা গিয়েছে ৷
এদিন যে নম্বর থেকে এই হুমকির হোয়াটসঅ্যাপ বার্তাটি আসে, সেটি রাজস্থানের অজমেরের বলে চিহ্নিত করে মুম্বই পুলিশ ৷ এক আধিকারিক জানিয়েছেন, যার নম্বর থেকে হুমকি এসেছে তাকে ধরতে সঙ্গে সঙ্গে পুলিশের একটি দল অজমেরের উদ্দেশে রওনা দিয়েছে ৷ এদিন দিনের শুরুতে মুম্বইয়ের ট্রাফিক পুলিশের হেল্পলাইন নম্বরে এই হোয়াটসঅ্যাপ মেসেজ আসে ৷ এগারো দিনের মাথায় ফের প্রাণনাশের হুমকি প্রধানমন্ত্রী মোদিকে ৷ বোমা বিস্ফোরণে স্বয়ং প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি বার্তা পেল পুলিশ ৷
এর আগে 27 নভেম্বর প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিয়ে ফোন এসেছিল মুম্বই পুলিশের কাছে ৷ এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হত্যার হুমকি বার্তায় দু'জন আইএসআই এজেন্টের কথা জানানো হয় ৷ পাশাপাশি আরও জানানো হয়, প্রধানমন্ত্রী মোদিকে নিশানা করে বোমা বিস্ফোরণে ছক কষা হচ্ছে ৷ তদন্তকারীদের প্রাথমিক অনুমান, এই মেসেজ যে পাঠিয়েছে হয় সে মানসিকভাবে অসুস্থ, আর নয়তো, সে মদ্যপ অবস্থায় এই মেসেজ পাঠিয়েছে ৷ সত্যঘটনা জানতে পুলিশ তদন্ত করছে বলে জানান পুলিশের আধিকারিক ৷
এই ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারায় একটি এফআইআর দায়ের করা হয় ৷ এই প্রথম নয়, এর আগে আরও অনেকবার মুম্বই পুলিশের ট্রাফিকের হেল্পলাইনে এমন প্রাণে মেরে ফেলার হুমকি বার্তা এসেছে ৷ গত 27 নভেম্বর, বুধবার প্রধানমন্ত্রী মোদিকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে সকাল 9টা নাগাদ ফোন এসেছিল মুম্বই পুলিশের প্রধান কন্ট্রোল রুমে ৷
পরের দিনই 34 বছর বয়সি এক মহিলাকে আটক করে পুলিশ ৷ ফোন কলারের লোকশন ট্র্যাক করে মহিলাকে আটক করে পুলিশ ৷ প্রধানমন্ত্রীকে হত্যার পরিকল্পনা নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় ৷ পুলিশ জানায়, সে নিছক মজার ছলেই এমন হুমকি ফোন করেছিল ৷ এর আগেও একাধিক বার প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি বার্তা পেয়েছে পুলিশ ৷
গত 7 নভেম্বর শাহরুখ খানকে খুনের হুমকি দিয়ে ফোন আসে মুম্বইয়ের বান্দ্রা থানায় ৷ বাদশার প্রাণের বিনিময়ে 50 লক্ষ টাকা দাবি করা হয় ৷ পরে ছত্তিশগড়ের এক আইনজীবী ফাইজান খানকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ ৷ এদিকে দীর্ঘদিন ধরে ভাইজান সলমন খানকে হত্যার হুমকি ফোন-মেসেজ আসছে ৷ এই ঘটনায় লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নাম জড়িয়েছে ৷