ETV Bharat / bharat

জলন্ধরে মাদক-সহ গ্রেফতার সাংসদ অমৃতপাল সিংয়ের ভাই - AMRITPAL SINGH - AMRITPAL SINGH

MP Amritpal Singh's Brother Arrested: মাদক সেবন নিয়ে একাধিকবার সুর চড়িয়েছেন সাংসদ তথা খালিস্তানি নেতা অমৃতপাল সিং ৷ এবার মাদক-সহ তাঁর ভাইকেই গ্রেফতার করল জলন্ধর গ্রামীণ পুলিশ ৷

MP Amritpal Singh Brother Arrested
গ্রেফতার অমৃতপাল সিংয়ের ভাই (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 12, 2024, 3:27 PM IST

চণ্ডীগড়, 12 জুলাই: মাদক-সহ গ্রেফতার সাংসদ তথা খালিস্তান সমর্থক অমৃতপাল সিংয়ের ভাই হরপ্রিত সিং ৷ সূত্রের খবর, হরপ্রিতকে গ্রেফতার করেছে জলন্ধরের গ্রামীণ পুলিশ ৷ তাঁর কাছ থেকে 5 গ্রাম মাদক উদ্ধার করা হয়েছে ৷ হরপ্রিতের সঙ্গে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর ৷ আপাতত অসমের জেলে বন্দি অমৃতপাল । এবারও গ্রেফতার হলেন তাঁর ভাইও।

ঘটনার ভিডিয়োগ্রাফিও করেছে পুলিশ ৷ সেই ভিজিয়োতে স্পষ্ট দেখা গিয়েছে, অমৃতপাল সিংয়ের ভাই মাদক সেবন করছেন । যদিও পরিবারের তরফে এই বিষয়ে এখনও কোনও মন্তব্য করা হয়নি ৷ জলন্ধর পুলিশের এসএসপি অঙ্কুর গুপ্ত জানিয়েছেন, গ্রেফতারের সময় নেশাগ্রস্ত ছিলেন হরপ্রিত ৷ শারীরিক পরীক্ষার জন্য তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷

উল্লেখ্য, মাদক সেবনের বিরুদ্ধে বেশ কয়েকবার সুর চড়াতে দেখা যায় শ্রী খাদুর শাহিবের সাংসদকে ৷ শুধু তাই নয়, গ্রামে একটি নেশামুক্তি অভিযানও শুরু করেন অমৃতপাল ৷ এরপর শীঘ্রই উস্কানিমূলক এবং খালিস্তানপন্থী বিবৃতি দিতে শুরু করেন তিনি । সেই ঘটনায় প্রথমে তাঁর এক সহযোগীকে আটক করা হয় ৷ সেই ঘটনার প্রতিবাদে আজনালা থানায় প্রতিবাদ করেন অমৃতপাল । থানায় হামলারও অভিযোগ ওঠে অমৃতপাল সিং ও তাঁর সমর্থকদের বিরুদ্ধে ৷ পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন বলেও অভিযোগ ওঠে ৷ এরপরই তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ ৷ পরে গ্রেফতারও করা হয় তাঁকে ৷ তবে মাদক সেবনের অভিযোগে তাঁর ভাইয়ের গ্রেফতারির ঘটনায় পঞ্জাবের রাজনৈতিক মহলে উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন ৷

অন্যদিকে, ঘটনাটি প্রকাশ্যে আসতেই বিরোধীদের তীব্র কটাক্ষের মুখে পড়েছেন অমৃতপাল সিং ৷ কংগ্রেস নেতা কুলবীর জিরা বলেন, "এই ঘটনা সমগ্র শিখ সম্প্রদায়ের মানুষের লজ্জায় ফেলে দিয়েছে ৷" উল্লেখ্য, সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে খাদুর সাহেব কেন্দ্র থেকে অমৃতপালের বিপক্ষে লড়াই করেন জিরা ৷ আর এই নির্বাচনে দাদার হয়ে প্রচার করতে দেখা যায় হরপ্রিতকে ৷ এখন তাঁর ডোপ টেস্টের দাবি তুলেছেন কংগ্রেস নেতা ৷

চণ্ডীগড়, 12 জুলাই: মাদক-সহ গ্রেফতার সাংসদ তথা খালিস্তান সমর্থক অমৃতপাল সিংয়ের ভাই হরপ্রিত সিং ৷ সূত্রের খবর, হরপ্রিতকে গ্রেফতার করেছে জলন্ধরের গ্রামীণ পুলিশ ৷ তাঁর কাছ থেকে 5 গ্রাম মাদক উদ্ধার করা হয়েছে ৷ হরপ্রিতের সঙ্গে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর ৷ আপাতত অসমের জেলে বন্দি অমৃতপাল । এবারও গ্রেফতার হলেন তাঁর ভাইও।

ঘটনার ভিডিয়োগ্রাফিও করেছে পুলিশ ৷ সেই ভিজিয়োতে স্পষ্ট দেখা গিয়েছে, অমৃতপাল সিংয়ের ভাই মাদক সেবন করছেন । যদিও পরিবারের তরফে এই বিষয়ে এখনও কোনও মন্তব্য করা হয়নি ৷ জলন্ধর পুলিশের এসএসপি অঙ্কুর গুপ্ত জানিয়েছেন, গ্রেফতারের সময় নেশাগ্রস্ত ছিলেন হরপ্রিত ৷ শারীরিক পরীক্ষার জন্য তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷

উল্লেখ্য, মাদক সেবনের বিরুদ্ধে বেশ কয়েকবার সুর চড়াতে দেখা যায় শ্রী খাদুর শাহিবের সাংসদকে ৷ শুধু তাই নয়, গ্রামে একটি নেশামুক্তি অভিযানও শুরু করেন অমৃতপাল ৷ এরপর শীঘ্রই উস্কানিমূলক এবং খালিস্তানপন্থী বিবৃতি দিতে শুরু করেন তিনি । সেই ঘটনায় প্রথমে তাঁর এক সহযোগীকে আটক করা হয় ৷ সেই ঘটনার প্রতিবাদে আজনালা থানায় প্রতিবাদ করেন অমৃতপাল । থানায় হামলারও অভিযোগ ওঠে অমৃতপাল সিং ও তাঁর সমর্থকদের বিরুদ্ধে ৷ পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন বলেও অভিযোগ ওঠে ৷ এরপরই তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ ৷ পরে গ্রেফতারও করা হয় তাঁকে ৷ তবে মাদক সেবনের অভিযোগে তাঁর ভাইয়ের গ্রেফতারির ঘটনায় পঞ্জাবের রাজনৈতিক মহলে উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন ৷

অন্যদিকে, ঘটনাটি প্রকাশ্যে আসতেই বিরোধীদের তীব্র কটাক্ষের মুখে পড়েছেন অমৃতপাল সিং ৷ কংগ্রেস নেতা কুলবীর জিরা বলেন, "এই ঘটনা সমগ্র শিখ সম্প্রদায়ের মানুষের লজ্জায় ফেলে দিয়েছে ৷" উল্লেখ্য, সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে খাদুর সাহেব কেন্দ্র থেকে অমৃতপালের বিপক্ষে লড়াই করেন জিরা ৷ আর এই নির্বাচনে দাদার হয়ে প্রচার করতে দেখা যায় হরপ্রিতকে ৷ এখন তাঁর ডোপ টেস্টের দাবি তুলেছেন কংগ্রেস নেতা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.