ETV Bharat / bharat

নাবালিকাকে ধর্ষণ করে খুন, দেহ খালে ফেলে দিল তিন নাবালক ! - Andhra Pradesh Minor Rape Case - ANDHRA PRADESH MINOR RAPE CASE

Three juvenile boys allegdly rapes minor girl: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল তিন নাবালকের বিরুদ্ধে। শুধু তাই নয়, জানাজানির ভয়ে দেহটিকে খালে ফেলে দেওয়া হয়। জাতীয় বিপর্যয় মোকাবিলা দলকে নামিয়ে তল্লাশি শুরু করেছে প্রশাসন। তবে দেহ এখনও উদ্ধার হয়নি ৷

Three juvenile boys allegdly rapes minor girl
অন্ধ্রপ্রদেশে ভয়াবহ ঘটনা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 11, 2024, 7:14 PM IST

নন্দায়ালা (অন্ধ্রপ্রদেশ) 11 জুলাই: ভয়াবহ ঘটনার সাক্ষী অন্ধ্রপ্রদেশ। অভিযোগ, তিন নাবালকের লালসার শিকার বছর নয়ের নাবালিকা। শুধু তাই নয়, ধর্ষণ ও খুনের পর এই তিনজন ওই নাবালিকার দেহ একটি খালে ফেলে দেয় বলে অভিযোগ। ওই তিনজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে নাবালিকার দেহ এখনও খুঁজে পাওয়া যায়নি। এলাকার খালে তল্লাশি শুরু করেছে পুলিশ। সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, সকলেরই বাড়ি নন্দায়ালা এলাকার একটি গ্রামে।

ওই গ্রামেই ঘটনাটি ঘটেছে। স্থানীয় পুলিশ সুপার কে রঘুবীরা রেড্ডি জানিয়েছেন, রবিবার বিকেলে গ্রামের একটি পার্কে খেলছিল ওই নাবালিকা। ঠিক তখনই ওই তিনজন ঘটনাস্থলে পৌঁছয়। এরপর তাকে ধর্ষণ করে খুন করা হয় বলে পুলিশের প্রাথমিক অনুমান। কেউ যাতে জানতে না পারে, তাই নাবালিকার দেহ গ্রামের একটি খালে ফেলে পালিয়ে যায়। এদিকে, রাত পর্যন্ত বাড়ি না-ফেরায় নাবালিকার বাবা-মা থানায় মিসিং ডায়েরি করেন।

অভিযুক্তদের সম্পর্কেও জানা গিয়েছে পুলিশ সূত্রে। এই তিনজনের মধ্যে একজনের বয়স 15 বছর। বাকি দু'জনের বয়স 12 বছর। ঘটনার দিন পার্কে এই তিনজনের সঙ্গে নাবালিকাকে কথা বলতে দেখেছিলেন কয়েকজন। মিসিং ডায়েরি দায়ের হওয়ার পর এই তিনজনের সঙ্গে কথা বলে পুলিশ।

জেরায় নৃশংস এই ঘটনার কথা স্বীকার করে নেয় তিন নাবালক। তাদের থেকেই পুলিশ জানতে পারে নাবালিকার দেহ খালে ফেলা হয়েছিল। কয়েকটি সূত্র ধরে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ। তিনজনকে আপাতত নিজেদের হেফাজতে রেখেছে পুলিশ। তবে তাঁদের এখনও সরকারিভাবে গ্রেফতার করা হয়নি বলে খবর। অন্যদিকে, দেহ উদ্ধারের কাজে সাহায্য করতে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর বিশেষ টিমকেও নামানো হয়েছে। তারা খালের প্রতিটি অংশে তল্লাশি চালাচ্ছে। দেহটি এখান থেকে কোন দিকে ভেসে যেতে পারে তাও দেখা হচ্ছে।

নন্দায়ালা (অন্ধ্রপ্রদেশ) 11 জুলাই: ভয়াবহ ঘটনার সাক্ষী অন্ধ্রপ্রদেশ। অভিযোগ, তিন নাবালকের লালসার শিকার বছর নয়ের নাবালিকা। শুধু তাই নয়, ধর্ষণ ও খুনের পর এই তিনজন ওই নাবালিকার দেহ একটি খালে ফেলে দেয় বলে অভিযোগ। ওই তিনজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে নাবালিকার দেহ এখনও খুঁজে পাওয়া যায়নি। এলাকার খালে তল্লাশি শুরু করেছে পুলিশ। সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, সকলেরই বাড়ি নন্দায়ালা এলাকার একটি গ্রামে।

ওই গ্রামেই ঘটনাটি ঘটেছে। স্থানীয় পুলিশ সুপার কে রঘুবীরা রেড্ডি জানিয়েছেন, রবিবার বিকেলে গ্রামের একটি পার্কে খেলছিল ওই নাবালিকা। ঠিক তখনই ওই তিনজন ঘটনাস্থলে পৌঁছয়। এরপর তাকে ধর্ষণ করে খুন করা হয় বলে পুলিশের প্রাথমিক অনুমান। কেউ যাতে জানতে না পারে, তাই নাবালিকার দেহ গ্রামের একটি খালে ফেলে পালিয়ে যায়। এদিকে, রাত পর্যন্ত বাড়ি না-ফেরায় নাবালিকার বাবা-মা থানায় মিসিং ডায়েরি করেন।

অভিযুক্তদের সম্পর্কেও জানা গিয়েছে পুলিশ সূত্রে। এই তিনজনের মধ্যে একজনের বয়স 15 বছর। বাকি দু'জনের বয়স 12 বছর। ঘটনার দিন পার্কে এই তিনজনের সঙ্গে নাবালিকাকে কথা বলতে দেখেছিলেন কয়েকজন। মিসিং ডায়েরি দায়ের হওয়ার পর এই তিনজনের সঙ্গে কথা বলে পুলিশ।

জেরায় নৃশংস এই ঘটনার কথা স্বীকার করে নেয় তিন নাবালক। তাদের থেকেই পুলিশ জানতে পারে নাবালিকার দেহ খালে ফেলা হয়েছিল। কয়েকটি সূত্র ধরে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ। তিনজনকে আপাতত নিজেদের হেফাজতে রেখেছে পুলিশ। তবে তাঁদের এখনও সরকারিভাবে গ্রেফতার করা হয়নি বলে খবর। অন্যদিকে, দেহ উদ্ধারের কাজে সাহায্য করতে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর বিশেষ টিমকেও নামানো হয়েছে। তারা খালের প্রতিটি অংশে তল্লাশি চালাচ্ছে। দেহটি এখান থেকে কোন দিকে ভেসে যেতে পারে তাও দেখা হচ্ছে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.