ETV Bharat / bharat

পুলওয়ামায় সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে নিহত অজ্ঞাতপরিচয় সন্ত্রাসবাদী - Encounter In Pulwama - ENCOUNTER IN PULWAMA

Encounter In Pulwama: পুলওয়ামায় সেনা-জঙ্গি গুলির লড়াই ৷ এক জঙ্গি নিহত৷ তাঁর পরিচয় এখনও জানা যায়নি ৷ বৃহস্পতিবার সেকালে এই ঘটনা ঘটে ৷

Security Forces
Security Forces
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 11, 2024, 12:52 PM IST

পুলওয়ামা, 11 এপ্রিল: ফের সেনা-জঙ্গি গুলির লড়াইয়ের খবর মিলল জম্মু ও কাশ্মীরে ৷ সেখানকার দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলায় এই ঘটনা ঘটেছে ৷ জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল থেকে পুলওয়ামার ফ্রাসিপোরা এলাকায় এই গুলির লড়াই শুরু হয় ৷

জম্মু ও কাশ্মীর পুলিশের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, যেখানে ওই ঘটনা ঘটেছে, সেখানে জঙ্গিরা লুকিয়ে রয়েছে বলে সূত্র মারফত খবর এসেছিল ৷ সেই কারণেই সেনা ও পুলিশের যৌথবাহিনী সেখানে বৃহস্পতিবার ভোরে অভিযান চালায় ৷ জঙ্গিরা যেখানে লুকিয়ে ছিল বলে খবর এসেছিল, সেখানে যৌথবাহিনী পৌঁছেও যায় ৷ তখনই জঙ্গিদের তরফে আচমকাই গুলি চালানো শুরু হয় ৷ তখন জওয়ানরাও পালটা জবাব দিতে শুরু করে ৷

এই গুলির লড়াইয়ে নিহত হয় এক জঙ্গি ৷ তার পর গুলির লড়াই শেষ হয় ৷ ওই জঙ্গিকে সনাক্তকরণের কাজ শুরু হয়েছে ৷ পাশাপাশি সংশ্লিষ্ট এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে বাহিনী ৷ সেখানে আর কোনও জঙ্গি লুকিয়ে রয়েছে কি না, সেটাই খতিয়ে দেখা হচ্ছে ৷ এর চেয়ে বেশি তথ্য পুলিশ বা সেনার তরফে জানানো হয়নি ৷

উল্লেখ্য, পুলওয়ামা দক্ষিণ কাশ্মীরের সেই এলাকা, যেখানে পাঁচবছর আগে ভয়াবহ জঙ্গি হামলা হয়েছিল ৷ সেনার কনভয়ে আত্মঘাতী হামলার জেরে প্রায় 40 জন জওয়ান শহিদ হন ৷ তার পর পাকিস্তানের বালাকোটে এয়ার স্ট্রাইক করে জঙ্গিদের শিবিরে হামলা চালায় ভারতীয় বায়ুসেনা ৷

তবে শুধু পুলওয়ামা নয়, জম্মু ও কাশ্মীরের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় সেনা-জঙ্গির গুলির লড়াইয়ের খবর পাওয়া যায় ৷ এনকাউন্টারে জঙ্গিদের নিহত হওয়ার খবরও গত কয়েকবছরে বেশ কয়েকবার পাওয়া গিয়েছে ৷ অনেকের পরিচয় জানা যায় ৷ অনেক ক্ষেত্রে জঙ্গিদের পরিচয় অজ্ঞাতই থেকে যায় ৷

আরও পড়ুন:

  1. পুলওয়ামা জঙ্গি হামলার পাঁচ বছর, শহিদদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী মোদি
  2. পুঞ্চে সেনার গাড়িতে পুলওয়ামার মতো জঙ্গি হামলা, শহিদ 4 জওয়ান
  3. বছর শুরুর দিনেই উপত্যকায় অশান্তি, জওয়ানের হাত থেকে অস্ত্র ছিনতাই

পুলওয়ামা, 11 এপ্রিল: ফের সেনা-জঙ্গি গুলির লড়াইয়ের খবর মিলল জম্মু ও কাশ্মীরে ৷ সেখানকার দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলায় এই ঘটনা ঘটেছে ৷ জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল থেকে পুলওয়ামার ফ্রাসিপোরা এলাকায় এই গুলির লড়াই শুরু হয় ৷

জম্মু ও কাশ্মীর পুলিশের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, যেখানে ওই ঘটনা ঘটেছে, সেখানে জঙ্গিরা লুকিয়ে রয়েছে বলে সূত্র মারফত খবর এসেছিল ৷ সেই কারণেই সেনা ও পুলিশের যৌথবাহিনী সেখানে বৃহস্পতিবার ভোরে অভিযান চালায় ৷ জঙ্গিরা যেখানে লুকিয়ে ছিল বলে খবর এসেছিল, সেখানে যৌথবাহিনী পৌঁছেও যায় ৷ তখনই জঙ্গিদের তরফে আচমকাই গুলি চালানো শুরু হয় ৷ তখন জওয়ানরাও পালটা জবাব দিতে শুরু করে ৷

এই গুলির লড়াইয়ে নিহত হয় এক জঙ্গি ৷ তার পর গুলির লড়াই শেষ হয় ৷ ওই জঙ্গিকে সনাক্তকরণের কাজ শুরু হয়েছে ৷ পাশাপাশি সংশ্লিষ্ট এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে বাহিনী ৷ সেখানে আর কোনও জঙ্গি লুকিয়ে রয়েছে কি না, সেটাই খতিয়ে দেখা হচ্ছে ৷ এর চেয়ে বেশি তথ্য পুলিশ বা সেনার তরফে জানানো হয়নি ৷

উল্লেখ্য, পুলওয়ামা দক্ষিণ কাশ্মীরের সেই এলাকা, যেখানে পাঁচবছর আগে ভয়াবহ জঙ্গি হামলা হয়েছিল ৷ সেনার কনভয়ে আত্মঘাতী হামলার জেরে প্রায় 40 জন জওয়ান শহিদ হন ৷ তার পর পাকিস্তানের বালাকোটে এয়ার স্ট্রাইক করে জঙ্গিদের শিবিরে হামলা চালায় ভারতীয় বায়ুসেনা ৷

তবে শুধু পুলওয়ামা নয়, জম্মু ও কাশ্মীরের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় সেনা-জঙ্গির গুলির লড়াইয়ের খবর পাওয়া যায় ৷ এনকাউন্টারে জঙ্গিদের নিহত হওয়ার খবরও গত কয়েকবছরে বেশ কয়েকবার পাওয়া গিয়েছে ৷ অনেকের পরিচয় জানা যায় ৷ অনেক ক্ষেত্রে জঙ্গিদের পরিচয় অজ্ঞাতই থেকে যায় ৷

আরও পড়ুন:

  1. পুলওয়ামা জঙ্গি হামলার পাঁচ বছর, শহিদদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী মোদি
  2. পুঞ্চে সেনার গাড়িতে পুলওয়ামার মতো জঙ্গি হামলা, শহিদ 4 জওয়ান
  3. বছর শুরুর দিনেই উপত্যকায় অশান্তি, জওয়ানের হাত থেকে অস্ত্র ছিনতাই
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.