দুঙ্গারপুর (রাজস্থান), 26 জুন: মেডিক্যাল কলেজে ব়্যাগিংয়ের অভিযোগ ৷ রাজস্থানের দুঙ্গারপুর মেডিক্যাল কলেজে ঘটনাটি ঘটেছে ৷ সেখানে এমবিবিএস-এর প্রথম বর্ষের এক ছাত্রের সঙ্গে র্যাগিং করা হয়েছে বলে অভিযোগ ৷ এর জেরে ওই পড়ুয়ার কিডনি ও লিভার ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ তাঁর ডায়ালিসিসও করতে হয় বলে জানা গিয়েছে ।
ওই মেডিক্যাল কলেজের অ্যান্টি র্যাগিং কমিটি বিষয়টি খতিয়ে দেখেছে ৷ ওই কমিটির তদন্তেও র্যাগিংয়ের অভিযোগের সত্যতা মিলেছে ৷ সেই কারণে কলেজ থেকে সাসপেন্ড করা হয়েছে দ্বিতীয় বর্ষের সাতজন শিক্ষার্থীকে । একই সঙ্গে স্থানীয় সদর থানায় ওই সাত শিক্ষার্থীর বিরুদ্ধে বিভিন্ন ধারায় অভিযোগ দায়ের করেছেন ওই মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ।
তিনশোরও বেশি ওঠ-বোস করানো হয়: পুলিশ জানিয়েছে যে দুঙ্গারপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ এস বালা মারগুনাভেলু অভিযোগ দায়ের করেছেন । সেই অভিযোগ অনুযায়ী, র্যাগিংয়ের ঘটনাটি দেড় মাস আগে 15 মে ঘটেছে ৷ সেদিন প্রথম বর্ষের ওই ছাত্রকে দ্বিতীয় বর্ষের এক ছাত্র কলেজের কাছে একটি পাহাড়ে ডেকে নিয়ে যান ৷ সেখানে তাঁকে তিনশোরও বেশি ওঠ-বোস করতে বাধ্য করা হয় ।
এই কারণে তাঁর স্বাস্থ্যের অবনতি হয় । প্রথমে তাঁকে দুঙ্গারপুর হাসপাতালে ভরতি করা হয় ৷ সেখানে তাঁর শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় তাঁকে গুজরাতের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । আপাতত সেখানেই তিনি চিকিৎসাধীন ৷ ওই শিক্ষার্থীর কিডনি ও লিভারের ক্ষতি হয়েছে । এরপর চারবার ডায়ালিসিস করাতে হয় ওই ছাত্রকে ।
পঞ্চাশের বেশি শিক্ষার্থীর সঙ্গে র্যাগিং হয়েছে: ভুক্তভোগী শিক্ষার্থীর বাবার দাবি, শুধু তাঁর ছেলে নয়, ওই মেডিক্যাল কলেজের পঞ্চাশের বেশি পড়ুয়া ব়্যাগিংয়ের শিকার হয়েছেন ৷ দ্বিতীয় বর্ষের 40 জন ছাত্র একসঙ্গে প্রথম বর্ষের সব ছাত্রের উপর ব়্যাগিং করেন ৷ সেই সময় আরও তিন-চার পড়ুয়া অসুস্থ হয়ে পড়েন ৷ এঁদের মধ্যে একজন হাসপাতালে ভরতি ৷
এদিকে ব়্যাগিংয়ের শিকার হওয়া 20 জন পড়ুয়া ওই মেডিক্যাল কলেজের অ্যান্টি ব়্যাগিং কমিটির কাছে এই নিয়ে অভিযোগও করেন ৷ তার পরই বিষয়টি খতিয়ে দেখা শুরু হয় ৷ প্রয়োজন মতো ব্যবস্থাও নেওয়া হয় ৷