ETV Bharat / bharat

ওয়েনাড়ে মৃতের সংখ্যার বেড়ে 292, পরিস্থিতির উপর নজর রাখছেন প্রধানমন্ত্রী - Massive Landslides Hit Kerala - MASSIVE LANDSLIDES HIT KERALA

Massive Landslides Hit Kerala: ভগবানের আপন দেশে আবারও বড়সড় দুর্ঘটনা। ওয়েনাড় জেলার পাহাড়ি এলাকায় ভয়াবহ ধসে মৃতের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে ৷ সর্বশেষ পাওয়া খরব অনুযায়ী মৃতের সংখ্যা 292 ৷

Massive landslides In Kerala
ওয়েনাড়ে ভূমিধস (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 30, 2024, 9:46 AM IST

Updated : Aug 1, 2024, 6:49 PM IST

ওয়েনাড়, 30 জুলাই: 'ভগবানের আপন দেশে' ফের দুর্ঘটনা। ওয়েনাড় জেলার পাহাড়ি এলাকায় ভয়াবহ ভূমি ধসে প্রাণহানী ক্রমশ বেড়েই চলেছে। মৃতের সংখ্যা বেড়ে 292 ৷ এখনও পর্যন্ত 3000 জনকে উদ্ধার করা হয়েছে ৷ নিখোঁজের সংখ্যা এখনও 180 ৷ পরিস্থিতির উপর নজর রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আহতদের চিকিৎসা ও আশ্রয়ের জন্য 118টি ত্রাণ শিবির খোলা হয়েছে বলে জানিয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।

পাশাপাশি জেলার বেশ কয়েকটি এলাকার সঙ্গে বাকি অংশের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। প্রশাসন সূত্রের খবর, ধসে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে মুদাক্কাই, চুরালমালা, আট্টমালার মতো এলাকায়। এই সমস্ত অংশের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। আর তাই ক্ষয়ক্ষতির চিত্রটা এখনও পুরোটা স্পষ্ট নয় প্রশাসনের কাছে। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দৌপদ্রী মুর্মু ৷

দুর্ঘটনার পরপরই তৎপর হয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্য প্রশাসনের সমস্ত বিভাগ যেন অবিলম্বে কাজ শুরু করে, সেই নির্দেশ দেন তিনি । উদ্ধার কাজ দ্রুত শেষ করারও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী । পাশপাশি ধস কবলিত এলাকায় কেউ আটকে আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে যাচ্ছে বায়ুসেনার দুটি হেলিকপ্টার । এই ঘটনার মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

প্রধানমন্ত্রী ন্যাশনাল রিলিফ ফান্ড থেকে মৃতদের 2 লক্ষ টাকা ও আহতদের জন্য 50 হাজার টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে ৷ মৃতদের মধ্যে একটি এক বছরের শিশুও আছে । তাঁর বাড়ি নেপালে । পরিবারের সদস্যদের সঙ্গে কেরলে এসেছিল। ভয়াবহ ধসের জেরে থর্ন্ডাড জেলায় তার মৃত্য়ু হয়েছে।

একইসঙ্গে কেরলের বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মী ও এনডিআরএফের কয়েকটি দলের সদস্যরা উদ্ধারের কাজ শুরু করেছেন । এনডিআরএফের আরও একটি দল ঘটনাস্থলে যাচ্ছে বলে জানা গিয়েছে। বিধায়ক টি সিদ্দিকি জানিয়েছেন, মুদাক্কাই এলাকার পরিস্থিতি ভয়াবহ। কোনওভাবেই সেখানে পৌঁছতে পারছেন না উদ্ধারকারী দলের সদস্যরা। আর তাই আটকে পড়া বাসিন্দাদের এয়ারলিফ্ট করা হবে। তাঁর আরও দাবি, এই এলাকায় ঠিক কতজন মানুষের মৃত্যু হয়েছে বা কতজনের খোঁজ পাওয়া যাচ্ছে না, তা এখনই বলা সম্ভব নয়। ভয়াবহ ভূমি ধসের এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন ওয়েনাড়ের প্রাক্তন সাংসদ রাহুল গান্ধি ৷ ইতিমধ্যেই কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে কথা বলেছেন তিনি ৷

জাতীয় স্বাস্থ্য মিশনের সাহায্যে কন্ট্রোল রুম খুলেছে স্বাস্থ্য দফতর । কারও কোনও সাহায্য দরকার হলে 9656938689 এবং 8086010833 এই নম্বর দুটিতে যোগাযোগ করা যাবে । কানুর এলাকা থেকে ইতিমধ্যেই বেশ কিছু মানুষকে উদ্ধার করে নিরাপদ যাওয়ার নিয়ে আসার কাজ শুরু করেছে প্রশাসন । তবে এখানেও বাধার মুখে পড়তে হচ্ছে তাদের। কারণ, সকাল থেকেই কেরলের বিভিন্ন প্রান্তে নতুন করে প্রবল বৃষ্টি শুরু হয়েছে । এই ঘটনায় দুই দিনের (30 ও 31 জুলাই) রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে কেরল সরকার ৷

ওয়েনাড়, 30 জুলাই: 'ভগবানের আপন দেশে' ফের দুর্ঘটনা। ওয়েনাড় জেলার পাহাড়ি এলাকায় ভয়াবহ ভূমি ধসে প্রাণহানী ক্রমশ বেড়েই চলেছে। মৃতের সংখ্যা বেড়ে 292 ৷ এখনও পর্যন্ত 3000 জনকে উদ্ধার করা হয়েছে ৷ নিখোঁজের সংখ্যা এখনও 180 ৷ পরিস্থিতির উপর নজর রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আহতদের চিকিৎসা ও আশ্রয়ের জন্য 118টি ত্রাণ শিবির খোলা হয়েছে বলে জানিয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।

পাশাপাশি জেলার বেশ কয়েকটি এলাকার সঙ্গে বাকি অংশের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। প্রশাসন সূত্রের খবর, ধসে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে মুদাক্কাই, চুরালমালা, আট্টমালার মতো এলাকায়। এই সমস্ত অংশের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। আর তাই ক্ষয়ক্ষতির চিত্রটা এখনও পুরোটা স্পষ্ট নয় প্রশাসনের কাছে। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দৌপদ্রী মুর্মু ৷

দুর্ঘটনার পরপরই তৎপর হয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্য প্রশাসনের সমস্ত বিভাগ যেন অবিলম্বে কাজ শুরু করে, সেই নির্দেশ দেন তিনি । উদ্ধার কাজ দ্রুত শেষ করারও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী । পাশপাশি ধস কবলিত এলাকায় কেউ আটকে আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে যাচ্ছে বায়ুসেনার দুটি হেলিকপ্টার । এই ঘটনার মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

প্রধানমন্ত্রী ন্যাশনাল রিলিফ ফান্ড থেকে মৃতদের 2 লক্ষ টাকা ও আহতদের জন্য 50 হাজার টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে ৷ মৃতদের মধ্যে একটি এক বছরের শিশুও আছে । তাঁর বাড়ি নেপালে । পরিবারের সদস্যদের সঙ্গে কেরলে এসেছিল। ভয়াবহ ধসের জেরে থর্ন্ডাড জেলায় তার মৃত্য়ু হয়েছে।

একইসঙ্গে কেরলের বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মী ও এনডিআরএফের কয়েকটি দলের সদস্যরা উদ্ধারের কাজ শুরু করেছেন । এনডিআরএফের আরও একটি দল ঘটনাস্থলে যাচ্ছে বলে জানা গিয়েছে। বিধায়ক টি সিদ্দিকি জানিয়েছেন, মুদাক্কাই এলাকার পরিস্থিতি ভয়াবহ। কোনওভাবেই সেখানে পৌঁছতে পারছেন না উদ্ধারকারী দলের সদস্যরা। আর তাই আটকে পড়া বাসিন্দাদের এয়ারলিফ্ট করা হবে। তাঁর আরও দাবি, এই এলাকায় ঠিক কতজন মানুষের মৃত্যু হয়েছে বা কতজনের খোঁজ পাওয়া যাচ্ছে না, তা এখনই বলা সম্ভব নয়। ভয়াবহ ভূমি ধসের এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন ওয়েনাড়ের প্রাক্তন সাংসদ রাহুল গান্ধি ৷ ইতিমধ্যেই কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে কথা বলেছেন তিনি ৷

জাতীয় স্বাস্থ্য মিশনের সাহায্যে কন্ট্রোল রুম খুলেছে স্বাস্থ্য দফতর । কারও কোনও সাহায্য দরকার হলে 9656938689 এবং 8086010833 এই নম্বর দুটিতে যোগাযোগ করা যাবে । কানুর এলাকা থেকে ইতিমধ্যেই বেশ কিছু মানুষকে উদ্ধার করে নিরাপদ যাওয়ার নিয়ে আসার কাজ শুরু করেছে প্রশাসন । তবে এখানেও বাধার মুখে পড়তে হচ্ছে তাদের। কারণ, সকাল থেকেই কেরলের বিভিন্ন প্রান্তে নতুন করে প্রবল বৃষ্টি শুরু হয়েছে । এই ঘটনায় দুই দিনের (30 ও 31 জুলাই) রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে কেরল সরকার ৷

Last Updated : Aug 1, 2024, 6:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.