ওয়েনাড়, 30 জুলাই: 'ভগবানের আপন দেশে' ফের দুর্ঘটনা। ওয়েনাড় জেলার পাহাড়ি এলাকায় ভয়াবহ ভূমি ধসে প্রাণহানী ক্রমশ বেড়েই চলেছে। মৃতের সংখ্যা বেড়ে 292 ৷ এখনও পর্যন্ত 3000 জনকে উদ্ধার করা হয়েছে ৷ নিখোঁজের সংখ্যা এখনও 180 ৷ পরিস্থিতির উপর নজর রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আহতদের চিকিৎসা ও আশ্রয়ের জন্য 118টি ত্রাণ শিবির খোলা হয়েছে বলে জানিয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।
Pained by the loss of lives in massive landslides in Wayanad, Kerala. My condolences to the bereaved families. I pray for the speedy recovery of the injured and for the success of rescue operations.
— President of India (@rashtrapatibhvn) July 30, 2024
পাশাপাশি জেলার বেশ কয়েকটি এলাকার সঙ্গে বাকি অংশের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। প্রশাসন সূত্রের খবর, ধসে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে মুদাক্কাই, চুরালমালা, আট্টমালার মতো এলাকায়। এই সমস্ত অংশের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। আর তাই ক্ষয়ক্ষতির চিত্রটা এখনও পুরোটা স্পষ্ট নয় প্রশাসনের কাছে। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দৌপদ্রী মুর্মু ৷
Distressed by the landslides in parts of Wayanad. My thoughts are with all those who have lost their loved ones and prayers with those injured.
— Narendra Modi (@narendramodi) July 30, 2024
Rescue ops are currently underway to assist all those affected. Spoke to Kerala CM Shri @pinarayivijayan and also assured all possible…
দুর্ঘটনার পরপরই তৎপর হয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্য প্রশাসনের সমস্ত বিভাগ যেন অবিলম্বে কাজ শুরু করে, সেই নির্দেশ দেন তিনি । উদ্ধার কাজ দ্রুত শেষ করারও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী । পাশপাশি ধস কবলিত এলাকায় কেউ আটকে আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে যাচ্ছে বায়ুসেনার দুটি হেলিকপ্টার । এই ঘটনার মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
The Prime Minister has announced an ex-gratia of Rs. 2 lakh from PMNRF for the next of kin of each deceased in the landslides in parts of Wayanad. The injured would be given Rs. 50,000. https://t.co/1RSsknTtvo
— PMO India (@PMOIndia) July 30, 2024
প্রধানমন্ত্রী ন্যাশনাল রিলিফ ফান্ড থেকে মৃতদের 2 লক্ষ টাকা ও আহতদের জন্য 50 হাজার টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে ৷ মৃতদের মধ্যে একটি এক বছরের শিশুও আছে । তাঁর বাড়ি নেপালে । পরিবারের সদস্যদের সঙ্গে কেরলে এসেছিল। ভয়াবহ ধসের জেরে থর্ন্ডাড জেলায় তার মৃত্য়ু হয়েছে।
I am deeply anguished by the massive landslides near Meppadi in Wayanad. My heartfelt condolences go out to the bereaved families who have lost their loved ones. I hope those still trapped are brought to safety soon.
— Rahul Gandhi (@RahulGandhi) July 30, 2024
I have spoken to the Kerala Chief Minister and the Wayanad…
একইসঙ্গে কেরলের বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মী ও এনডিআরএফের কয়েকটি দলের সদস্যরা উদ্ধারের কাজ শুরু করেছেন । এনডিআরএফের আরও একটি দল ঘটনাস্থলে যাচ্ছে বলে জানা গিয়েছে। বিধায়ক টি সিদ্দিকি জানিয়েছেন, মুদাক্কাই এলাকার পরিস্থিতি ভয়াবহ। কোনওভাবেই সেখানে পৌঁছতে পারছেন না উদ্ধারকারী দলের সদস্যরা। আর তাই আটকে পড়া বাসিন্দাদের এয়ারলিফ্ট করা হবে। তাঁর আরও দাবি, এই এলাকায় ঠিক কতজন মানুষের মৃত্যু হয়েছে বা কতজনের খোঁজ পাওয়া যাচ্ছে না, তা এখনই বলা সম্ভব নয়। ভয়াবহ ভূমি ধসের এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন ওয়েনাড়ের প্রাক্তন সাংসদ রাহুল গান্ধি ৷ ইতিমধ্যেই কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে কথা বলেছেন তিনি ৷
Wayanad landslide | The catastrophe has resulted in the loss of 108 lives, with 128 individuals injured and receiving treatment in various hospitals: Kerala CM Pinarayi Vijayan
— ANI (@ANI) July 30, 2024
(File pic) pic.twitter.com/P6lH7KiRel
জাতীয় স্বাস্থ্য মিশনের সাহায্যে কন্ট্রোল রুম খুলেছে স্বাস্থ্য দফতর । কারও কোনও সাহায্য দরকার হলে 9656938689 এবং 8086010833 এই নম্বর দুটিতে যোগাযোগ করা যাবে । কানুর এলাকা থেকে ইতিমধ্যেই বেশ কিছু মানুষকে উদ্ধার করে নিরাপদ যাওয়ার নিয়ে আসার কাজ শুরু করেছে প্রশাসন । তবে এখানেও বাধার মুখে পড়তে হচ্ছে তাদের। কারণ, সকাল থেকেই কেরলের বিভিন্ন প্রান্তে নতুন করে প্রবল বৃষ্টি শুরু হয়েছে । এই ঘটনায় দুই দিনের (30 ও 31 জুলাই) রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে কেরল সরকার ৷