বেঙ্গালুরু, 24 জানুয়ারি: গাড়ি থামানোর জন্য বনেটের উপর চড়ে বসেছিলেন ব্যক্তি ৷ এরকম অবস্থায় ওই ব্যক্তিকে প্রায় 400 মিটার পর্যন্ত টেনে নিয়ে গেল গাড়িটি । 15 জানুয়ারি রাতে ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর মল্লেশ্বরামে। গাড়ির বনেটে থাকা অশ্বথ নামের ব্যক্তিকে টেনে নিয়ে যায় গাড়ির চালক মোহাম্মদ মুনির ৷ দৃশ্যটি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায় ।
জানা গিয়েছে, মল্লেশ্বরম সার্কেলের মারাম্মা মন্দিরের কাছে অশ্বথের ক্যাবের সঙ্গে সংঘর্ষ হয় মোহাম্মদ মুনিরের ৷ এই সময় অশ্বথ মুনিরকে তার গাড়ি থামাতে বলেন । গাড়ি না থামিয়ে সে পালানোর চেষ্টা করলে সামনে দাঁড়িয়ে থাকা অশ্বথ অভিযুক্ত মুনিরকে নামতে বলেন । কিন্তু মুনির না নেমে তৎক্ষণাৎ গাড়ি চালিয়ে দেয় বলে জানা গিয়েছে । এই সময়ে, গাড়ি থামাতে গাড়ির বনেটে চেপে পড়েন অশ্বথ ৷ এই অবস্থায় ক্যাব ড্রাইভার মুনির তাঁকে 400 মিটার পর্যন্ত টেনে নিয়ে যায় ।
অভিযুক্ত ব্যক্তি মল্লেশ্বরম 18 নম্বর ক্রস সিগন্যাল পর্যন্ত তার গাড়ি নিয়ে গিয়েছিল ৷ স্থানীয় লোকজন পিছনে দৌড়ে গেলেও গাড়ি থামায়নি । এরপর মুনির মাঝপথে হঠাৎ অশ্বথকে নামানোর চেষ্টা করেন। এমতাবস্থায় ট্রাফিক সিগন্যালের কাছে অভিযুক্তের গাড়ি থামায় স্থানীয়রা । মল্লেশ্বরম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়ির চালককে হেফাজতে নিয়ে একটি এনসিআর দায়ের করে । এ বিষয়ে বেঙ্গালুরু ট্রাফিক পুলিশের যুগ্ম কমিশনার এমএন আনুচেথ বলেন,"এখনও পর্যন্ত কেউ এই মামলার বিষয়ে কোনও লিখিত অভিযোগ দায়ের করেনি । সিসিটিভি ফুটেজের উপর ভিত্তি করে তথ্য সংগ্রহ করা হচ্ছে । পরে চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ৷"
আরও পড়ুন :