নয়াদিল্লি, 26 জুন: অধিবেশনের শুরুতেই জরুরি অবস্থা নিয়ে বিজেপি সরকার কংগ্রেস তথা বিরোধীদের কড়া আক্রমণ শানাল ৷ বুধবার লোকসভায় প্রধানমন্ত্রী মোদি তাঁর মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বাকিদের পরিচয় করিয়ে দেন ৷ এরপরই নবনির্বাচিত অধ্যক্ষ ওম বিড়লা বলেন, "সংসদ 1975 সালে জারি হওয়া জরুরি অবস্থার কড়া নিন্দা করছে ৷ এরই সঙ্গে যাঁরা ইমার্জেন্সির বিরোধিতা করেছিলেন, তার বিরুদ্ধে লড়েছিলেন এবং ভারতে গণতন্ত্রকে রক্ষা করার জন্য লড়েছিলেন, তাঁদের সাধুবাদ জানাই ৷" 1975 সালের 25 জুন দেশজুড়ে জরুরি অবস্থা বা ইমার্জেন্সি আরোপ করা হয় ৷ সেই সময় প্রধানমন্ত্রী ছিলেন কংগ্রেসের ইন্দিরা গান্ধি ৷
বিস্তারিত আসছে...