ETV Bharat / bharat

জেল থেকে ভোটে প্রার্থী খালিস্তানি নেতা অমৃতপাল সিং! দাবি আইনজীবীর - Khalistani militant Amritpal Singh

author img

By PTI

Published : Apr 25, 2024, 11:39 AM IST

Updated : Apr 25, 2024, 11:44 AM IST

Amrit Pal Singh to fight Lok Sabha Election: গত বছর ঠিক এই সময়েই গ্রেফতার করা হয়েছিল খালিস্তানি নেতা অমৃত পাল সিং ৷ এবার তিনি লোকসভা নির্বাচনে লড়বেন ৷ এমনটাই দাবি করেছেন তাঁর আইনজীবী ৷

Waris Punjab De Chief Amrit Pal Singh
পঞ্জাবের খালিস্তানপন্থী নেতা অমৃতপাল সিং ভোটে লড়বেন

চণ্ডীগড়, 25 এপ্রিল: চরমপন্থী শিখ নেতা অমৃত পাল সিং লোকসভা নির্বাচন লড়বেন ৷ তবে কোনও দলের হয়ে নয়, নির্দল প্রার্থী হিসেবেই তিনি ভোটে দাঁড়াবেন ৷ বুধবার এই দাবি করেছেন অমৃতপালের আইনজীবী ৷ বর্তমানে অমৃত পাল সিং অসমের একটি জেলে বন্দি ৷

তবে অমৃতপাল সিংয়ের বাবা তারসেম সিং এ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি ৷ তিনি জানিয়েছেন, বৃহস্পতিবার ছেলের সঙ্গে দেখা করে তারপরই তিনি ভোটে প্রার্থী হওয়ার বিষয়ে কিছু বলতে পারবেন ৷ কারণ, এর আগে অমৃত পাল সিং রাজনীতিতে আসা নিয়ে কোনও উৎসাহ দেখাননি ৷ এদিকে খালিস্তানি নেতা অমৃত পাল সিংয়ের আইনজীবী রাজদেব সিং খালসা দাবি করেছেন, তিনি অসমের ডিব্রুগড়ের জেলবন্দি অমৃতপাল সিংয়ের সঙ্গে দেখা করেছেন ৷ তাঁকে ভোটে লড়ার জন্য অনুরোধও করেছেন ৷

আইনজীবী খালসার দাবি, "আমি আজ ডিব্রুগড় সেন্ট্রাল জেলে ভাই সাহাবের (অমৃতপাল সিং) সঙ্গে দেখা করেছি ৷ আমি ভাই সাহাবকে অনুরোধ করেছি, 'খালসা পন্থে'র স্বার্থে খাদুর সাহিব থেকে এবার তাঁর নির্বাচনে লড়া উচিত ৷ তিনি সংসদের সদস্য হতে পারবেন ৷ ভাই সাহাব আমার অনুরোধ রেখেছেন ৷ তিনি নির্দল প্রার্থী হিসেবে লড়বেন ৷" 'ওয়ারিস পঞ্জাব দে' সংগঠনের প্রধান অমৃতপাল সিংকে 2023 সালের এপ্রিলে গ্রেফতার করা হয় ৷ তাঁর বিরুদ্ধে ন্যাশনাল সিকিউরিটি আইনে মামলা দায়ের হয়েছে ৷ অমৃতপাল সিং এবং তাঁর 9 জন অনুগামী বর্তমানে ডিব্রুগড় জেলে বন্দি ৷

গত বছর মোগার একটি গুরুদ্বারের সামনে থেকে তাঁকে গ্রেফতার করা হয়। 18 মার্চ থেকে তাঁকে খুঁজছিল পুলিশ ৷ আর তিনি ক্রমগাত পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন ৷ সূত্রের খবর, বিশেষ অভিযান চালিয়ে খালিস্তানি নেতাকে পাকড়াও করে পুলিশ ৷ তিনি খালিস্তানি সংগঠন ওয়ারিস পঞ্জাব দে-র প্রধান ৷ পঞ্জাব পুলিশ ও গোয়েন্দা সংস্থার যৌথ অভিযানে মোগা থেকে তাঁকে গ্রেফতার করা হয় ৷ অমৃতপাল সিংকে ধরতে সাতটি জেলার পুলিশ একসঙ্গে অভিযানে নেমেছিল ৷

আরও পড়ুন:

  1. পালাবার পথ না-পেয়ে আত্মসমর্পণ করেছেন অমৃতপাল, দাবি পঞ্জাব পুলিশের
  2. মোগায় পুলিশি অভিযানে গ্রেফতার খালিস্তানি নেতা অমৃতপাল সিং

চণ্ডীগড়, 25 এপ্রিল: চরমপন্থী শিখ নেতা অমৃত পাল সিং লোকসভা নির্বাচন লড়বেন ৷ তবে কোনও দলের হয়ে নয়, নির্দল প্রার্থী হিসেবেই তিনি ভোটে দাঁড়াবেন ৷ বুধবার এই দাবি করেছেন অমৃতপালের আইনজীবী ৷ বর্তমানে অমৃত পাল সিং অসমের একটি জেলে বন্দি ৷

তবে অমৃতপাল সিংয়ের বাবা তারসেম সিং এ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি ৷ তিনি জানিয়েছেন, বৃহস্পতিবার ছেলের সঙ্গে দেখা করে তারপরই তিনি ভোটে প্রার্থী হওয়ার বিষয়ে কিছু বলতে পারবেন ৷ কারণ, এর আগে অমৃত পাল সিং রাজনীতিতে আসা নিয়ে কোনও উৎসাহ দেখাননি ৷ এদিকে খালিস্তানি নেতা অমৃত পাল সিংয়ের আইনজীবী রাজদেব সিং খালসা দাবি করেছেন, তিনি অসমের ডিব্রুগড়ের জেলবন্দি অমৃতপাল সিংয়ের সঙ্গে দেখা করেছেন ৷ তাঁকে ভোটে লড়ার জন্য অনুরোধও করেছেন ৷

আইনজীবী খালসার দাবি, "আমি আজ ডিব্রুগড় সেন্ট্রাল জেলে ভাই সাহাবের (অমৃতপাল সিং) সঙ্গে দেখা করেছি ৷ আমি ভাই সাহাবকে অনুরোধ করেছি, 'খালসা পন্থে'র স্বার্থে খাদুর সাহিব থেকে এবার তাঁর নির্বাচনে লড়া উচিত ৷ তিনি সংসদের সদস্য হতে পারবেন ৷ ভাই সাহাব আমার অনুরোধ রেখেছেন ৷ তিনি নির্দল প্রার্থী হিসেবে লড়বেন ৷" 'ওয়ারিস পঞ্জাব দে' সংগঠনের প্রধান অমৃতপাল সিংকে 2023 সালের এপ্রিলে গ্রেফতার করা হয় ৷ তাঁর বিরুদ্ধে ন্যাশনাল সিকিউরিটি আইনে মামলা দায়ের হয়েছে ৷ অমৃতপাল সিং এবং তাঁর 9 জন অনুগামী বর্তমানে ডিব্রুগড় জেলে বন্দি ৷

গত বছর মোগার একটি গুরুদ্বারের সামনে থেকে তাঁকে গ্রেফতার করা হয়। 18 মার্চ থেকে তাঁকে খুঁজছিল পুলিশ ৷ আর তিনি ক্রমগাত পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন ৷ সূত্রের খবর, বিশেষ অভিযান চালিয়ে খালিস্তানি নেতাকে পাকড়াও করে পুলিশ ৷ তিনি খালিস্তানি সংগঠন ওয়ারিস পঞ্জাব দে-র প্রধান ৷ পঞ্জাব পুলিশ ও গোয়েন্দা সংস্থার যৌথ অভিযানে মোগা থেকে তাঁকে গ্রেফতার করা হয় ৷ অমৃতপাল সিংকে ধরতে সাতটি জেলার পুলিশ একসঙ্গে অভিযানে নেমেছিল ৷

আরও পড়ুন:

  1. পালাবার পথ না-পেয়ে আত্মসমর্পণ করেছেন অমৃতপাল, দাবি পঞ্জাব পুলিশের
  2. মোগায় পুলিশি অভিযানে গ্রেফতার খালিস্তানি নেতা অমৃতপাল সিং
Last Updated : Apr 25, 2024, 11:44 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.