মালাপ্পুরম (কেরল), 12 জুন: লোকসভা নির্বাচনে দু'জায়গা থেকে লড়াইয়ে দাঁড়িয়েছিলেন ৷ বিজয়ী হয়েছেন দুই জায়গা থেকেই ৷ এ বার প্রথামতো ওয়েনাড় ও রায়বরেলির মধ্যে কোন আসনটি ছেড়ে দেবেন, তা নিয়ে দ্বিধাগ্রস্ত কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ তবে তিনি যে সিদ্ধান্তই নিন, উভয় নির্বাচনী এলাকার মানুষই তাতে খুশি হবেন বলে আশাবাদী রাগা ৷ এ দিকে, কেরল প্রদেশ কংগ্রেস কমিটির প্রধান কে সুধাকরণ বুধবার ইঙ্গিত দিয়েছেন যে, ওয়েনাড় লোকসভা আসনটিই ছেড়ে দিতে পারেন প্রাক্তন কংগ্রেস প্রধান । এদিন অযোধ্যায় বিজেপির হার নিয়েও মুখ খোলেন রাহুল ৷
টানা দ্বিতীয়বার বিশাল ব্যবধানে ওয়েনাড় লোকসভা আসনে জয়ের পর আজ প্রথমবার কেরলে যান রাহুল গান্ধি ৷ লোকসভায় তাঁকে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত করার জন্য ওয়ানাড়ের জনগণকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, "আমার সামনে একটি দ্বিধা আছে, আমি ওয়েনাড়ের সাংসদ হব নাকি রায়বরেলির ! আমি আপনাদের কাছে যা প্রতিশ্রুতি দেব তা হল, ওয়েনাড় ও রায়বরেলি উভয়েই আমার সিদ্ধান্তে খুশি হবে ৷"
সমর্থকদের ধন্যবাদ জানাতে আয়োজিত একটি জনসাধারণের অনুষ্ঠানে কেপিসিসি প্রধান সুধাকরণ ইঙ্গিত দেন যে, ওয়েনাড়ের সাংসদ এখানে তাঁর আসন ছেড়ে দেবেন ৷ সুধাকরণ বলেন, "আমাদের দুঃখ করা উচিত নয় ৷ কারণ রাহুল গান্ধি যিনি জাতির নেতৃত্ব দেবেন বলে মনে করা হচ্ছে, তিনি ওয়েনাড়ে থাকবেন বলে আশা করা যায় না । অতএব, আমাদের দুঃখিত হওয়া উচিত নয় । প্রত্যেকেরই এটি বোঝা উচিত এবং তাঁকে তাঁদের সমস্ত শুভেচ্ছা এবং সমর্থন দেওয়া উচিত ৷"
এদিন বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে রাহুল আরও বলেন, "কেরল, উত্তরপ্রদেশ এবং অন্যান্য সমস্ত রাজ্যের জনগণ প্রধানমন্ত্রীকে দেখিয়েছেন যে, তাঁরা যা চান, সেটা ভারতের জনগণকে বলবেন না ৷ ভারতের জনগণ প্রধানমন্ত্রীকেও দেখিয়েছে যে, সংবিধান আমাদের কণ্ঠস্বর এবং এটি তাঁকে স্পর্শ করবে না । নির্বাচনের আগে আপনারা দেখেছেন যে, বারাণসীতে কোনওরকমে জিতেছেন মোদি ৷ সেখানে পরাজিতও হতে পারতেন ৷ আর বিজেপি অযোধ্যাতে পরাজিত হয়েছে ৷"
এ দিকে, একটি জনসভায় বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খোঁচা দিয়ে রাহুল আজ বলেন, "তাঁর (মোদি) অদ্ভুত ঈশ্বর আছে । তিনি তাঁকে (মোদিকে) আদানি এবং আম্বানির পক্ষে সব সিদ্ধান্ত নিতে বাধ্য করেন । দুর্ভাগ্যবশত, তাঁর বিপরীতে আমি ঈশ্বরের দ্বারা পরিচালিত নই । আমি একজন মানুষ ।" মোদির 'ঈশ্বর' মন্তব্যকে কটাক্ষ করে রাহুল বলেন, ঈশ্বর প্রধানমন্ত্রীকে দেশের প্রধান বিমানবন্দর এবং বিদ্যুৎ কেন্দ্রগুলিকে আদানিকে হস্তান্তর করার এবং তারপর প্রতিরক্ষা খাতে শিল্পপতিকে সাহায্য করার জন্য 'অগ্নিবীর করার' নির্দেশ দেন ।
ভোটারদের ধন্যবাদ জানাতে আজ ওয়েনাড় লোকসভা কেন্দ্রে গিয়েছিলেন রাহুল গান্ধি । প্রথমে মালাপ্পুরম জেলার ইদাভান্নাতে যান তিনি । রাহুল রোড শো করে ভোটারদের শুভেচ্ছা জানান । রাহুল গান্ধিকে বিরোধী দলের নেতা ভিডি সতীসান, কংগ্রেস নেতা রমেশ চেনিথালা, ইউডিএফ আহ্বায়ক এমএম হাসান এবং অন্যান্য কংগ্রেস নেতারাও স্বাগত জানান । রোড শোতে কর্মীরা কংগ্রেস এবং আইইউএমএল পতাকা হাতে জড়ো হয়েছিলেন । বিকেলে কলপাত্তায় ভোটারদের সঙ্গে দেখা করবেন রাহুল ।