ETV Bharat / bharat

আর্থিক তছরুপের অভিযোগে গ্রেফতার কেজরিওয়াল, কী সেই দুর্নীতি ? - Delhi CM Arvind Kejriwal arrested - DELHI CM ARVIND KEJRIWAL ARRESTED

Delhi CM Arvind Kejriwal arrested: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করেছে ইডি ৷ কেন ?

ETV Bharat
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 22, 2024, 12:07 PM IST

Updated : Mar 22, 2024, 12:57 PM IST

নয়াদিল্লি, 22 মার্চ: দিল্লি আবগারি দুর্নীতি মামলায় ইডি-র হাতে গ্রেফতার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ আজ তাঁকে আদালতে পেশ ইডির ৷ অন্যদিকে বৃহস্পতিবার রাতেই আপ এই গ্রেফতারির বিরুদ্ধে জরুরি ভিত্তিতে শুনানি করে সুপ্রিম কোর্টে ৷ তবে শুনানি শুরুর আগেই তা প্রত্যাহার করে নেন আপ প্রধান কেজরিওয়াল ৷

এই আবগারি কাণ্ডে আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছে আপ আহ্বায়ন কেজরিওয়ালের বিরুদ্ধে ৷ আবগারি দুর্নীতিতে ইতিমধ্যে দিল্লির মন্ত্রিসভার একাধিক সদস্য-সহ মোট 16 জনকে গ্রেফতার করেছে ইডি ৷ সম্প্রতি গ্রেফতার হয়েছেন তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কেসি রাওয়ের কন্যা বিআরএস নেত্রী কে কবিতা ৷ কী এই দিল্লি আবগারি দুর্নীতি ?

দিল্লি আবগারি নীতি:

2021-22 অর্থবর্ষে দিল্লি সরকারের আবগারি নীতি প্রণয়ন ও তা কার্যকর করা নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠে ৷ অভিযোগ, এই নীতি প্রণয়ন ও লাগু করতে গিয়ে আর্থিক প্রতারণা করেছে আপ ৷ এই নীতিতে দিল্লি সরকার মদ ব্যবসায়ীদের লাইসেন্স দেওয়ার কথা ঘোষণা করেছিল ৷

ইডি ও সিবিআই- দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযোগ, দিল্লি সরকারের আবগারি নীতিকে নেপথ্যে থেকে নিয়ন্ত্রণ করেছিলেন আপ নেতারা ৷ তাঁরাই কাকে লাইসেন্স দেওয়া হবে আর কাকে দেওয়া হবে না, তা ঠিক করছিলেন ৷ কয়েকজন নির্দিষ্ট মদ ব্যবসায়ীদের এই লাইসেন্স দেওয়া হয়েছিল ৷ কারণ, তাঁরা আপ নেতাদের ঘুষ দিয়েছিলেন ৷ অবশ্য এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে বলে অস্বীকার করে আপ ৷ এতে 100 কোটি টাকা ঘুষ দেওয়ার অভিযোগ ওঠে ৷

2022 সালের জুলাইয়ে দিল্লির মুখ্য সচিব নরেশ কুমার দিল্লির লেফটেন্যান্ট গভর্নর বিনয় কুমার সাক্সেনার কাছে দিল্লির আবগারি নীতি সংক্রান্ত একটি রিপোর্ট পেশ করেন ৷ তাতে এই আবগারি নীতি প্রণয়নের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগের কথা উল্লেখ করেন তিনি ৷ মুখ্য সচিব অভিযোগ করেন, এই নীতি প্রণয়নের প্রক্রিয়ায় ধাপ ঠিকমতো মেনে চলা হয়নি ৷

এই রিপোর্টে দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার বিরুদ্ধে অভিযোগ করা হয়, তিনি স্বেচ্ছাচারিতা করেছেন এবং তিনি নিজের খুশি অনুযায়ী একাই সিদ্ধান্ত নিয়েছেন ৷ উল্লেখ্য, এই আবগারি নীতি কার্যকরের সময় দিল্লির আবগারি মন্ত্রী ছিলেন মণীশ সিসোদিয়া ৷ তাঁকেও গ্রেফতার করেছে ইডি ৷

পরে এই দুর্নীতিতে যাঁরা এখনও গ্রেফতার হয়েছেন-

  • বিজয় নায়ার
  • অভিষেক বোইনপল্লী
  • সমীর মহেন্দ্রু
  • পি সরথ চন্দ্রা
  • বিনোয় বাবু
  • অমিত অরোঢ়া
  • গৌতম মালহোত্রা
  • রাঘম মংগুটা
  • রাজেশ জোশী
  • অমন ঢাল
  • অরুণ পিল্লাই
  • মণীশ সিসোদিয়া
  • দীনেশ অরোঢ়া
  • সঞ্জয় সিং
  • কে কবিতা
  • অরবিন্দ কেজরিওয়াল

আরও পড়ুন:

  1. দিল্লি আবগারি দুর্নীতি ইডির চার্জশিটে নাম কেসিআর কন্যা কবিতার
  2. সুপ্রিম কোর্টে শুনানির আগেই গ্রেফতারির বিরুদ্ধে আবেদন প্রত্যাহার কেজরিওয়ালের

নয়াদিল্লি, 22 মার্চ: দিল্লি আবগারি দুর্নীতি মামলায় ইডি-র হাতে গ্রেফতার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ আজ তাঁকে আদালতে পেশ ইডির ৷ অন্যদিকে বৃহস্পতিবার রাতেই আপ এই গ্রেফতারির বিরুদ্ধে জরুরি ভিত্তিতে শুনানি করে সুপ্রিম কোর্টে ৷ তবে শুনানি শুরুর আগেই তা প্রত্যাহার করে নেন আপ প্রধান কেজরিওয়াল ৷

এই আবগারি কাণ্ডে আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছে আপ আহ্বায়ন কেজরিওয়ালের বিরুদ্ধে ৷ আবগারি দুর্নীতিতে ইতিমধ্যে দিল্লির মন্ত্রিসভার একাধিক সদস্য-সহ মোট 16 জনকে গ্রেফতার করেছে ইডি ৷ সম্প্রতি গ্রেফতার হয়েছেন তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কেসি রাওয়ের কন্যা বিআরএস নেত্রী কে কবিতা ৷ কী এই দিল্লি আবগারি দুর্নীতি ?

দিল্লি আবগারি নীতি:

2021-22 অর্থবর্ষে দিল্লি সরকারের আবগারি নীতি প্রণয়ন ও তা কার্যকর করা নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠে ৷ অভিযোগ, এই নীতি প্রণয়ন ও লাগু করতে গিয়ে আর্থিক প্রতারণা করেছে আপ ৷ এই নীতিতে দিল্লি সরকার মদ ব্যবসায়ীদের লাইসেন্স দেওয়ার কথা ঘোষণা করেছিল ৷

ইডি ও সিবিআই- দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযোগ, দিল্লি সরকারের আবগারি নীতিকে নেপথ্যে থেকে নিয়ন্ত্রণ করেছিলেন আপ নেতারা ৷ তাঁরাই কাকে লাইসেন্স দেওয়া হবে আর কাকে দেওয়া হবে না, তা ঠিক করছিলেন ৷ কয়েকজন নির্দিষ্ট মদ ব্যবসায়ীদের এই লাইসেন্স দেওয়া হয়েছিল ৷ কারণ, তাঁরা আপ নেতাদের ঘুষ দিয়েছিলেন ৷ অবশ্য এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে বলে অস্বীকার করে আপ ৷ এতে 100 কোটি টাকা ঘুষ দেওয়ার অভিযোগ ওঠে ৷

2022 সালের জুলাইয়ে দিল্লির মুখ্য সচিব নরেশ কুমার দিল্লির লেফটেন্যান্ট গভর্নর বিনয় কুমার সাক্সেনার কাছে দিল্লির আবগারি নীতি সংক্রান্ত একটি রিপোর্ট পেশ করেন ৷ তাতে এই আবগারি নীতি প্রণয়নের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগের কথা উল্লেখ করেন তিনি ৷ মুখ্য সচিব অভিযোগ করেন, এই নীতি প্রণয়নের প্রক্রিয়ায় ধাপ ঠিকমতো মেনে চলা হয়নি ৷

এই রিপোর্টে দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার বিরুদ্ধে অভিযোগ করা হয়, তিনি স্বেচ্ছাচারিতা করেছেন এবং তিনি নিজের খুশি অনুযায়ী একাই সিদ্ধান্ত নিয়েছেন ৷ উল্লেখ্য, এই আবগারি নীতি কার্যকরের সময় দিল্লির আবগারি মন্ত্রী ছিলেন মণীশ সিসোদিয়া ৷ তাঁকেও গ্রেফতার করেছে ইডি ৷

পরে এই দুর্নীতিতে যাঁরা এখনও গ্রেফতার হয়েছেন-

  • বিজয় নায়ার
  • অভিষেক বোইনপল্লী
  • সমীর মহেন্দ্রু
  • পি সরথ চন্দ্রা
  • বিনোয় বাবু
  • অমিত অরোঢ়া
  • গৌতম মালহোত্রা
  • রাঘম মংগুটা
  • রাজেশ জোশী
  • অমন ঢাল
  • অরুণ পিল্লাই
  • মণীশ সিসোদিয়া
  • দীনেশ অরোঢ়া
  • সঞ্জয় সিং
  • কে কবিতা
  • অরবিন্দ কেজরিওয়াল

আরও পড়ুন:

  1. দিল্লি আবগারি দুর্নীতি ইডির চার্জশিটে নাম কেসিআর কন্যা কবিতার
  2. সুপ্রিম কোর্টে শুনানির আগেই গ্রেফতারির বিরুদ্ধে আবেদন প্রত্যাহার কেজরিওয়ালের
Last Updated : Mar 22, 2024, 12:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.