নয়াদিল্লি, 10 এপ্রিল: ভারতে এবার দু'দিন খুশির ঈদ পালিত হতে চলেছে ৷ আজ কেরল এবং জম্মু ও কাশ্মীরে ঈদ-উল-ফিতর উদযাপন করা হচ্ছে ৷ কারণ এই দুটি জায়গায় চলতি বছরের রমজানের শেষ দিন মঙ্গলবার চাঁদ দেখা গিয়েছে । তবে দেশের বাকি অংশে কোথাও গতকাল রাতে চাঁদ দেখা যায়নি ৷ তাই পশ্চিমবঙ্গ-সহ দেশের বাকি অংশে বৃহস্পতিবারই ঈদ পালন করা হবে ৷
দিল্লির ফতেপুরি মসজিদের ইমাম মুফতি মুকাররম আহমদ বলেছেন, "মসজিদের রুয়েত-ই-হিলাল কমিটি অনেক জায়গায় যোগাযোগ করেছে এবং জানানো হয়েছে যে সেসব জায়গায় চাঁদ দেখা যায়নি । তাই ভারতে বৃহস্পতিবার ঈদ পালিত হবে এবং বুধবার রমজানের 30তম রোজা পালন করা হবে ।"
তবে বুধবার কেরল, জম্মু ও কাশ্মীর এবং লাদাখ জুড়ে ঈদ পালনের উৎসব শুরু হয়ে গিয়েছে। সৈয়দ সাদিক আলি শিহাব থাঙ্গাল, জিফরি মুথুকোয়া থাঙ্গাল এবং কাঁথাপুরম এপি আবুবকর মুসলিয়ার-সহ কেরলের ধর্মগুরুরা বলেছেন, "শাওয়ালের চাঁদ দেখা গিয়েছে ।" শ্রীনগরে গ্র্যান্ড মুফতি নাসির-উল-ইসলাম বলেছেন, "চাঁদ দেখা গিয়েছে এবং বুধবার জম্মু ও কাশ্মীরে ঈদ পালিত হবে ।"
দিল্লির শাহী জামে মসজিদের সাবেক ইমাম সৈয়দ আহমেদ বুখারি বলেন, "শাওয়ালের চাঁদ দেখার বিষয়ে কোনও খবর নেই । ভারতের বিভিন্ন অংশে যোগাযোগ করা হয়েছিল-উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, পশ্চিমবঙ্গ এবং বিহার, কিন্তু কোথাও চাঁদ দেখা যায়নি ৷ তাই এই রাজ্যগুলিতে ঈদ 11 এপ্রিল বৃহস্পতিবার উদযাপিত হবে ৷" লখনউয়ের মারকাজি চাঁদ কমিটিও ঘোষণা করেছে যে মঙ্গলবার সন্ধ্যায় চাঁদ দেখা যায়নি ৷ তাই ঈদ 11 এপ্রিল পালিত হবে ।
ঈদ-উল-ফিতর মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে বছরের সবচেয়ে বড় উৎসব ৷ বিশ্বজুড়ে বিভিন্ন দিনে পালিত হয় খুশির ঈদ ৷ অর্ধেক চাঁদ দেখার উপর নির্ধারিত হয় ঈদের দিন, যা চন্দ্র ইসলামিক ক্যালেন্ডারে শাওয়াল মাসের শুরুকে বোঝায় । এটি রমজান মাসের উপবাসের সমাপ্তি চিহ্নিত করে ।
আরও পড়ুন: