ETV Bharat / bharat

বেঙ্গালুরু বিমানবন্দরে 26 কোটি টাকার কোকেন-সহ গ্রেফতার কেনিয়ান যুবতী

Cocaine Recovered: বেঙ্গালুরু বিমানবন্দরে 26 কোটি টাকার কোকেন-সহ সোমবার গ্রেফতার করা হয়েছে কেনিয়ান যুবতীকে ৷ উদ্ধার হওয়া কোকেনের পরিমাণ 2 কেজি 600 গ্রাম ৷ স্যুটকেসে করে পাচার করা হচ্ছিল কোকেন ৷

ETV Bharat
ইটিভি ভারত
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 20, 2024, 7:21 PM IST

বেঙ্গালুরু, 20 জানুয়ারি: 2 কেজি 600 গ্রামের কোকেন-সহ বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেফতার এক কেনিয়ান যুবতী ৷ রাজস্ব গোয়েন্দা অধিদফতরের আধিকারিকরা সোমবার পাকড়াও করেন ওই অভিযুক্ত পাচারকারীকে ৷ তার কাছে থেকে উদ্ধার হওয়া কোকেনের আন্তর্জাতিক বাজারমূল্য 26 কোটি টাকা বলে জানা গিয়েছে ৷

ডিআরআইয়ের এক আধিকারিক জানিয়েছেন, 15 জানুয়ারি বেঙ্গালুরু বিমানবন্দর থেকে দিল্লি যাওয়ার বিমানে চেক ইন করার সময় 36 বছর বয়সি ওই যুবতীকে ধরা হয়েছিল । অভিযুক্ত মহিলা ট্যুরিস্ট ভিসায় ভারতে এসেছিলেন ৷ তাঁর স্যুটকেস থেকে 2.6 কেজি কোকেন উদ্ধার হয়েছে । যুবতীর স্যুটকেসের নীচে আলাদা একটি অংশ বানিয়ে তার মধ্যে কোকেন লুকিয়ে রেখেছিলেন । কোকেন উদ্ধারের পর কেনিয়ান যুবতীকে নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্টেন্সেস (এনডিপিএস) আইনের অধীনে ডিআরআই গ্রেফতার করেছিল । পরে তাঁকে আদালতে তোলা হয় ৷ আদালত মহিলাকে জেল হেফাজতে পাঠিয়েছে ।

উল্লেখযোগ্যভাবে, সোমবারের ঘটনা নিয়ে কয়েক মাসের মধ্যে দ্বিতীয়বার বেঙ্গালুরু বিমানবন্দরে কোকেন উদ্ধার করল ডিআরআই । এর আগে ডিআরআইয়ের বেঙ্গালুরু ইউনিট গত বছরের 11 ডিসেম্বর নাইজেরিয়ান নাগরিকের কাছ থেকে 2 কেজি ওজনের কমপক্ষে 99টি মাদক ক্যাপসুল বাজেয়াপ্ত করেছিল । ধৃত নাইজেরিয়ান নাগরিক পুলিশের নজরদারি এড়াতে নিষিদ্ধ মাদক নিজের পাকস্থলীতে লুকিয়ে রেখেছিলেন ।

তাঁর 11 মে 11 কোটি টাকা মূল্যের 64টি ক্যাপসুল উদ্ধার হয়েছিল বেঙ্গালুরু বিমানবন্দরে ৷ চেকিংয়ের সময় এক নাইজেরিয়ান যুবককে দেখে সন্দেহ হয় ডিআরআই আধিকারিকদের ৷ বিদেশী ওই যাত্রীর আচরণ ঠিক ঠেকছিল না তাঁদের ৷ এরপরেই জিজ্ঞাসাবাদ করে খাবার জল খেতে বলা হয় তাঁকে ৷ তিনি জল খেতে অস্বীকার করায় হাসপাতালে নিয়ে গিয়ে তাঁর এক্স রে করানো হয় ৷ তাতেই বেরিয়ে আসে আসল তথ্য ৷ এক্স রে-তে যুবকের পাকস্থলীতে ক্যাপসুল পাওয়া যায় ৷ এরপরেই তাঁকে গ্রেফতার করে ডিআরআই ৷

আরও পড়ুন:

  1. পাকস্থলীতে 11 কোটি টাকার কোকেন, উদ্ধার 64 ক্যাপসুল
  2. পেটের ভিতর লুকিয়ে কোকেন পাচারের চেষ্টা, কলকাতায় এনসিবির হাতে ধৃত ব্রাজিলের যুবক
  3. সাবানে মিশে কোকেন ! মুম্বই বিমানবন্দরে বাজেয়াপ্ত কয়েক কোটির মাদক

বেঙ্গালুরু, 20 জানুয়ারি: 2 কেজি 600 গ্রামের কোকেন-সহ বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেফতার এক কেনিয়ান যুবতী ৷ রাজস্ব গোয়েন্দা অধিদফতরের আধিকারিকরা সোমবার পাকড়াও করেন ওই অভিযুক্ত পাচারকারীকে ৷ তার কাছে থেকে উদ্ধার হওয়া কোকেনের আন্তর্জাতিক বাজারমূল্য 26 কোটি টাকা বলে জানা গিয়েছে ৷

ডিআরআইয়ের এক আধিকারিক জানিয়েছেন, 15 জানুয়ারি বেঙ্গালুরু বিমানবন্দর থেকে দিল্লি যাওয়ার বিমানে চেক ইন করার সময় 36 বছর বয়সি ওই যুবতীকে ধরা হয়েছিল । অভিযুক্ত মহিলা ট্যুরিস্ট ভিসায় ভারতে এসেছিলেন ৷ তাঁর স্যুটকেস থেকে 2.6 কেজি কোকেন উদ্ধার হয়েছে । যুবতীর স্যুটকেসের নীচে আলাদা একটি অংশ বানিয়ে তার মধ্যে কোকেন লুকিয়ে রেখেছিলেন । কোকেন উদ্ধারের পর কেনিয়ান যুবতীকে নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্টেন্সেস (এনডিপিএস) আইনের অধীনে ডিআরআই গ্রেফতার করেছিল । পরে তাঁকে আদালতে তোলা হয় ৷ আদালত মহিলাকে জেল হেফাজতে পাঠিয়েছে ।

উল্লেখযোগ্যভাবে, সোমবারের ঘটনা নিয়ে কয়েক মাসের মধ্যে দ্বিতীয়বার বেঙ্গালুরু বিমানবন্দরে কোকেন উদ্ধার করল ডিআরআই । এর আগে ডিআরআইয়ের বেঙ্গালুরু ইউনিট গত বছরের 11 ডিসেম্বর নাইজেরিয়ান নাগরিকের কাছ থেকে 2 কেজি ওজনের কমপক্ষে 99টি মাদক ক্যাপসুল বাজেয়াপ্ত করেছিল । ধৃত নাইজেরিয়ান নাগরিক পুলিশের নজরদারি এড়াতে নিষিদ্ধ মাদক নিজের পাকস্থলীতে লুকিয়ে রেখেছিলেন ।

তাঁর 11 মে 11 কোটি টাকা মূল্যের 64টি ক্যাপসুল উদ্ধার হয়েছিল বেঙ্গালুরু বিমানবন্দরে ৷ চেকিংয়ের সময় এক নাইজেরিয়ান যুবককে দেখে সন্দেহ হয় ডিআরআই আধিকারিকদের ৷ বিদেশী ওই যাত্রীর আচরণ ঠিক ঠেকছিল না তাঁদের ৷ এরপরেই জিজ্ঞাসাবাদ করে খাবার জল খেতে বলা হয় তাঁকে ৷ তিনি জল খেতে অস্বীকার করায় হাসপাতালে নিয়ে গিয়ে তাঁর এক্স রে করানো হয় ৷ তাতেই বেরিয়ে আসে আসল তথ্য ৷ এক্স রে-তে যুবকের পাকস্থলীতে ক্যাপসুল পাওয়া যায় ৷ এরপরেই তাঁকে গ্রেফতার করে ডিআরআই ৷

আরও পড়ুন:

  1. পাকস্থলীতে 11 কোটি টাকার কোকেন, উদ্ধার 64 ক্যাপসুল
  2. পেটের ভিতর লুকিয়ে কোকেন পাচারের চেষ্টা, কলকাতায় এনসিবির হাতে ধৃত ব্রাজিলের যুবক
  3. সাবানে মিশে কোকেন ! মুম্বই বিমানবন্দরে বাজেয়াপ্ত কয়েক কোটির মাদক
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.