ETV Bharat / bharat

ডিকে শিবকুমারের ভাই সাংসদ সুরেশের 593 কোটির সম্পত্তি, 5 বছরে 75 শতাংশ বৃদ্ধি - Lok Sabha Election 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 29, 2024, 2:13 PM IST

Lok Sabha Election 2024: লোকসভা নির্বাচনের প্রথমদফার মনোনয়ন প্রক্রিয়া শেষ হয়েছে ৷ আর তার পরেই একের পর এক রাজনৈতিক নেতাদের সম্পদের পরিমাণ সামনে আসছে ৷ যেখানে কর্নাটকের সাংসদ ডিকে সুরেশের স্থাবর-অস্থাবর মিলিয়ে সম্পত্তির পরিমাণ প্রায় ছ’শো কোটি টাকা ৷

ETV BHARAT
ETV BHARAT

রামনগর (কর্নাটক), 29 মার্চ: বেঙ্গালুরু গ্রামীণ লোকসভার সাংসদ ডিকে সুরেশ ৷ তাঁর আরও একটি পরিচয় কর্নাটকের উপ-মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারের ভাই ৷ আসন্ন লোকসভা নির্বাচনে তিনি ফের বেঙ্গালুরু গ্রামীণ লোকসভা থেকে কংগ্রেসের প্রার্থী হয়েছেন ৷ দ্বিতীয় দফায় 26 এপ্রিল এই কেন্দ্রে নির্বাচন ৷ যার মনোনয়ন প্রক্রিয়া আজ থেকে শুরু হয়েছে ৷ মনোনয়নে ডিকে সুরেশ তাঁর সম্পত্তির হিসেব দিয়েছেন, তাতে চোখ কপালে ওঠার জোগাড় ৷ কারণ গত পাঁচবছরে তাঁর সম্পত্তি বেড়েছে 75 শতাংশ ৷

ডিকে সুরেশের মনোনয়নে তাঁর সম্পত্তির পরিমাণ 593 কোটি টাকা উল্লেখ করেছেন ৷ 57 বছরের ডিকে সুরেশ গত 2019 লোকসভা নির্বাচনে 339 কোটি টাকার সম্পত্তির হিসেব দিয়েছিলেন ৷ 5 বছর পর আরেকটি নির্বাচনের সময় তাঁর সম্পত্তি বেড়েছে মোট 259.19 কোটি টাকার ৷ তাঁর একাধিক ব্যাংকের অ্যাকাউন্টে জমা রয়েছে 16.61 কোটি টাকা ৷ 21 জায়গায় চাষের জমি রয়েছে 32.76 কোটি টাকার ৷ চাষ-যোগ্য নয় এমন 27টি জমির আর্থিক মূল্য 210.47 কোটি টাকা ৷

ডিকে সুরেশের ন’টি বাণিজ্যিক বহুতলের মূল্য 211.91 কোটি এবং তিনটি বহুতল আবাসনের বাজারমূল্য 27.13 কোটি ৷ তাঁর 150.06 কোটি টাকার বিভিন্ন ক্ষেত্রে দায়দায়িত্ব রয়েছে ৷ যার মধ্যে 57.27 কোটি টাকার খরচে বিতর্ক রয়েছে ৷ ডিকে সুরেশের বিরুদ্ধে বিজেপি-জেডি জোট প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবেগৌড়ার জামাই সিএন মঞ্জুনাথ ৷ তিনি সরকারি ইনস্টিটিউট জয়দেব ইনস্টিটিউট অফ কার্ডিওভাসকুলার সায়েন্সেসের প্রধান হিসেবে 17 বছর কাজ করেছিলেন অবসরগ্রহণের আগে ৷

উল্লেখ্য, ডিকে সুরেশের নামে কমপক্ষে আটটি ফৌজদারি মামলা ছিল 2013 সালে ৷ প্রথমবার 2013 সালেই উপ-নির্বাচনে কংগ্রেসের টিকিটে জিতে বেঙ্গালুরু গ্রামীণ লোকসভায় জিতেছিলেন ৷ এরপর 2014 ও 2019 লোকসভা নির্বাচনেও জয়লাভ করেন সুরেশ ৷ বর্তমানে সেই অভিযোগের সংখ্যা পাঁচে নেমে এসেছে ৷

আরও পড়ুন:

  1. মাফিয়াদের টাকায় তৃণমূলে ফান্ডিং, লকেটের অভিযোগের পালটা অসিতের ইডি-সিবিআইয়ের ঠিকাদার
  2. আয়কর রিটার্নে অসঙ্গতি ! কংগ্রেসকে 1700 কোটির নোটিশ আয়কর দফতরের
  3. সার্ভিস ভোটার কারা ? জানুন সাধারণ ভোটারদের সঙ্গে এদের তফাত

রামনগর (কর্নাটক), 29 মার্চ: বেঙ্গালুরু গ্রামীণ লোকসভার সাংসদ ডিকে সুরেশ ৷ তাঁর আরও একটি পরিচয় কর্নাটকের উপ-মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারের ভাই ৷ আসন্ন লোকসভা নির্বাচনে তিনি ফের বেঙ্গালুরু গ্রামীণ লোকসভা থেকে কংগ্রেসের প্রার্থী হয়েছেন ৷ দ্বিতীয় দফায় 26 এপ্রিল এই কেন্দ্রে নির্বাচন ৷ যার মনোনয়ন প্রক্রিয়া আজ থেকে শুরু হয়েছে ৷ মনোনয়নে ডিকে সুরেশ তাঁর সম্পত্তির হিসেব দিয়েছেন, তাতে চোখ কপালে ওঠার জোগাড় ৷ কারণ গত পাঁচবছরে তাঁর সম্পত্তি বেড়েছে 75 শতাংশ ৷

ডিকে সুরেশের মনোনয়নে তাঁর সম্পত্তির পরিমাণ 593 কোটি টাকা উল্লেখ করেছেন ৷ 57 বছরের ডিকে সুরেশ গত 2019 লোকসভা নির্বাচনে 339 কোটি টাকার সম্পত্তির হিসেব দিয়েছিলেন ৷ 5 বছর পর আরেকটি নির্বাচনের সময় তাঁর সম্পত্তি বেড়েছে মোট 259.19 কোটি টাকার ৷ তাঁর একাধিক ব্যাংকের অ্যাকাউন্টে জমা রয়েছে 16.61 কোটি টাকা ৷ 21 জায়গায় চাষের জমি রয়েছে 32.76 কোটি টাকার ৷ চাষ-যোগ্য নয় এমন 27টি জমির আর্থিক মূল্য 210.47 কোটি টাকা ৷

ডিকে সুরেশের ন’টি বাণিজ্যিক বহুতলের মূল্য 211.91 কোটি এবং তিনটি বহুতল আবাসনের বাজারমূল্য 27.13 কোটি ৷ তাঁর 150.06 কোটি টাকার বিভিন্ন ক্ষেত্রে দায়দায়িত্ব রয়েছে ৷ যার মধ্যে 57.27 কোটি টাকার খরচে বিতর্ক রয়েছে ৷ ডিকে সুরেশের বিরুদ্ধে বিজেপি-জেডি জোট প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবেগৌড়ার জামাই সিএন মঞ্জুনাথ ৷ তিনি সরকারি ইনস্টিটিউট জয়দেব ইনস্টিটিউট অফ কার্ডিওভাসকুলার সায়েন্সেসের প্রধান হিসেবে 17 বছর কাজ করেছিলেন অবসরগ্রহণের আগে ৷

উল্লেখ্য, ডিকে সুরেশের নামে কমপক্ষে আটটি ফৌজদারি মামলা ছিল 2013 সালে ৷ প্রথমবার 2013 সালেই উপ-নির্বাচনে কংগ্রেসের টিকিটে জিতে বেঙ্গালুরু গ্রামীণ লোকসভায় জিতেছিলেন ৷ এরপর 2014 ও 2019 লোকসভা নির্বাচনেও জয়লাভ করেন সুরেশ ৷ বর্তমানে সেই অভিযোগের সংখ্যা পাঁচে নেমে এসেছে ৷

আরও পড়ুন:

  1. মাফিয়াদের টাকায় তৃণমূলে ফান্ডিং, লকেটের অভিযোগের পালটা অসিতের ইডি-সিবিআইয়ের ঠিকাদার
  2. আয়কর রিটার্নে অসঙ্গতি ! কংগ্রেসকে 1700 কোটির নোটিশ আয়কর দফতরের
  3. সার্ভিস ভোটার কারা ? জানুন সাধারণ ভোটারদের সঙ্গে এদের তফাত
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.