ETV Bharat / bharat

অম্বানি-পুত্রের প্রি-ওয়েডিং, এক সপ্তাহে কত যাত্রী-বিমানের আনাগোনা হল জামনগরে?

author img

By ANI

Published : Mar 4, 2024, 10:27 AM IST

Anant-Radhika Pre-Wedding: জামনগরে 26 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে গিয়েছে মুকেশ অম্বানির কনিষ্ঠ পুত্রের প্রি-ওয়েডিং পর্ব ৷ 26 ফেব্রুয়ারি থেকে 3 মার্চ পর্যন্ত ব্যস্ততা বেড়ে গিয়েছে জামনগরের এইবিমান বন্দরের ৷ মাত্রা 7 দিনে প্রায় সাড়ে 4 হাজার যাত্রী ওঠা-নামা করেছেন ৷

Etv Bharat
Etv Bharat

জামনগর, 4 মার্চ: ডেস্টিনেশন ওয়েডিং নয় ঠাকুমার বাড়িতে বিয়ের পিঁড়িতে বসবেন অম্বানি পুত্র অনন্ত ৷ তার আগে গুজরাতের জামনগরে হয়ে গেল অম্বানির কনিষ্ঠ পুত্রের প্রি-ওয়েডিং পর্ব ৷ এই কয়েকদিনের জন্য অর্থাৎ 26 ফেব্রুয়ারি থেকে 3 মার্চ পর্যন্ত ব্যস্ততা বেড়ে গিয়েছিল জামনগর বিমানবন্দরের ৷ দিনদশেকের জন্য এই বিমানবন্দর পেয়েছে আন্তর্জাতিক তকমাও ৷ গত 7 দিনে প্রায় সাড়ে 4 হাজার যাত্রীর আনাগোনা হয়েছে জামনগর বিমানবন্দরে ৷ এমনটাই জানানো হয়েছে বিমানবন্দর সূত্রে ৷

গুজরাতের জামনগর বিমানবন্দরটি ভারতীয় বায়ু সেনার অধীনে ৷ 10 দিনের জন্য সেই তকমা ঝেড়ে আন্তর্জাতিক তকমা পেয়েছিল সেটি ৷ মুকেশ-পুত্র অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহকে কেন্দ্র করে উপস্থিত হয়েছিলেন দেশ-বিদেশের তাবড় ব্যক্তিত্বরা ৷ সেই তালিকায় ছিলেন বিল গেটস, মার্ক জুকেরবার্গ, পপস্টার রিহানা, ডোনাল্ড ট্রাম্পের-কন্যা ইভাঙ্কা ট্রাম্প-সহ আরও অনেকে ৷

পাশাপাশি বলিউডের প্রথম সারির প্রায় সকল তারকাকেই দেখা গিয়েছে জামনগরের অনুষ্ঠানে ৷ দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, শাহরুখ খান, এমএস ধোনি, এবং সাইনা নেহওয়ালও উপস্থিত ছিলেন অনন্ত- রাধিকার নবজীবনে প্রবেশের সন্ধিক্ষণে। ফলত কয়েকদিনের জন্য ব্যস্ততার শিখরে পৌঁছে গিয়েছে গুজরাতের জামনগর বিমানবন্দরের ৷ রবিবার এই প্রসঙ্গে বিমানবন্দরের ডিরেক্টর ডিকে সিং বলেন, "26 ফেব্রুয়ারি থেকে 3 মার্চ পর্যন্ত প্রায় সাড়ে 4হাজার যাত্রী ওঠানামা করেছেন ৷ এই সময়কালে 350টি দেশীয় বিমান ও 86টি আন্তর্জাতিক বিমান চলাচল করেছে এই বিমানবন্দরে ৷ জামনগরে বায়ুসেনার এই বিমানে 164টি আন্তর্জাতিক বিমান ওঠানামা করেছে ৷ আগামী 6 মার্চ পর্যন্ত এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (AAI) বিমানবন্দরটিকে আন্তর্জাতিক বিমান পরিষেবা দেওয়ার অনুমতি দিয়েছে।

ভারতের বিজনেস টাইকুন মুকেশ অম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রি-ওয়েডিংয়ের অসংখ্য ছবি এবং ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় ৷ একটি বিশেষ ড্রোন শো এবং পপ সেনসেশন রিহানার একটি দুর্দান্ত পারফরম্যান্সও রয়েছে সেই তালিকায়। এছাড়াও বলিউড তারকাদের পারফরম্যান্সও করতে দেখা গিয়েছে এই অনুষ্ঠানে ৷

আরও পড়ুন:

  1. খুদে রাহার সঙ্গে হাত মেলালেন অনন্ত, তিন খান থেকে দীপবীরের নাচে জমজমাট প্রি-ওয়েডিং
  2. জামনগরে অনন্ত-রাধিকার প্রাক-বিবাহবাসরে হাজির অমিতাভ-রজনীকান্ত
  3. জামনগর জমজমাট! রণবীরের সঙ্গে 'গল্লা গোরিয়া'য় পা মেলালেন 'মম টু বি' দীপিকা, দেখুন ভিডিয়ো

জামনগর, 4 মার্চ: ডেস্টিনেশন ওয়েডিং নয় ঠাকুমার বাড়িতে বিয়ের পিঁড়িতে বসবেন অম্বানি পুত্র অনন্ত ৷ তার আগে গুজরাতের জামনগরে হয়ে গেল অম্বানির কনিষ্ঠ পুত্রের প্রি-ওয়েডিং পর্ব ৷ এই কয়েকদিনের জন্য অর্থাৎ 26 ফেব্রুয়ারি থেকে 3 মার্চ পর্যন্ত ব্যস্ততা বেড়ে গিয়েছিল জামনগর বিমানবন্দরের ৷ দিনদশেকের জন্য এই বিমানবন্দর পেয়েছে আন্তর্জাতিক তকমাও ৷ গত 7 দিনে প্রায় সাড়ে 4 হাজার যাত্রীর আনাগোনা হয়েছে জামনগর বিমানবন্দরে ৷ এমনটাই জানানো হয়েছে বিমানবন্দর সূত্রে ৷

গুজরাতের জামনগর বিমানবন্দরটি ভারতীয় বায়ু সেনার অধীনে ৷ 10 দিনের জন্য সেই তকমা ঝেড়ে আন্তর্জাতিক তকমা পেয়েছিল সেটি ৷ মুকেশ-পুত্র অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহকে কেন্দ্র করে উপস্থিত হয়েছিলেন দেশ-বিদেশের তাবড় ব্যক্তিত্বরা ৷ সেই তালিকায় ছিলেন বিল গেটস, মার্ক জুকেরবার্গ, পপস্টার রিহানা, ডোনাল্ড ট্রাম্পের-কন্যা ইভাঙ্কা ট্রাম্প-সহ আরও অনেকে ৷

পাশাপাশি বলিউডের প্রথম সারির প্রায় সকল তারকাকেই দেখা গিয়েছে জামনগরের অনুষ্ঠানে ৷ দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, শাহরুখ খান, এমএস ধোনি, এবং সাইনা নেহওয়ালও উপস্থিত ছিলেন অনন্ত- রাধিকার নবজীবনে প্রবেশের সন্ধিক্ষণে। ফলত কয়েকদিনের জন্য ব্যস্ততার শিখরে পৌঁছে গিয়েছে গুজরাতের জামনগর বিমানবন্দরের ৷ রবিবার এই প্রসঙ্গে বিমানবন্দরের ডিরেক্টর ডিকে সিং বলেন, "26 ফেব্রুয়ারি থেকে 3 মার্চ পর্যন্ত প্রায় সাড়ে 4হাজার যাত্রী ওঠানামা করেছেন ৷ এই সময়কালে 350টি দেশীয় বিমান ও 86টি আন্তর্জাতিক বিমান চলাচল করেছে এই বিমানবন্দরে ৷ জামনগরে বায়ুসেনার এই বিমানে 164টি আন্তর্জাতিক বিমান ওঠানামা করেছে ৷ আগামী 6 মার্চ পর্যন্ত এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (AAI) বিমানবন্দরটিকে আন্তর্জাতিক বিমান পরিষেবা দেওয়ার অনুমতি দিয়েছে।

ভারতের বিজনেস টাইকুন মুকেশ অম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রি-ওয়েডিংয়ের অসংখ্য ছবি এবং ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় ৷ একটি বিশেষ ড্রোন শো এবং পপ সেনসেশন রিহানার একটি দুর্দান্ত পারফরম্যান্সও রয়েছে সেই তালিকায়। এছাড়াও বলিউড তারকাদের পারফরম্যান্সও করতে দেখা গিয়েছে এই অনুষ্ঠানে ৷

আরও পড়ুন:

  1. খুদে রাহার সঙ্গে হাত মেলালেন অনন্ত, তিন খান থেকে দীপবীরের নাচে জমজমাট প্রি-ওয়েডিং
  2. জামনগরে অনন্ত-রাধিকার প্রাক-বিবাহবাসরে হাজির অমিতাভ-রজনীকান্ত
  3. জামনগর জমজমাট! রণবীরের সঙ্গে 'গল্লা গোরিয়া'য় পা মেলালেন 'মম টু বি' দীপিকা, দেখুন ভিডিয়ো
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.