ETV Bharat / bharat

সিসিটিভিতে গান্দেরবল হামলার অভিযুক্ত জঙ্গির মুখ ! শুরু চিরুনি তল্লাশি - GANDERBAL TERROR ATTACK

অভিযুক্ত কাশ্মীরের কুলগামের বাসিন্দা ৷ 2023 সাল থেকে নিখোঁজ সে ৷ এক বছর ধরে তাকে জঙ্গি হামলার জন্য প্রস্তুত করা হচ্ছিল বলে খবর ৷

GANDERBAL TERROR ATTACK
গান্দরবল হামলার অভিযুক্ত জঙ্গির খোঁজে তল্লাশি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 26, 2024, 1:53 PM IST

শ্রীনগর, 26 অক্টোবর: সোনমার্গের গান্দেরবলের নির্মীয়মাণ এক সুড়ঙ্গে জঙ্গি হামলায় প্রাণ হারান এক চিকিৎসক-সহ 7 জন ৷ বিধানসভা নির্বাচনের পর 20 অক্টোবরের সেই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে যায় দেশজুড়ে ৷ রাজনৈতিক তরজাও শুরু হয় ৷ এবার সিসিটিভি ক্যামেরায় ফুটে উঠল সেই হামলার অন্যতম অভিযুক্ত জঙ্গির চেহারা ৷ তার খোঁজে উপত্যকায় চিরুনি তল্লাশি শুরু করল এনআইএ, ভারতীয় সেনা ও জম্মু-কাশ্মীর পুলিশ ৷

গত 20 অক্টোবরের সেই হামলার দায় আগেই স্বীকার করে নেয় জঙ্গি সংগঠন লস্কর-ই-তোইবার শাখা দ্য রেজিসট্যান্স ফোর্স (টিআরএফ) ৷ সূত্রের খবর, পাকিস্তানের মদতপুষ্ট এই জঙ্গি সংগঠনের সদস্য অভিযুক্ত মহম্মদ রমজান ভাট ৷ জানা গিয়েছে, কুলগামের ঠোকেরপোড়া এলাকার বাসিন্দা সে ৷ 2023 সাল থেকে নিখোঁজ সে ৷ নিরাপত্তা আধিকারিকদের দাবি, এই সময়ে পাকিস্তানের এই জঙ্গি সংগঠনে নাম লেখায় সে ৷ উপত্যকায় নাশকতা চালানোর জন্য গত এক বছর ধরে তাকে ট্রেনিং দেওয়া হয় ৷ তারপরই 20 অক্টোবর পরিযায়ী শ্রমিকদের লক্ষ্য় করে এলোপাথারি গুলি চালায় সে ৷

GANDERBAL TERROR ATTACK
সিসি ক্যামেরায় অভিযুক্ত জঙ্গি (সিসিটিভি ফুটেজ)

নিরাপত্তা আধিকারিক আরও জানান, ঘটনাস্থলের নিকটবর্তী একটি সিসিটিভি ক্য়ামেরায় বন্দুক হাতে স্পষ্ট তাকে দেখা যায় ৷ সেই ফুটেজ হাতে পাওয়ার পরই জম্মু-কাশ্মীরের একাধিক এলাকায় তল্লাশি অভিযান শুরু করে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ), ভারতীয় সেনা ও স্থানীয় পুলিশের দল ৷ যদিও এখনও পর্যন্ত রমজানের হাইডআউট সম্পর্কে কারও কাছে কোনও নির্দিষ্ট খবর নেই ৷ হামলায় জড়িত থাকার অভিযোগে এখনও পর্যন্ত অন্তত 50 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয় ৷ যদিও কোনও লাভ হয়নি তাতে ৷

অবশেষে ঘটনার তদন্তের দায়িত্ব বর্তায় এনআইএ-এর কাঁধে ৷ তদন্তের জন্য এই বিষয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলতে শুরু করেন কেন্দ্রীয় তদন্তকারী দলের সদস্যরা ৷ বেশ কিছু তথ্য়ও হাতে পান তাঁরা বলে জানিয়েছেন শীর্ষ আধিকারিক ৷ এরপর শুক্রবার ইটিভি ভারতে প্রথম সিসিটিভি ক্যামেরা ও সন্দেহভাজনের খবর প্রকাশিত হয় ৷ সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় সেই খবর ৷ একাধিক স্থানীয় সংবাদমাধ্যম সেই ছবি দেখাতে শুরু করে ৷ এমনকী, তদন্তের জন্য ইটিভি ভারতে প্রকাশিত সেই ছবির স্ক্রিনসর্ট ব্যবহার করা হয় ৷

পড়ুন: কাশ্মীরের সোনমার্গে জঙ্গি হামলায় মৃত 7, ঘটনার দায় স্বীকার লস্করের

শ্রীনগর, 26 অক্টোবর: সোনমার্গের গান্দেরবলের নির্মীয়মাণ এক সুড়ঙ্গে জঙ্গি হামলায় প্রাণ হারান এক চিকিৎসক-সহ 7 জন ৷ বিধানসভা নির্বাচনের পর 20 অক্টোবরের সেই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে যায় দেশজুড়ে ৷ রাজনৈতিক তরজাও শুরু হয় ৷ এবার সিসিটিভি ক্যামেরায় ফুটে উঠল সেই হামলার অন্যতম অভিযুক্ত জঙ্গির চেহারা ৷ তার খোঁজে উপত্যকায় চিরুনি তল্লাশি শুরু করল এনআইএ, ভারতীয় সেনা ও জম্মু-কাশ্মীর পুলিশ ৷

গত 20 অক্টোবরের সেই হামলার দায় আগেই স্বীকার করে নেয় জঙ্গি সংগঠন লস্কর-ই-তোইবার শাখা দ্য রেজিসট্যান্স ফোর্স (টিআরএফ) ৷ সূত্রের খবর, পাকিস্তানের মদতপুষ্ট এই জঙ্গি সংগঠনের সদস্য অভিযুক্ত মহম্মদ রমজান ভাট ৷ জানা গিয়েছে, কুলগামের ঠোকেরপোড়া এলাকার বাসিন্দা সে ৷ 2023 সাল থেকে নিখোঁজ সে ৷ নিরাপত্তা আধিকারিকদের দাবি, এই সময়ে পাকিস্তানের এই জঙ্গি সংগঠনে নাম লেখায় সে ৷ উপত্যকায় নাশকতা চালানোর জন্য গত এক বছর ধরে তাকে ট্রেনিং দেওয়া হয় ৷ তারপরই 20 অক্টোবর পরিযায়ী শ্রমিকদের লক্ষ্য় করে এলোপাথারি গুলি চালায় সে ৷

GANDERBAL TERROR ATTACK
সিসি ক্যামেরায় অভিযুক্ত জঙ্গি (সিসিটিভি ফুটেজ)

নিরাপত্তা আধিকারিক আরও জানান, ঘটনাস্থলের নিকটবর্তী একটি সিসিটিভি ক্য়ামেরায় বন্দুক হাতে স্পষ্ট তাকে দেখা যায় ৷ সেই ফুটেজ হাতে পাওয়ার পরই জম্মু-কাশ্মীরের একাধিক এলাকায় তল্লাশি অভিযান শুরু করে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ), ভারতীয় সেনা ও স্থানীয় পুলিশের দল ৷ যদিও এখনও পর্যন্ত রমজানের হাইডআউট সম্পর্কে কারও কাছে কোনও নির্দিষ্ট খবর নেই ৷ হামলায় জড়িত থাকার অভিযোগে এখনও পর্যন্ত অন্তত 50 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয় ৷ যদিও কোনও লাভ হয়নি তাতে ৷

অবশেষে ঘটনার তদন্তের দায়িত্ব বর্তায় এনআইএ-এর কাঁধে ৷ তদন্তের জন্য এই বিষয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলতে শুরু করেন কেন্দ্রীয় তদন্তকারী দলের সদস্যরা ৷ বেশ কিছু তথ্য়ও হাতে পান তাঁরা বলে জানিয়েছেন শীর্ষ আধিকারিক ৷ এরপর শুক্রবার ইটিভি ভারতে প্রথম সিসিটিভি ক্যামেরা ও সন্দেহভাজনের খবর প্রকাশিত হয় ৷ সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় সেই খবর ৷ একাধিক স্থানীয় সংবাদমাধ্যম সেই ছবি দেখাতে শুরু করে ৷ এমনকী, তদন্তের জন্য ইটিভি ভারতে প্রকাশিত সেই ছবির স্ক্রিনসর্ট ব্যবহার করা হয় ৷

পড়ুন: কাশ্মীরের সোনমার্গে জঙ্গি হামলায় মৃত 7, ঘটনার দায় স্বীকার লস্করের
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.